অ্যাপশহর

এবার ছাঁটাইয়ের খাড়া Audi-তে, অন্ধকারে ৫০০০ কর্মীর ভবিষ্যৎ!

বিশ্বজুড়ে ইলেকট্রিক গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। এই বিপুল সম্ভাবনাময় বাজারের কথা মাথায় রেখে প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির তৈরির ব্যবস্থায় পা রাখতে চায় Audi। আর ব্যবসার এই মোড় পরিবর্তনের জন্য বিপুল অর্থের প্রয়োজন। এই পন্থা হিসেবে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে তারা।

EiSamay.Com 24 Nov 2019, 1:06 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বিপুল কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি চলছে প্রিমিয়াম গাড়ি সংস্থা Audi-তে। যার জেরে চাকরি খোয়াতে পারেন সংস্থার ৫ হাজার থেকে ৬ হাজার কর্মচারী। কর্তৃপক্ষের এই উদ্যোগে বাধা হয়ে দাঁড়িয়েছে ট্রেড ইউনিয়ন। ফলে এই মুহূর্তে ট্রেড ইউনিয়নের সঙ্গে শেষ মুহর্তের দর কষাকষি চলছে ফোক্সভাগেনের মালিকানাধীন এই সংস্থার সঙ্গে।
EiSamay.Com audi


ফোক্সভাগেনের বিরুদ্ধে ২০১৫ সালে দূষণ কেলেঙ্কারি প্রথম ধরা পড়ে। দূষণের আসল মাত্রা যাতে ধরা না পড়ে, তাই কারচুপি করে সফ্টওয়্যার বসানোর অভিযোগ ছিল সংস্থার বিরুদ্ধে। এই ধাক্কা এখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি এই জার্মান গাড়ি নির্মাতা সংস্থা।

এদিকে, বিশ্বজুড়ে ইলেকট্রিক গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। এই বিপুল সম্ভাবনাময় বাজারের কথা মাথায় রেখে প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির তৈরির ব্যবস্থায় পা রাখতে চায় Audi। আর ব্যবসার এই মোড় পরিবর্তনের জন্য বিপুল অর্থের প্রয়োজন। এই পন্থা হিসেবে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে তারা।

শুধুমাত্র জার্মানিতে Audi-র কর্মী সংখ্যা ৬১ হাজার। এর মধ্যে প্রাথমিকভাবে ৪ হাজার থেকে ৫ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন অডির অন্তর্বর্তী প্রধান ব্র্যাম স্কট। এনিয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষি চলছে বলে স্থানীয় সংবাদেপত্র জানিয়েছে।

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং