অ্যাপশহর

Honda Electric Scooter : দেশে নতুন মোপেড ও অ্যাক্টিভার ইলেকট্রিক অবতার আনতে পারে হন্ডা, মার্চেই বড় ঘোষণা

ভারতে ইলেকট্রিক টু হুইলার লঞ্চ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা হন্ডার। অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি নতুন মোপেড বাজারে আনতে পারে সংস্থাটি

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 16 Mar 2023, 1:48 pm
যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে ব্যাটারি চালিত দু চাকার চাহিদা ও বিক্রি। এমতাবস্থায় অনেক বড় বড় টু হুইলার সংস্থাই বাজারে ইলেকট্রিক স্কুটার অথবা ইলেকট্রিক মোটরবাইক লঞ্চ কথার ভাবছে। সূত্রের খবর, এই তালিকায় খুব শিগগিরিই নাম লেখাতে চলেছে হন্ডা। চলতি মাসেই নতুন ইলেকট্রিক স্কুটারের ঘোষণা করতে চলেছে হন্ডা।
EiSamay.Com Honda Electric Scooter
হন্ডা ইলেকট্রিক স্কুটার (ছবি : astra-honda.com)


বাজারে গুঞ্জন, সংস্থার বেস্ট সেলিং স্কুটি অ্যাক্টিভার ইলেকট্রিক অবতার লঞ্চ করতে পারে জাপানি সংস্থাটি। এখনও অবধি ভারতীয় ইলেকট্রিক দু চাকার বাজারে হিরো, ইয়ামাহা, সুজুকি কিংবা রয়্যাল এনফিল্ড - কোনও সংস্থাই সেইভাবে বাজার কাঁপাতে পারেনি।

সেই জায়গায় হন্ডার তরফে যদি ভারতে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হয় তাহলে সেটি বড় চ্যালেঞ্জ হবে প্রতিযোগী সংস্থাগুলি কাছে। জানা যাচ্ছে, আগামী 29 মার্চ ভারতে ইলেকট্রিক ভেহিকেল পরিকল্পনা প্রকাশ করতে চলেছে হন্ডা মোটরসাইকেল অ্যান্ড ইন্ডিয়া (HMSI)। এই ইলেকট্রিক দু চাকা আদৌ অ্যাক্টিভা হবে নাকি অন্য কিছু তা সেদিনই অফিশিয়ালি জানা যাবে।
Honda Electric Bike : সস্তায় কিউট ইলেকট্রিক স্কুটার এনে তাক লাগালো হোন্ডা, মিলবে প্যাডেল করার সুযোগও
উল্লেখ করার বিষয় হল, ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটার লঞ্চ না করলেও আন্তর্জাতিক বাজারে একাধিক ইলেকট্রিক স্কুটারের কেনা-বেচা করে জাপানি সংস্থাটি। বিগত দিনে হন্ডার পক্ষ থেকেও একাধিক ইঙ্গিত দেওয়া হয়েছে এই স্কুটার সম্পর্কে।

ইলেকট্রিক মোপেডও লঞ্চ হবে

সংস্থার প্রেসিডেন্ট আতসুশি অগাটা বলেন, ভারতে ইলেকট্রিক যানবাহন সংক্রান্ত বড় পরিকল্পনা রয়েছে হন্ডার। 3টি বিভাগে ইলেকট্রিক দু চাকা বাজারে আনা হবে। প্রথম বিভাগে থাকবে ইলেকট্রিক বাইক (মোটরসাইকেল নাও হতে পারে) যার সর্বোচ্চ গতি থাকবে 25 কিমি প্রতি ঘণ্টা।
Honda Activa vs Hero Xoom: অ্যাকটিভা নাকি জুম ? কোনটা কিনলে ফায়দা বেশি? খুঁটিনাটি জানুন
দ্বিতীয় বিভাগে থাকবে ইলেকট্রিক মোপেড যা সর্বাধিক 50 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারবে। তৃতীয় এবং শেষ বিভাগের অধীনে লঞ্চ হবে ইলেকট্রিক স্কুটার, এর সর্বোচ্চ গতি থাকবে 50 কিমি প্রতি ঘণ্টা।

ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে কোনও লাইসেন্সের প্রয়োজন হবে না বলে জানিয়েছে সংস্থা। তবে বাকি দুই যানবাহন অর্থাৎ ইলেকট্রিক মোপেড এবং ইলেকট্রিক স্কুটার নির্দিষ্টি নিয়ম মেনেই বাজারে লঞ্চ হবে।
Honda New Shine 100 : দারুণ সস্তায় নতুন মোটরবাইক লঞ্চ করল হন্ডা, দাম 64,900 টাকা
প্রসঙ্গত, 2025 সালে আন্তর্জাতিক বাজারে 10টি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে হন্ডা। আপাতত জ্বালানি চালিত মোটরবাইক ও স্কুটারেই মনোনিবেশ করতে চায় সংস্থাটি। যার বড় প্রমাণ গতকাল লঞ্চ হওয়া নতুন 100 সিসি কমিউটার মোটরসাইকেল হন্ডা সাইন।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং