অ্যাপশহর

ভারতে ১,৮০০ কোটি টাকা বিনিয়োগ করবে ফিয়াট ক্রাইসলার

ভারতে ১,৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ফিয়াট ক্রাইসলার। জিপ ব্র্যান্ডের অধীনে চারটি নতুন এসইউভি আনতে চায় তারা। যে কারণে এই লগ্নি।

Ei Samay 6 Jan 2021, 11:36 pm
এই সময়: দেশের অটো শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগ প্রস্তাবের ঢল নেমেছে। ওলা, বাজাজের পর এ বার ভারতে ২৫ কোটি ডলার বা আনুমানিক ১,৮০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করল ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলস। মঙ্গলবার এই ঘোষণা করেছে সংস্থাটি। মূলত এ দেশের বাজারে তাদের উপস্থিত জোরদার করতে আগামী দু'বছরের মধ্যে তাদের জিপ ব্র্যান্ডের অধীনে চারটি নতুন স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) আনতে চায় ফিয়াট ক্রাইসলার। আর সে কারণেই এই বিনিয়োগ পরিকল্পনা সংস্থাটির।
EiSamay.Com fiat 1


গত বছরের শেষে তামিলনাড়ুর হোসুরে বিদ্যুৎ চালিত স্কুটার তৈরির জন্য ২,৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে অ্যাপ নির্ভর গাড়ি পরিষেবা সংস্থা ওলা। অন্যদিকে, মহারাষ্ট্রের চাকানে তাদের কারখানা সন্নিহিত জমিতে নতুন আর একটি স্কুটার তৈরির কারখানা গড়তে ৬৫০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে বাজাজ অটো।

একুশে বাজার কাঁপাতে আসছে এই ৫ SUV, এখনই দেখে নিন তালিকা...
ফিয়াট ক্রাইসলার ভারতে তাদের কারখানায় মাঝারি মাপের তিন রো-বিশিষ্ট এসইউভি, জিপ র‍্যাঙ্গলার এবং জিপ চেরোকি অ্যাসেম্বল করা এবং জিপ কম্প্যাসের নতুন সংস্করণ আনতে এই অর্থ বিনিয়োগ করবে।

বর্তমানে ভারতের যাত্রিবাহী গাড়ির বাজারের মাত্র ১ শতাংশ ফিয়াট ক্রাইসলারের হাতে রয়েছে। নতুন গাড়ি তৈরি এবং বাজারে আনার ফলে সংস্থাটির বাজার দখল বাড়বে বলেই মনে করা হচ্ছে। তা ছাড়া, গাড়ি তৈরির জন্য স্থানীয় কারখানা থেকে যন্ত্রাংশ নেওয়া, উৎপাদন বাড়ানো, খরচ কমানো এবং বিক্রি বৃদ্ধির পক্ষে তাদের এই সিদ্ধান্ত সহায়ক হবে বলেই বিবৃতিতে জানিয়েছে ফিয়াট ক্রাইসলার।

ভারতে সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর পার্থ দত্তের কথায়, 'এ দেশে যে নতুন ২৫ কোটি ডলার বিনিয়োগ করা হবে তা আমাদের একাধিক ক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে সহায়তা করবে।' তাদের গাড়িতে স্থানীয় সংস্থায় তৈরি যন্ত্রাংশ ব্যবহারের বিষয়েও দৃঢ়প্রতিজ্ঞ ফিয়াট।

করোনাভাইরাস মহামারীর কারণে গোটা বিশ্বের গাড়ি সংস্থাগুলি যখন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ঘরোয়া বাজারের দুর্বল চাহিদায় ভারতীয় সংস্থাগুলির বিক্রি মন্দাক্রান্ত, সেই সময় এই বিনিয়োগের ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এর মধ্যেই ভারতে তাদের দু'টি কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে হন্ডা মোটরস। এছাড়া, ২০১৭ সালে ঘরোয়া বাজারে বিক্রি বন্ধ করার পর গত মাসে এ দেশ থেকে রপ্তানি বন্ধ করে দিয়েছে জেনারেল মোটরস।

তবে, এর সঙ্গেই গত দু'বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ার কিয়া মোটরস এবং চিনের এসএআইসি মোটর কর্পের মতো সংস্থা এ দেশের বাজারে প্রবেশ করেছে। পশ্চিম ভারতে টাটা মোটরসের সঙ্গে যৌথ মালিকানায় কারখানা রয়েছে ফিয়াট ক্রাইসলারের। ওই কারখানাতেই তাদের নতুন গাড়ি তৈরি এবং অ্যাসেম্বল করবে সংস্থাটি। তাদের তিন রো-বিশিষ্ট এসইউভি ফোর্ড মোটরের এন্ডেভার এবং টয়োটা মোটরের ফর্চুনার এসইউভিকে প্রতিযোগিতায় টক্কর দেবে।

নতুন বিনিয়োগের ফলে ভারতে ফিয়াট ক্রাইসলারের মোট বিনিয়োগের পরিমাণ ৭০ কোটি ডলার হবে। এর মধ্যে তাদের নতুন আন্তর্জাতিক প্রযুক্তি কেন্দ্রের জন্য করা ১৫ কোটি ডলার বিনিয়োগ রয়েছে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং