অ্যাপশহর

উৎসবের মরশুমে দুর্দান্ত অফার! কোন বাইকে কত ছাড়? জেনে নিন

প্রতি বছরই উৎসবের মরশুমে গাড়ি অথবা বাইকের দামে বেশ কিছুটা ছাড় প্রদান করে অটোমোবাইল সংস্থাগুলি। ২০২২ সালের দুর্গা পুজো আসতে আর মাত্র কয়েকদিন। আর তাই, পুজো উপলক্ষে আজই আপনার বাড়িতে একটি ব্র্যান্ড নিউ বাইক।

Produced byAvijit Das | EiSamay.Com 21 Sep 2022, 6:04 pm
সামনেই দুর্গাপূজা। আর এই দুর্গা পুজা উপলক্ষে গ্রাহকদের জন্য দুর্দান্ত ছাড়ের অফার নিয়ে হাজির হয়েছে দেশের গাড়ি ও বাইক প্রস্তুতকারী সংস্থাগুলি। স্পোর্টস থেকে শুরু কমিউটার হোক বা অ্যাডভেঞ্চার সব ধরণের বাইকর উপরই চলছে বেশ কিছু অফার। কোন ক্ষেত্রে চলছে নগদ ছাড় তো কোন ক্ষেত্রে রয়েছে জিরো ডাউন পেমেন্টের অফার। তাই আপনিও যদি এই উৎসব উপলক্ষে একটি নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ও নিজের বাড়িতে একটি নতুন বাইক নিয়ে আসুন।
EiSamay.Com indian bike manufacturers offer massive discount and offer during festive season on two wheelers
উৎসবের মরশুমে দুর্দান্ত অফার! কোন বাইকে কত ছাড়? জেনে নিন


চলুন দেখে নেওয়া যাক বাইকের কোন কোন মডেলের উপর কত টাকার ছাড় প্রদান করছে দেশের বাইক প্রস্তুতকারী সংস্থাগুলি।

Bajaj

বাজাজের 100 CC সেগমেন্টের বাইকের উপর 2100 টাকার ছাড় প্রদান করা হচ্ছে। এছাড়াও ডিলারের তরফেও বেশ কিছু অফার দেওয়া হচ্ছে গ্রাহকদের। অ্যাকসেসরিজের উপর দেওয়া হচ্ছে বেশ কিছু ছাড়।

Hero

কেবলমাত্র 2500 টাকা ডাউন পেমেন্ট করেই এই সংস্থার বাইক বাড়িতে নিয়ে আসতে পারবেন আপনি। বাকি ঋণের উপর 6.99% সুদ দিতে হবে আপনাকে। এছাড়াও, বেশ কিছু আকর্ষণীয় সার্ভিসও অফার করা হচ্ছে গ্রাহকদের। অন্যদিকে, Paytm থেকে পেয়ে যেতে পারেন 4,000 টাকা পর্যন্ত ছাড়।

Suzuki

Paytm-এর মাধ্যমে 4,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক প্রদান করা হচ্ছে গ্রাহকদের। অন্যদিকে, সরকারি সংস্থার কর্মীদের 5,000 টাকার অতিরিক্ত ছাড় প্রদান করা হচ্ছে সংস্থার তরফে।

Honda

জিরো ডাউনপেমেন্টের করে এই বাইকটি বাড়িতে নিয়ে আসতে পারবেন আপনি। এছাড়াও, No Cost EMI-এর অপশনও পেতে পারেন আপনি। সরকারি ও সরকারি সংস্থার কর্মীদের 2,000 টাকার ছাড় প্রদান করছে এই সংস্থা। এছাড়াও, 5,000 টাকা পর্যন্ত 5% ক্যাশব্যাকও পেয়ে যেতে পারেন আপনি।

TVS

TVS Apache RTR বাইকের দামের কেবলমাত্র 10% ডাউনপেমেন্ট করতে হবে আপনাকে। এই বাইকের উপর 7.90% হারে সুদ দিতে হবে আপনাকে। এছাড়াও এই ঋণ নেওয়ার জন্য কোনও প্রোসেসিং ফি দিতে হবে না আপনাকে।

লেখকের সম্পর্কে জানুন
Avijit Das

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং