অ্যাপশহর

Honda CB350 Cafe Racer : রয়্যাল এনফিল্ডের বাজারে ভাগ বসাতে আসছে হন্ডা সিবি350 ক্যাফে রেসার

সাড়ে 300 সিসির ইঞ্জিনে নয়া মোটরসাইকেল আনছে হন্ডা, ভারতে লঞ্চ হতে চলেছে সিবি350 ক্যাফে রেসার

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 25 Feb 2023, 7:23 pm
দেশে নতুন মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা করছে হন্ডা। হাইনেস এবং সিবি350আরএস -এর সাফল্যের পর এই বাইকের উপর বাজি ধরেছে জাপানের টু হুইলার সংস্থাটি. অফিশিয়াল লঞ্চ হওয়ার আগেই এই বাইকের বেশ কিছু তথ্য ফাঁস হয়ে গিয়েছে।
EiSamay.Com Honda CB350 Cafe Racer
Honda H’ness 350 (ছবি সৌজন্যে : www.hondabigwing.in)


সূত্রের খবর, ভারতের বিভিন্ন ডিলারশিপে নাকি ইতিমধ্যে পৌছে গিয়েছে হন্ডা সিবি350 ক্যাফে রেসার। যা ইঙ্গিত দেয় ভারতে এই মোটরসাইকেলটির লঞ্চ খুব বেশি দুরে নেই। একনজরে দেখে নেওয়া যাক আপকামিং হন্ডা সিবি350 ক্যাফে রেসারের সম্ভাব্য ফিচার্স ও দাম।

হন্ডা সিবি350 ক্যাফে রেসার ডিজাইন

একাধিক ডিলারশিপে গ্লসি ব্লু এবং হোয়াইট কালার রঙে দেখা গিয়েছে মোটরসাইকেলটিকে। রেট্রো লুকের সঙ্গে মডার্ন স্টাইলিং অনেকের পছন্দের। সেরকমই কিছুটা ডিজাইন দেখা যেতে পারে এই বাইকে। এছাড়া এটিতে মিলবে নতুন হেডল্যাম্প, থাকবে নতুন সিঙ্গেল পিস ট্যান লেদার সিট, ওয়াইড হ্যান্ডেলবার, ক্রোম ফিনিশের স্টাইলিং, অ্যালয় হুইল, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ইউএসবি চার্জার।
Honda Activa : জলে যাবে না টাকা! মাইলেজ দেয় 60 km, কলকাতায় হন্ডা অ্যাক্টিভার অন রোড প্রাইজ জানুন
হন্ডা সিবি350 ক্যাফে রেসার হার্ডওয়্যার

নতুন মোটরসাইকেলটিতে 348 cc সিঙ্গেল 4 স্ট্রোক বিএস6 ইঞ্জিন পাওয়া যাবে যা সর্বোচ্চ 21.07 পিএস শক্তি এবং 30 এনএম টর্ক তৈরি করতে সক্ষম। জানা গিয়েছে, এই মোটরসাইকেল ভারতে ওবিডি ফেজ 2 নিয়ম বিধি মেনেই প্রবেশ করবে। সংস্থার দাবি, ভারতীয় রাস্তায় হন্ডা সিবি350 ক্যাফে রেসার মাইলেজ দেবে প্রতি লিটারে 35 কিলোমিটার।

যদি সত্যি বাস্তবে এই মাইলেজ পাওয়া যায় তাহলে একাধিক 350 cc বাইকের সামনে কাঁটা হয়ে দাঁড়াবে এই মোটরসাইকেল। এই মুহূর্তে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 cc সেগমেন্টে এই পরিমাণ মাইলেজ দিয়ে থাকে। যদিও হন্ডা হাইনেসও প্রায় 35 কিমি মাইলেজ দেয়।
Honda Electric Bike : সস্তায় কিউট ইলেকট্রিক স্কুটার এনে তাক লাগালো হোন্ডা, মিলবে প্যাডেল করার সুযোগও
হন্ডা সিবি350 ক্যাফে রেসার সাসপেনশন ও ব্রেকিং

সাসপেনশনের ক্ষেত্রে মিলবে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল স্প্রিং রিয়ার সাসপেনশন। ব্রেকিংয়ের জন্য উভয় চাকাতেই মজুত ডিস্ক ব্রেক। সঙ্গে পাওয়া যবে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)।

নতুন হন্ডা সিবি350 ক্যাফে রেসারের সম্ভাব্য দাম

ভারতে মোটরসাইকেলটির দাম থাকতে পারে 2.2 থেকে 2.3 লাখ টাকা (এক্স-শোরুম). আগামীদিনে 2023 হন্ডা সিবি৩৬০ ক্যাফে রেসার সংক্রান্ত আরও তথ্য জানা যাবে। দেশের বাজারে এই বাইকের মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়াই দিতে পারে রয়্যাল এনফিল্ড ক্লাসিক, রয়্যাল এনফিল্ড হান্টার 350, ইয়েজদি রোডস্টার, জাওয়া 42 এবং রয়াল এনফিল্ড বুলেট 350।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং