অ্যাপশহর

Hyundai Creta নাকি Tata Nexon! কোন গাড়ির মাইলেজ বেশি? রইল তুলনা

Hyundai Creta vs Tata Nexon : দেশের দুই সেরা SUV ক্রেটা এবং নেক্সনের মধ্যে কার মাইলেজ বেশি দেখে নেওয়া যাক।

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 29 May 2023, 7:48 pm
ভারতের দুই বেস্ট সেলিং SUV Hyundai Creta এবং Tata Nexon, গ্রাহকদের অত্যন্ত পছন্দের গাড়ি এই দুটি চার চাকা। পারফরম্যান্স, কমফোর্ট, ফিচার্স সব দিক থেকেই ক্রেতাদের সন্তুষ্ট করেছে গাড়িগুলি। আশ্চর্যের বিষয় হল, দুই গাড়ি 5 সিটার এবং উভয়ই ডিজেল এবং পেট্রল ইঞ্জিনের সঙ্গে বিক্রি হয়।
EiSamay.Com Hyundai creta tata nexon og


হুন্ডাই ক্রেটা-তে যেখানে পাওয়া যায় 1টি ডিজেল ইঞ্জিন এবং 2টি ইঞ্জিনের বিকল্প সেখানে টাটা নেক্সনে পাওয়া যায় 1টি ডিজেল ইঞ্জিন এবং 1টি পেট্রল ইঞ্জিনের বিকল্প। এই দুই গাড়ির মধ্যে কার ফিচার্স কেমন চলুন একনজরে দেখে নেওয়া যাক।

Tata Nexon ফিচার্স

এই গাড়িতে রয়েছে 1.5 লিটার টার্বো চার্জ 4 সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 113 ব্রেক হর্সপাওয়ার এবং 260 এনএম টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে 5 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। গাড়ির বুট স্পেস 350 লিটার, টাটা নেক্সনের ARAI মাইলেজ 24 কিলোমিটার। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 209 মিলিমিটার।
Nexon vs Fronx : এই 5 ফিচারে মারুতি ফ্রঙ্কস-কে ছাপিয়ে গেল টাটা নেক্সন, চাহিদা বাড়ছে হু হু করে
বিনোদন ও আরামের জন্য রয়েছে 7 ইঞ্চি টাচস্ক্রিন, 8 স্পিকার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ক্রূজ কন্ট্রোল, এয়ার কন্ডিশনার, পাওয়ার উইন্ডো, কাপ হোল্ডার, নেভিগেশন সিস্টেম, কি-লেস এন্ট্রি, 3টি ড্রাইভিং মোড।

এ ছাড়া যাত্রী সুরক্ষার জন্য মজুত ডুয়াল এয়ারব্যাগ, টায়ার প্রেশার মনিটর এবং ট্র্যাকশন কন্ট্রোল, গ্লোবাল এন্ক্যাপ টেস্ট অনুসারে গাড়ির সেফটি রেটিং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে 5 স্টার এবং শিশুদের ক্ষেত্রে 3 স্টার।
Tata Nexon EV : 100 জনের মধ্যে 75 জন কিনতে ইচ্ছুক এই ইলেকট্রিক গাড়ি
Tata Nexon এর দাম 7.80 থেকে 14.50 লাখ টাকা (এক্স-শোরুম)।

Hyundai Creta এর ফিচার্স

হুন্ডাইয়ের এই গাড়িতে রয়েছে 1.5 লিটার 4 সিলিন্ডার ইঞ্জিন সঙ্গে 6 স্পিড অটোমেটিক গিয়ারবক্স, গাড়ির মাইলেজ 18 কিলোমিটার, এই SUV এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 190 মিলিমিটার।
Hyundai Cars : যাত্রী সন্তুষ্টি সবার আগে, Creta, i20-র সুরক্ষা মজবুত করল হুন্ডাই! এবার কী করবে মারুতি?
বিনোদন ও আরামের জন্য গাড়িতে একগুচ্ছ ফিচার্স রয়েছে। যেমন 10.25 ইঞ্চি টাচস্ক্রিন (টাটা নেক্সনের থেকে বেশি), অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, এয়ার কোয়ালিটি কন্ট্রোল, এয়ার কন্ডিশনিং, পাওয়ার উইন্ডো, ক্রূজ কন্ট্রোল, কাপ হোল্ডার ইত্যাদি।

যাত্রী সুরক্ষার জন্য রয়েছে 6টি এয়ারব্যাগ, ট্র্যাকশন কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটর, ক্র্যাশ সেন্সর, অটোমেটিক হেডল্যাম্প, ভেহিকেল স্টেবেলিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি। গ্লোবাল এনক্যাপ টেস্টের ফলাফল অনুযায়ী এই গাড়ির সেফটি রেটিং 3 স্টার।
Hyundai Creta EV : টাটা নেক্সনের থেকেও বেশি রেঞ্জ, চমকে দেবে হুন্ডাই ক্রেটার ইলেকট্রিক ভার্সনHyundai Creta এর দাম 10.87 থেকে 19.20 লাখ টাকা (এক্স-শোরুম)। মাইলেজ এবং দামের দিক দিয়ে টাটা নেক্সন এগিয়ে থাকলেও ফিচার্স ও সুরক্ষার ক্ষেত্রে ক্রেটা কিছুটা হলেও এগিয়ে।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং