অ্যাপশহর

Hero Vida V1 : বাড়ির দোরগোড়ায় ডেলিভারি, ফ্লিপকার্টে অর্ডার করুন Hero Vida V1 ই-স্কুটার!

Hero Vida V1 : যেতে হবে না শোরুমে। বাড়িতে বসেই পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটার। অনলাইনে কীভাবে অর্ডার করবেন জেনে নিন

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 18 Apr 2023, 5:08 pm
Hero Vida V1 : নতুন স্কুটার-বাইক কেনার সময় লম্বা পথ পেরিয়ে যেতে হয় শোরুম। তার উপর উচ্চ চাহিদার কারণের অনেক শোরুমে উপচে পড়ে ভিড়। তবে এই ইলেকট্রিক স্কুটার কেনার ক্ষেত্রে আপনাকে আর এই ধরণের কোনও সমস্যার মুখোমুখি হতে হবে না। ক্রেতাদের সুবিধার্থে নতুন উদ্যোগ নিল হিরো মটোকর্প। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এবার পাওয়া যাবে সদ্য লঞ্চ হওয়া ইলেকট্রিক স্কুটার হিরো ভিডা ভি1 (Hero Vida V1)।
EiSamay.Com Hero Vida V1 e scooter available on flipkart
Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার


2022 সালে অক্টোবর মাসে লঞ্চ হয় এই ইলেকট্রিক স্কুটার, এটি সংস্থার প্রথম ব্যাটারি চালিত টু হুইলার। শক্তপোক্ত এই স্কুটার বর্তমানে দুটি ভেরিয়েন্টে বাজারে ছেড়েছে। ইলেকট্রিক স্কুটারটির দাম শুরু হয়েছে 1.45 লাখ টাকা থেকে 1.59 লাখ টাকা (এক্স-শোরুম)। শোরুমের পাশাপাশি ফ্লিপকার্ট থেকে কীভাবে পাওয়া যাবে হিরো ভিডা ভি1 ই-স্কুটার দেখে নিন।

কীভাবে অনলাইনে কিনবেন?

1. প্রথমে এই স্কুটার ফ্লিপ্কার্ট থেকে প্রি-বুক করতে হবে

2. তার জন্য হিরো মটোকর্প অনুমোদিত ডিলারশিপে গিয়ে KYC নথি জমা করতে হবে, নথি জমা হলে সংস্থার তরফে ইনস্যুরেন্স এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে

3. এবার উক্ত গ্রাহককে RTO রেজিস্ট্রেশন, ইনস্যুরেন্স এবং অন্যান্য নথির জন্য নির্দিষ্ট টাকা জমা করতে হবে

4. এখানে ডেলিভারির ক্ষেত্রে দুটি অপ শন পাবেন গ্রাহকরা, প্রথম যেখানে গ্রাহক চাইলে স্কুটারের ডেলিভারি সংস্থার নিকটবর্তী শোরুম থেকে নিতে পারেন, অথবা কিছু টাকা দিয়ে সেটি হোম ডেলিভারিও নিতে পারেন
Hero Vida V1: শুরুতেই রেকর্ড চাহিদা! মাত্র 2,499 টাকায় বুক করুন Hero-র নতুন ইলেকট্রিক স্কুটার
হিরো ভিডা ভি1 ইলেকট্রিক স্কুটার ফিচার্স

এই স্কুটারে রয়েছে 3.44 kwh ব্যাটারি প্যাক। হিরো ভিডা ভি1 স্কুটারের একটি প্রো ভেরিয়েন্টও রয়েছে। যেখানে মিলবে 3.94 kwh ব্যাটারি প্যাক। ফুল চার্জে এই স্কুটার রেঞ্জ দেয় যথাক্রমে - 143 কিমি এবং 165 কিলোমিটার। উভয় স্কুটারেই মজুত 6 কিলোওয়াট ইলেকট্রিক মোটর। হিরো ভিডা ভি1 স্কুটারের সর্বোচ্চ গতি 80 কিমি প্রতি ঘণ্টা।
Virat Kohli : এবার ইলেকট্রিক স্কুটার চালাবেন বিরাট? গ্যারেজে এল চোখ ধাঁধানো টু হুইলার
সংস্থা জানিয়েছে, অর্ডার করার 15 দিনের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে যাবে হিরো ভিডা ভি1 ইলেকট্রিক স্কুটার। যদিও এই পরিষেবা চালু হয়েছে বর্তমানে দিল্লি, বেঙ্গালুরু এবং জয়পুরবাসীদের জন্য। হিরো মটোকর্প জানিয়েছে, আগামীদিনে হায়াদরাবাদ, পুনে, নাসিক, নাগপুর আহমেদাবাদে এই পরিষেবা চালু করা হবে। ধীরে ধীরে দেশের একাধিক প্রান্ত থেকে অনলাইনে ইলেকট্রিক স্কুটার অর্ডার করতে পারবেন গ্রাহকরা।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং