অ্যাপশহর

Matter Electric Bike: চাবি ছাড়াই হবে স্টার্ট! Matter-এর নতুন ইলেকট্রিক বাইক থাকছে দুর্দান্ত সব ফিচার

নতুন এই ইলেকট্রিক বাইকে থাকতে চলেছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার। এছাড়াও সম্পূর্ণ চাবি ছাড়াই এই বাইকটি স্টার্ট করতে পারবেন আপনি। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ফিচার থাকতে চলেছে এই বাইকে।

EiSamay.Com 22 Nov 2022, 1:54 pm
বিগত প্রায় এক বছর ধরে ভারতের বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। তবে, ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত সাফল্যের পর, এবার দেশের বাজারে ধিরে ধিরে বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক বাইকের চাহিদা। আর এই চাহিদার কথা মাথায় রেখে ইলেকট্রিক স্কুটারর পাশাপাশি এবার ইলেকট্রিক বাইক তৈরির দিকেও মনোযোগ দিয়ে দু'চাকা প্রস্তুতকারী সংস্থাগুলি। ভারতের বাজারে ইতিমধ্যেই বেশ কয়েকটি ইলেকট্রিক বাইক লঞ্চ হয়েছে। আর এবার, আরও একটি ইলেকট্রিক বাইক ভারতের বাজারে লঞ্চ হল। Matter-এর এই ইলেকট্রিক বাইকে থাকতে চলেছে বেশ কিছু দুর্দান্ত ফিচার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল যে চাবি ছাড়াই এই বাইকটি স্টার্ট করা সম্ভব। এছাড়াও, বাইক চালাতে চলাতে গানও শুনতে পারবেন আপনি। তাই চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ফিচার থাকতে চলেছে এই বাইকে।
EiSamay.Com Matter Electric Bike
Matter-এর নতুন ইলেকট্রিক বাইক


গিয়ারবক্স
Matter-এর এই ইলেকট্রিক বাইকে একটি গিয়ার বক্স প্রদান করা হয়েছে। এটিই প্রথম ইলেকট্রিক বাইক যেখানে গিয়ার বক্স প্রদান করা হয়। ভারতের বাজারে এই মুহূর্তে যে কটি ইলেকট্রিক বাইক রয়েছে সেগুলির একটাতেও এই গিয়ার বক্স নেই।

ব্যাটারি প্যাক
Matter-এর ইলেকট্রিক বাইকে একটি খুবই শক্তিশালী ইলেকট্রিক মোটর প্রদান করা হয়েছে। এই ইলেকট্রিক মোটর থেকে আপনি পেয়ে যাবেন 10.5 KW-র পাওয়ার ও 520 NM-এর টর্ক। এছাড়াও, এই বাইকে থাকতে চলেছে একটি ইন-বিল্ট লিকুইড কুলিং-এর ব্যবস্থা। এর ফলে, লম্বা দূরত্ব অতিক্রম করার পরেও, কোনও ভাবেই গরম হবে না এই বাইকটি। এই ই-বাইক থেকে আপনি একটি সিঙ্গেল চার্জে পেয়ে যাবেন ১২৫ থেকে 150 কিমির দুর্দান্ত রেঞ্জ।

Honda Electric Scooter: বাজারে প্রথম ইলেকট্রিক স্কুটার আনছে Honda! জানুন ফিচার থেকে রেঞ্জ সব
ফিচার
এছাড়াও, এই ই-বাইকে থাকতে চলেছে বেশ কিছু দুর্দান্ত ফিচার। এর মধ্যে রয়েছে অটো রিপ্লে, মিউজিক, কি-লেস ড্রাইভ, স্টোরেজ ক্যাপাসিটি, সাত ইঞ্চের স্ক্রিন ডিসপ্লে, অ্যাক্সিডেন্ট ডিটেকশন, ডুয়াল ডিস্ক ব্রেক, জিও ফেন্সিং ও কলিং-এর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। সব মিলিয়ে 80টির উপর দুর্দান্ত ফিচার রয়েছে এই গাড়িতে।

Royal Enfield Bike: ব্যাপক জনপ্রিয় Royal Enfield-এর এই বাইক! তিন মাসে বিক্রি ছাড়াল 50,000
বাড়ির যে কোনও বোর্ড থেকে চার্জের সুযোগ এই বাইকটি চার্জ করার জন্য কোনও বিশেষ চার্জারের প্রয়োজন পড়বে না। যে কোনও প্লাগের মাধ্যমেই এই বাইকটি চার্জ করতে পারবেন আপনি। একটি 5m প্লাগ দিয়েই এই বাইকটি চার্জ করতে পারবেন আপনি।

পরের খবর

ট্রেন্ডিং