অ্যাপশহর

ভারতে আসছে Honda Benly! পরীক্ষা শুরু ইলেক্ট্রিক স্কুটারের

কেমন হতে চলেছে Honda Benly? ভারতের রাস্তায় পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে সংস্থা।

Lipi 11 Jun 2021, 12:13 pm
Honda Benly: অনেক দিন ধরেই Honda-র নতুন ইলেক্ট্রিক স্কুটার ভারতে লঞ্চ ঘিরে কানাঘুষো চলছিল। সম্প্রতি কোম্পানির নতুন ইলেক্ট্রিক স্কুটার Benly টেস্টিংয়ে দেখা গিয়েছে। অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI) এই ইলেক্ট্রিক স্কুটার টেস্টিং শুরু করেছে। 2019 সালের টোকিও মোটর শোতে প্রথম এই ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করেছিল জাপানের কোম্পানিটি। Benly e I, Benly e I Pro, Benly e II and Benly e II Pro মোট চারটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল এই ইলেক্ট্রিক স্কুটার। প্রত্যেক ভেরিয়েন্টে পাওয়া যাবে আলাদা আলাদা রেঞ্জ।
EiSamay.Com Honda Benly
যেমন দেখতে Honda Benly


খুবই সাধারণ দেখতে Honda Benly। এই স্কুটারে ষড়ভুজাকার LED লাইট দেখা যাবে। সঙ্গে থাকছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এই স্কুটারের সামনে থাকছে একটি বাসকেট। এছাড়াও স্কুটার থেকেই স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস চার্জ করার ব্যবস্থা থাকছে।

ভারতে এল Aprilia SXR 125 স্কুটার, বুকিং খরচ মাত্র ₹5000! জানুন সব তথ্য
Benly তে ব্যবহার হয়েছে EF07M AC সিক্রোনাস মোটর। এই স্কুটারের সর্বোচ্চ 3.75 bhp শক্তি ও 13 Nm টর্ক পাওয়া যাবে। সঙ্গে থাকছে লিথিয়াম-আয়ন ব্যাটারি। Benly e II ও Benly e II Pro ভেরিয়েন্টে এক চার্জে 43 km চলবে এই স্কুটার।

চোখের পলকে 150 কিমি! চলতি বছরেই বাজারে সস্তার স্কুটি
জাপানে শুধুমাত্র সাদা রঙে পাওয়া যায় Honda Benly। সেই দেশে প্রধানত ফুড ডেলিভারির জন্য জনপ্রিয় হয়েছে এই ইলেক্ট্রিক স্কুটার। এবার ভারতে এই স্কুটার লঞ্চ করার পরিকল্পনা করছে কোম্পানিটি। বাণিজ্যিক কারণে ভারতেও এই স্কুটার জনপ্রিয়তা পেতে পারে।

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং