অ্যাপশহর

কবে আসছে Honda Activa Electric Scooter? প্রকাশ্যে লঞ্চের সম্ভাব্য সময়কাল

ভারতের বাজারে সর্বাধিক বিক্রি হওয়া স্কুটারের তালিকায় একেবারে প্রথমে রয়েছে Honda Activa-র নাম। বেশ কয়েক বছর ধরে ভারতীয় বাজারে ব্যাপক হারে বিক্রি হয়েছে এই স্কুটারটি। খুব শীঘ্রই আসতে চলেছে এই স্কুটারটির ইলেকট্রিক মডেল।

Produced byAvijit Das | EiSamay.Com 15 Sep 2022, 11:33 am
গত এক বছরে দেশ জুড়ে ব্যাপক চাহিদা বেড়েছে ইলেকট্রিক গাড়ি, বাইক ও স্কুটারের। গ্রাহকদের এই বাড়তি চাহিদার কথা মাথায় রেখেই এবার ভারতীয় বাজারে নিজদের নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হতে চলেছে Honda। তবে অন্য কোনও ব্র্যান্ড নয়, নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চের ক্ষেত্রে নিজেদের পুরনো ব্র্যান্ড Activa-র উপরই ভরসা রাখতে চলেছে Honda। খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Honda Activa Electric Scooter। আগামী ২০২৫ সালের মধ্যে Honda Activa Electric Scooter বাদেও, দেশের বাজারে আরও দশটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে এই সংস্থা।
EiSamay.Com Honda Activa
প্রতীকী ছবি


কাজেই আগামী কয়েক বছর এই সংস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে। আলাদা আলাদা সেগমেন্টে ভিন্ন ধরণের দামে এই নতুন স্কুটারগুলি লঞ্চ করা হবে। তবে শুধুমাত্র ভারতেই নয় আন্তর্জাতিক বাজারেও এই নতুন ইলেকট্রিক স্কুটারগুলি লঞ্চ করা হবে। এর মধ্যে চিন, জাপান, ইউরোপ ও এশিয়ার বেশ কিছু দেশে মোট পাঁচটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার পরিকল্পনা রয়েছে এই সংস্থার। সম্প্রতি, ফাঁস হওয়া এক প্রেজেন্টেশন থেকে জানা গেছে যে একটি ক্রুজার, একটি বড় সাইজের মাক্সি স্কুটার ও একটি নিও-রেট্রো মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে এই সংস্থা। এই সবকটি স্কুটারেই ইলেকট্রিকের সুবিধে প্রদান করা হবে।

ভারতে নতুন 'Kawasaki Ninja' হল লঞ্চ, দাম শুনলে চমকে যাবেন আপনি
কমিউটার স্কুটার সেগমেন্টে নতুন Honda Activa Electric-ই হবে সংস্থার প্রথম ইলেকট্রিক স্কুটার। দেশের বাজারে যেকটি স্কুটার বিক্রি হয়, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্কুটারটি হল Honda Activa। তবে, নতুন ইলেকট্রিক Honda Activa-র ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে এই সংস্থা। নতুন এই স্কুটারে স্পোর্টি লুকের পাশাপাশি আপনি পেয়ে যাবে বেশ কয়েকটি রাইডিং মোড ও দুর্দান্ত কিছু ফিচার।

বাজারে আসছে Honda-র নতুন ইলেকট্রিক স্কুটার, ভরসা সেই Activa ব্র্যান্ডের উপরই?
সম্প্রতি, ভারতীয় বাজারে বেশ কিছু উন্নতমানের ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে। তবে, শুধুমাত্র নামী বাইক প্রস্তুতকারী সংস্থাগুলিই নয়, বেশ কিছু নতুন স্টার্ট-আপ সংস্থাও দেশের বাজারে তাঁদের ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে একদিকে যেমন রয়েছে Ola Electric-এর মতো সংস্থা, তেমনই অন্যদিকে রয়েছে HOP Electric Mobility-র মতো সংস্থা। সম্প্রতি, ভারতের বাজারে নতুন ইলেকট্রিক বাইক নিয়ে হাজির হয়েছে HOP Electric Mobility।
লেখকের সম্পর্কে জানুন
Avijit Das

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং