অ্যাপশহর

Hyundai i10 : যাত্রীদের টেনশন ফ্রি করতে নয়া সুরক্ষা ফিচার, রূপ বদলে আসছে হুন্ডাই আইটেন

হুন্ডাই আইটেন গাড়ির নতুন ভার্সন লঞ্চ হল, প্রিমিয়াম গাড়ির মতো এবার এতেও মিলবে আধুনিক অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 28 Feb 2023, 5:03 pm
কম দামি হ্যাচব্যাক আইটেন গাড়িতে বেশ কিছু নতুন আপডেট যোগ করল হুন্ডাই। সম্প্রতি কেন্দ্রের নয়া নিয়ম বিধি অনুযায়ী নতুন ইঞ্জিন সহ গাড়িটি লঞ্চ করেছে সংস্থা। তার কিছুদিন না যেতেই এবার চার চাকায় যাত্রীরা পেতে চলছে দারুণ সুরক্ষা ফিচার। বিশ্ব বাজারে এই গাড়ি সম্প্রতি প্রকাশ করেছে কোরিয়ার সংস্থাটি। আইটেন ছাড়াও এর লাইনআপে সবচেয়ে ছোট হ্যাচব্যাক এন-লাইনেরও আপডেট এডিশন প্রকাশ করেছে সংস্থা।
EiSamay.Com New Hyundai i10
হুন্ডাই আইটেন (ছবি : www.hyundai.com)


হুন্ডাই আইটেনে নতুন কী?

একাধিক নতুন এক্সটিরিয়র থিম এবং ইন্টিরিয়র ফিচার্স সহ নবজন্ম হয়েছে এই চার চাকার। 2023 হুন্ডাই আইটেনের ডিজাইন বাইরের দিক দিয়ে অধিকাংশটাই ভারতে বিক্রি হওয়া আইটেন মডেলের মতো। তবে যোগ হয়েছে নতুন হানি-কম্ব আকৃতির ডেটাইম রানিং ল্যাম্প, পাশাপাশি নতুন লোয়ার বাম্পার এবং এলইডি গ্রাফিক্স গাড়ির আকর্ষণ অনেকটা বাড়িয়ে তুলেছে।
New Hyundai Verna : টাটা-মারুতির কপালে হাত! নতুন হুন্ডাই ভার্না-র ডিজাইন দেখে মুগ্ধ নেটিজেনরা
নতুন হুন্ডাই আইটেনে ইঞ্জিন স্পেসিফিকেশন মিলবে 1 লিটার তিন সিলিন্ডার ন্যাচারালি পেট্রল ইঞ্জিন যা 66 হর্স পাওয়ার শক্তি তৈরি করে। এর সঙ্গে একটি 1.2 লিটার চার সিলিন্ডার ইঞ্জিন যা 83 হর্স পাওয়ার এবং 1 লিটার টার্বোচার্জ টিজিডি-আই ইঞ্জিনের বিকল্প পাওয়া যাবে।
2023 Honda City Facelift : ডিজেল বিদায়! চমক দিতে পেট্রলের সঙ্গে হাইব্রিড ইঞ্জিন সহ আসছে হোন্ডা সিটি, কত দাম?
এছাড়া গাড়িতে নতুন অ্যালয় হুইল এবং দুটি এক্সটিরিয়র কালার থাকছে যেগুলি হল - লুমেন গ্রে এবং মেটা ব্লু। অপরদিকে যাত্রীদের নজরকাড়তে গাড়ির অন্দরে লাল রঙের নয়া সিট কভার এবং নীল রঙের অ্যামবিয়েন্ট লাইটিং যোগ করেছে সংস্থা। সঙ্গে স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে থাকছে 4.2 ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, 4G নেটওয়ার্ক, ম্যাপিংয়ের জন্য ওটিএ আপডেট, 8 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং ফ্রন্ট, রিয়ার ইউএসবি সি পোর্ট, এবং আধুনিক অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, যা রাস্তায় যাত্রীদের দুর্ঘটনা থেকে বাঁচাবে।
Hyundai Creta Alacazar : টপ ক্লাস সেফটি! 6টি এয়ারব্যাগ সহ বাজারে এল নতুন Hyundai Creta এবং Alcazar
ভারতে হুন্ডাই আইটেনের দাম কত এবং মাইলেজ

ভারতে বিক্রি হয় হুন্ডাই গ্র্যান্ড আইটেন নিওস যার এক্স-শোরুম দাম 5.69 লাখ টাকা (এক্স-শোরুম)। গাড়িতে 1.2 লিটার পেট্রল ইঞ্জিন পান গ্রাহকরা। সঙ্গে মেলে ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স। এই কম্প্যাক্ট হ্যাচব্যাক মাইলেজ দেয় প্রতি লিটার তেলে 21 কিলোমিটার। পেট্রল ছাড়াও সিএনজি বিকল্পেও বিক্রি হয় হুন্ডাই গ্র্যান্ড আইটেন। বাজারে মোট 10টি ভেরিয়েন্টে বিক্রি হয় এই গাড়ি, শীর্ষ ভেরিয়েন্টের মূল্য 8.47 লাখ টাকা এক্স-শোরুম।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং