অ্যাপশহর

Suzuki India: Maruti Suzuki-তে চেপে জাপানের রেকর্ড ভাঙল ভারত!

Maruti Udyog-এর সঙ্গে যৌথ উদ্যোগে ১৯৮৩ সালের ডিসেম্বর থেকে ভারতে গাড়ি উৎপাদন শুরু করেছিল Suzuki Motor Corp।

EiSamay.Com 4 Jun 2018, 4:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে নয়া মাইলস্টোন গাড়ি প্রস্তুতকারক সংস্থা Maruti Suzuki-র। ভারতে ২ কোটি গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল সংস্থা। জাপানের পর ভারতই দ্বিতীয় দেশ, যেখানে এই মাইলস্টোন ছুঁতে পেরেছে Maruti Suzuki। সোমবার বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থা।
EiSamay.Com প্রতীকী ছবি
প্রতীকী ছবি


Maruti Udyog-এর সঙ্গে যৌথ উদ্যোগে ১৯৮৩ সালের ডিসেম্বর থেকে ভারতে গাড়ি উৎপাদন শুরু করেছিল Suzuki Motor Corp। বিগত ৩৪ বছর ৫ মাসে ২ কোটি গাড়ি উৎপাদনের রেকর্ড ছুঁয়ে ফেলল সংস্থা। জাপানে যা করা হয়েছিল ৪৫ বছর ৯ মাসে।

২ কোটি গাড়ির মধ্যে, সবচেয়ে বেশি সংখ্যা Alto গাড়ি প্রস্তুত করা হয়েছে। সংস্থার বিবৃতি অনুযায়ী, '৩০ লাখের বেশি শুধু Alto বানানো হয়েছে।'

গুরগাঁও ও মানেসারে কারখানা থেকেই মূলত গাড়ি প্রস্তুত করে Maruti Suzuki। এছাড়াও গুজরাতে Suzuki Motor-এর কারখানা রয়েছে।

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং