অ্যাপশহর

বর্ষপূর্তিতে নয়া SUV বাজারে ছাড়ল Lexus

গত নভেম্বর থেকেই SUV NX300h-এর অর্ডার নেওয়া শুরু করেছিল Lexus।

EiSamay.Com 11 Apr 2018, 5:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে ব্যবসার বর্ষপূর্তি পালন করল Lexus। এই মুহূর্ত পালনে এবার সংস্থার অন্যতম ‘পাইলট প্রোজেক্ট’ SUV NX300h ডেলিভারির সূচনা করানো হল। গত বছর মার্চে ভারতীয় বাজারে প্রবেশ করেছিল Lexus।
EiSamay.Com Lexus-এর নয়া SUV মডেল
Lexus-এর নয়া SUV মডেল


গত নভেম্বর থেকেই NX300h-এর অর্ডার নেওয়া শুরু করেছিল Lexus। এবার সেইমতো ডেলিভারির সূচনা করা হল। এই ডেলিভারির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। সংস্থার দাবি, গ্রাহকদের জন্য চমক অপেক্ষা করছে।

পরবর্তী সময়েও আরও নতুন মডেল এ দেশের বাজারে ছাড়া হবে বলে জানানো হয়েছে। ভারতের গাড়ি বাজারে ছাপ রাখতে সংস্থা বদ্ধপরিকর বলে জানিয়েছে Lexus কর্তৃপক্ষ।

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং