অ্যাপশহর

Mahindra Free Servicing : মাহিন্দ্রার গাড়ি আছে? বিনামূল্যে সার্ভিসিং করিয়ে আনুন, অফার চলবে এই তারিখ পর্যন্ত

নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেক গাড়ির সার্ভিসিং প্রয়োজন, গ্রাহকদের সুবিধার্থে এই পরিষেবা বিনামূল্যে দেওয়ার ঘোষণা করল Mahindra, কবে অবধি চলবে জানুন

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 18 Feb 2023, 1:36 pm
চার চাকার বিক্রি যত বাড়ছে ততই বৃদ্ধি পাচ্ছে আনুষঙ্গিক খরচ। গাড়ি ব্যবহারযোগ্য রাখার জন্য সার্ভিসিং করানো খুব জরুরি। আর যা করতে মোটা টাকা গুণতে হয় গাড়ি মালিকদের। তবে এই ক্ষেত্রে একটি ফাটাফাটি অফারের ঘোষণা করেছে মাহিন্দ্রা। আপনার কাছেও যদি এই মুহূর্তে একটি মাহিন্দ্রার এসইউভি থাকে তাহলে সেটি একদম ফ্রি-তে সার্ভিসিং করিয়ে আনতে পারবেন।
EiSamay.Com Mahindra Servicing
Mahindra Bolero এসইউভি (ছবি সৌজন্যে : auto.mahindra.com)


সম্প্রতি এম-প্লাস মেগা সার্ভিস ক্যাম্পের ঘোষণা করেছে সংস্থা। দেশজুড়ে সংস্থার 600 অনুমোদিত ডিলারশিপে এই পরিষেবা মিলবে। তবে এই অফার সীমিত সময়ের জন্য পাওয়া যবে বলে জানিয়েছে মাহিন্দ্রা।

মাহিন্দ্রার গাড়িতে ফ্রি সার্ভিসিং

ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই অফার চলবে। প্রায় 5000 এর বেশি ফ্রি সার্ভিস এবং 75 পয়েন্ট ফ্রি ডায়াগনস্টিক চেক আপ করানো যাবে। মিলবে বিলুপ্ত হওয়া গাড়ির পার্টস এবং অ্যাকসেসারিজ। এই ক্যাম্পে রিপেয়ার কস্টে ছাড় দেওয়া হবে গ্রাহকদের 25 শতাংশ। ছাড় মিলবে ম্যাক্সিকেয়ার বা এক্সটিরিয়র ভেহিকেল ট্রিটমেন্টে। রোডসাইড অ্যাসিস্ট্যান্সেও মিলবে 15 শতাংশ ডিসকাউন্ট।
Mahindra Electric : বিদেশি সংস্থাদের টেক্কা দিচ্ছে ভারতের মাহিন্দ্রা, মারকাটারি লুকে হাজির নতুন অফ-রোড ইলেকট্রিক SUV
এছাড়া মাহিন্দ্রা তাদের সমস্ত ওয়ার্কশপে কুইক পরিষেবা দেবে বলেও জানিয়েছে। যেখানে গ্রাহকরা পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণের কাজ মাত্র 90 মিনিটের মধ্যে সেরে নিতে পারবেন। তবে এই সুবিধা নেওয়ার জন্য মেগা সার্ভিস ক্যাম্প চলাকালীন সংস্থার উইথ ইউ হামেশা-তে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
Tata Nexon EV : দেশের বেস্ট সেলিং ইলেকট্রিক গাড়িতে 1.6 লাখ টাকা ছাড়! এক চার্জেই দিঘা, কিনেবেন নাকি?
এই হামেশা অ্যাপের মাধ্যমে গ্রাহকরা পেপারলেস ডিজিটাল ইনভয়েসও তৈরি করতে পারবে। এই পরিষেবা কেন্দ্রের ডিজিলকারের সাথে যুক্ত। এই অ্যাপে সার্ভিস বুকিং, সার্ভিস স্টেজ ট্র্যাকিং, অনলাইন পেমেন্টও করা যাবে।

প্রসঙ্গত, মাহিন্দ্রার ঝুলিতে এই মুহূর্তে প্রায় 2.66 লাখ গাড়ি বুকিং পেন্ডিং রয়েছে যার মধ্যে স্করপিও-এন এবং স্করপিও-ক্লাসিক-এর বুকিং 1.19 লাখ। মাহিন্দ্রা বলেরো এবং বলেরো নিও-র বুকিং 9 হাজার।
Thar vs Jimny : মাহিন্দ্রা থর বনাম মারুতি জিমনি! স্পেসিফিকেশনের বিচারে কোন গাড়ি এগিয়ে? রইল তুলনা
প্রচুর বুকিংয়ের কারণে গাড়ির ওয়েটিং পিরিয়ডও বাড়তে থাকছে। বর্তমানে মাহিন্দ্রার স্করপিও-এন গাড়ির ওয়েটিং পিরিয়ড রয়েছে 22-23 মাস। এক্সইউভি700 ওয়েটিং পিরিয়ড রয়েছে 15-16 মাস, থর গাড়ির ওয়েটিং পিরিয়ড 16-18 মাস।

এক্সইউভি300 এবং এক্সইউভি400 গাড়ির প্রায় 20 হাজার অর্ডার পেন্ডিং রয়েছে বলে জানিয়েছে মাহিন্দ্রা। এই দুই গাড়ির ওয়েটিং পিরিয়ড পেরিয়ে গিয়েছে 7 মাস। সবচেয়ে কম ওয়েটিং পিরিয়ড রয়েছে বলেরো নিও গাড়ির এক মাসেরও কম। এই পরিস্থিতি দেখে গাড়ির উত্পাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

থর গাড়ির উত্পাদন বার্ষিক 4 হাজার থেকে 6 হাজার, স্করপিও গাড়ির উত্পাদন 6 হাজার থেকে 10 হাজার এবং এক্সইউভি গাড়ি 5 হাজার থেকে 9 হাজার করার সিদ্ধান্ত নিয়েছে মাহিন্দ্রা।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং