অ্যাপশহর

Car Tyre Tips : এই উপায়ে গাড়ির টায়ারের আয়ু বাড়িয়ে তুলুন, অনেকগুলো টাকা সঞ্চয় হবে

এখন গাড়ির টাকা বদলানো মানে একগুচ্ছ টাকার ধাক্কা, টায়ার সারাতেও মোটা অঙ্ক গুণতে হয়, কিন্তু এই পদ্ধতি মেনে টায়ারের যত্ন নিলে টায়ারের আয়ু অনেক বাড়াতে পারবেন

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 11 Mar 2023, 5:54 pm
গাড়ির ইঞ্জিন, অয়েল ফিল্টার, ব্যাটারি, ব্রেক ও এয়ার কন্ডিশনার ইত্যাদি একাধিক পার্টসের খেয়াল রাখা হয়। কিন্তু এর সমান যত্ন যদি গাড়ির টায়ারেও দেন তাহলে অনেকগুলো টাকা বেঁচে যাবে আপনার. টায়ার হল একটি চার চাকা বা দু চাকার একমাত্র পার্টস যার যোগাযোগ সরাসরি রাস্তার সঙ্গে হয়। তাই টায়ারের খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
EiSamay.Com Car Tyre care Tips
গাড়ির টায়ার পরীক্ষা করুন নাহলে খরচা বাড়বে (ছবি : pexels)


বারবার গাড়ির টায়ার বদলাতে হবে না

একটা নির্দিষ্ট সময় ব্যবহার করার পর গাড়ির টায়ার পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বেশ কিছু উপায় রয়েছে যা অনুসরণ করে টায়ারের লাইফ-সাইকেল বাড়াতে পারবেন। অযথা টাকা খরচ করতে হবে না।
High Beam Glare : হেডলাইটের আলো চোখে লাগে? রাতে গাড়ি-বাইক চালালে এই 5 টিপস অবশ্যই মানুন
টায়ার প্রেসার যাচাই করুন

বর্তমানে একাধিক নতুন গাড়িতে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) সুবিধা দেওয়া হয় যার মাধ্যমে স্ক্রিনে দেখেই টায়ারের চাপ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কিন্তু সব গাড়িতে এই সুবিধা থাকে না। তাই কিছু সময় অন্তর টায়ারের চাপ পরীক্ষা করুন। গাড়ির ওজন ও স্পিড লিমিট অনুযায়ী টায়ার উপযুক্ত অবস্থায় রয়েছে কিনা দেখা উচিত, নাহলে রাস্তাঘাটে দুর্ঘটনায় পড়তে পারেন।
Car Tyre : গাড়ির চাকাতেই রয়েছে আসল সিক্রেট! অধিকাংশ ড্রাইভাররাই জানেন না
ওভারলোডিং ও ওভার স্পিডিং একদম নয়

ভারতে ওভারলোডিং সবসময় একটি সমস্যা থেকে এসছে। যতই বাধ্য হয়ে গাড়ি ওভারলোডিং করুন না কেন, দিনের শেষে তার পরিণাম আপনাকেই পেতে হবে। অনেকক্ষেত্রে গাড়িতে ওভারলোডিংয়ের ফলে টায়ার পাংচার অথবা ফেটেও করতে পারে। দুর্বল করে দিতে পারে ব্রেকিং সিস্টেম, তাই গাড়িতে ওভারলোডিং করা উচিত নয়।
কী পার্থক্য টিউব যুক্ত ও টিউবলেস টায়ারের মধ্যে? কোনটাই বা বেশি উপযোগী? জানুন
ওভারলোডিং এর সঙ্গে ওভারস্পিডিংও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রাফিক পুলিশের কাছে। গাড়ি অতিরিক্ত স্পিডে দৌড়লে টায়ারের উপর ব্যাপক চাপ সৃষ্টি হয় এবং টায়ার গরম হয়ে যায়। যার ফলে কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে চাকাগুলি।

চাকা সমান রয়েছে কিনা দেখুন

বিভিন্ন সময় গাড়ির চাকার বিন্যাস অসমতল থাকলে তা বড় দুর্ঘটনা ডেকে আনে। কমিয়ে দেয় চাকার আয়ু। তাই বিশেষজ্ঞদের পরামর্শ বছরে অন্তত একবার গাড়ির চাকা সমান ভাবে রয়েছে কিনা যাচাই করুন। এই কাজটি টায়ার পরিবর্তন করার সময়ও করতে পারেন।
বাইকের টায়ার কখন বদলাতে হবে? মেকানিক ছাড়াই বুঝে নিন এই লক্ষণে
টায়ার রোটেশন

প্রতি 10 হাজার কিলোমিটার যাত্রার পর টায়ার রোটেশন করার পরামর্শ দেওয়া হয়। এর ফলে গাড়ির চাকার আয়ু বৃদ্ধি পায়। এমনকি টায়ার রোটেশনের ফলে গাড়ির ভাইব্রেশন অনেক কমে যায়। একাধিক গাড়ির চাকা একটা সময়ের পর ব্যবহারযোগ্য থাকে না। কিন্তু টায়ার রোটেশনের ফলে সেই সম্ভাবনাও কমে যায়।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং