অ্যাপশহর

ওলা-উবের 'প্রেম'! ব্যক্তিগত বৈদ্যুতিন গাড়িতে ভর্তুকি তুলছে কেন্দ্র

সরকারের বক্তব্য, ব্যক্তিগত বৈদ্যুতিন গাড়িতে ভর্তুকি তুলে দিয়ে অ্যাপ বেসড ক্যাবগুলির ক্ষেত্রে ভর্তুকি দেওয়াই ভালো। তার কারণ, ওলা-উবেরই বেশি চলবে ব্যক্তিগত গাড়ির চেয়ে। মানুষ শেয়ার করে যাতায়াত করবেন।

EiSamay.Com 22 Jun 2018, 10:25 am

হাইলাইটস

  • সরকারের বক্তব্য, ব্যক্তিগত বৈদ্যুতিন গাড়িতে ভর্তুকি তুলে দিয়ে অ্যাপ বেসড ক্যাবগুলির ক্ষেত্রে ভর্তুকি দেওয়াই ভালো। তার কারণ, ওলা-উবেরই বেশি চলবে ব্যক্তিগত গাড়ির চেয়ে।
  • পরিবেশ দূষণ রুখতে কয়েক মাস আগেই ব্যক্তিগত বৈদ্যুতিন গাড়িতে নগদ ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র।
EiSamay.Com ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
এই সময় ডিজিটাল ডেস্ক: বিদ্যুত্চালিত গাড়িতে ভর্তুকি তুলে দেওয়ার পথে কেন্দ্র। পরিবেশ দূষণ রুখতে কয়েক মাস আগেই ব্যক্তিগত বৈদ্যুতিন গাড়িতে নগদ ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র।
সরকারের বক্তব্য, ব্যক্তিগত বৈদ্যুতিন গাড়িতে ভর্তুকি তুলে দিয়ে অ্যাপ বেসড ক্যাবগুলির ক্ষেত্রে ভর্তুকি দেওয়াই ভালো। তার কারণ, ওলা-উবেরই বেশি চলবে ব্যক্তিগত গাড়ির চেয়ে। মানুষ শেয়ার করে যাতায়াত করবেন।

বর্তমানে 'ক্লিন এনার্জি প্রোগ্রাম'-এর আওতায় ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত বৈদ্যুতিন গাড়িতে ভর্তুকি দেয় সরকার। এই প্রোগ্রামে বাজেট প্রথম পর্যায়ে ছিল ১ হাজার কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে তা বাড়িয়ে ৯ হাজার কোটি টাকা করার প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। কিন্তু সেই ভর্তুকি ব্যক্তিগত গাড়িতে আর দিতে নারাজ সরকার। সরকারি আধিকারিকদের কথায়, 'জনপরিবহণের জন্যই বৈদ্যুতিন গাড়ি বেশি দরকার। ব্যক্তিগত গাড়ি আর কতই বা চলে?'

সরকারের দাবি, ওলা-উবেরের ক্ষেত্রে বৈদ্যুতিন গাড়িতে ভর্তুকি দিলে, রাস্তায় বেশি করে বৈদ্যুতিন গাড়ি চলবে। পেট্রল, ডিজেল বা সিএনজি-র বিকল্প হিসেবে যা ভালো এবং পরিবেশ দূষণও কমবে।

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং