অ্যাপশহর

সম্পূর্ণ নতুন রঙে বাজারে আসছে Hero Splendor Plus, বাড়ছে দাম? জানুন

দেশের বাজারে কমিউটার সেগমেন্টে যেকটি বাইক বিক্রি হয়, তার মধ্যে এই Hero Splendor Plus বাইকটি খুবই জনপ্রিয়। শক্তিশালী ইঞ্জিন রয়েছে এই বাইকে। খুবই কম দামে বাড়িতে নিয়ে আসতে পারবেন এই বাইকটি।

Produced byAvijit Das | EiSamay.Com 17 Sep 2022, 2:44 pm
ভারতের বাজারে মধ্যবিত্তের বাজেটের মধ্যে যেকটি বাইক বিক্রি হয়, তার মধ্যে অন্যতম Hero Splendor Plus। যে সকল গ্রাহকরা কম দামের মধ্যে ভালো কমিউটার সেগমেন্টের বাইক কিনতে চান, তাঁদের কাছে এই বাইকটি খুবই জনপ্রিয়। এতদিন শুধুমাত্র পাঁচটি রঙেই এই বাইকটি কিনতে পারতেন গ্রাহকরা। এবার এই বাইকে নতুন একটি রঙ যোগ করল Hero Motocorp। এবার থেকে নতুন Silver Nexus Blue রঙেও এই বাইকটি কিনতে পারবেন গ্রাহকরা।
EiSamay.Com Hero Splendor Plus
প্রতীকী ছবি


দেশের বাজারে সর্বাধিক বিক্রি হওয়া বাইকের তালিকায় একবারে উপরের দিকে রয়েছে এই বাইকটির নাম। এতদিন যেই পাঁচটি রঙে এই বাইকটি বাজারে পাওয়া যেত, সেগুলি হল কালোর মধ্যে বেগুনী, কালোর মধ্যে লাল, সবুজ ও গ্রে রঙ, সোনালি এবং কালো ও সিলভার রঙের মিশ্রণ। এবার থেকে, এই পাঁচ রঙের পাশাপাশি সিলভার ও নেক্সা ব্লু নামক আরও একটি নতুন রঙ যোগ হল এই বাইকে।


ভারতের বাজারে গ্রাহকদের মধ্যে Hero Splendor সিরিজের বাইকের চাহিদা সবসময়ই তুঙ্গে। দেশের সেরা বিক্রি হওয়া বাইকগুলির তালিকায় একেবারে উপর রয়েছে এই বাইকটি। গোটা দেশ জুড়ে প্রতি মাসে ২.৫ লাখ Hero Splendor বাইক বিক্রি হয়।

কবে আসছে Honda Activa Electric Scooter? প্রকাশ্যে লঞ্চের সম্ভাব্য সময়কাল
Hero Splendor Plus বাইকে আপনি পেয়ে যাবেন একটি ৯৭.২ সিসির, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন। এই বাইকটি থেকে আপনি পেয়ে যাবেন ৭.৯ BHP-র পাওয়ার ও 8.05 NM-এর পিক টর্ক। এই বাইকে রয়েছে 4 স্পিডের গিয়ার বক্স ও Hero-র i3S idle স্টার্ট/স্টপ সিস্টেম। এছাড়াও, এই বাইকের সামনে আপনি পেয়ে যাবেন টেলিস্কোপিক সাস্পেনশন, এবং পিছনে রয়েছে ডুয়াল স্প্রিং লোডেড শক অ্যাবজরভার।

অগাস্টে দুর্দান্ত চাহিদা Hero-র বাইকের, কতটা বাড়ল বিক্রি?
ভারতের বাজারে মধ্যবিত্তের একেবারে সাধ্যের মধ্যেই রয়েছে এই বাইকটি। ভারতে এই বাইকটির দাম শুরু হচ্ছে ৭০,৬৫৮ টাকা (এক্স শোরুম) থেকে। সম্প্রতি এই বাইকের একটি উন্নত হাই-টেক ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে Hero Motocorp। এই বাইকটির নাম রাখা হয়েছে Hero Splendor XTEC। দাম শুরু হচ্ছে 75,140 টাকা থেকে। 100cc-র এই কমিউটার মোটরসাইকেলে রয়েছে একের পর এক দুর্দান্ত সব ফিচার। নতুন Splendor+ XTEC -তে যুক্ত হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। সঙ্গে থাকছে Bluetooth কানেক্টিভিটি। যার মাধ্যমে স্মার্টফোনকে বাইকের সঙ্গে কানেক্ট করা যাবে। ডিজিটাল মিটারে SMS অ্যালার্ট ছাড়াও রিয়েল টাইম মাইলেজ দেখে নেওয়ার সুযোগ থাকছে। এছাড়াও রয়েছে ফুয়েল ইন্ডিকেটর, LED হাই ইনটেনসিটি পজিশন ল্যাম্প, ইন্টিগ্রেটেড USB চার্জার, সাইড স্ট্যান্ড কাট অফ সহ একাধিক গুরুত্বপূর্ণ ফিচার।
লেখকের সম্পর্কে জানুন
Avijit Das

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং