অ্যাপশহর

বন্ধ হবে 'প্যাঁ-পোঁ'! রাস্তায় হর্ন কমাতে আসছে নয়া আইন

যানজটে হর্নের আওয়াজে কাজ ফেটে যাওয়ার জোগাড় হয়। গাড়ির হর্নে এত বেশি শব্দ হয় যে কানে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করতে পারে। অনেকে আবার আওয়াজ বাড়ানোর জন্য গাড়ির হর্ন পরিবর্তন করে নেন। কেউ কেউ গাড়ির শব্দ বাড়ানোর জন্য বদল করেন এক্সহস্ট। কিন্তু রাস্তায় শব্দ দূষণ বন্ধ করতে এবার কড়া নিয়ম আসছে।

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 12 May 2022, 1:24 pm
রাস্তাঘাটে অপ্রয়োজনীয় হর্ন বাজানোর প্রবণতা ক্রমশ বাড়ছে। যানজটে হর্নের আওয়াজে কাজ ফেটে যাওয়ার জোগাড় হয়। গাড়ির হর্নে এত বেশি শব্দ হয় যে কানে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করতে পারে। অনেকে আবার আওয়াজ বাড়ানোর জন্য গাড়ির হর্ন পরিবর্তন করে নেন। কেউ কেউ গাড়ির শব্দ বাড়ানোর জন্য বদল করেন এক্সহস্ট। কিন্তু রাস্তায় শব্দ দূষণ বন্ধ করতে এবার কড়া নিয়ম নিয়ে আসছে একটি দেশ। এর ফলে দ্রুতগতিতে গাড়ি চালানোর প্রবণতা অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। যে সব গাড়ির হর্নে অতিরিক্ত আওয়াজ হবে সেই সব গাড়ির ড্রাইভারকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশে শীঘ্রই নতুন এই আইন লাগু হচ্ছে।
EiSamay.Com car horn


জোরে হর্ন বাজালেই জরিমানা
আপাতত পরীক্ষামূলক ভাবে ক্যালিফোর্নিয়ায় এই আইন লাগু হয়েছে। এই জন্য রাস্তায় আওয়াজ মাপতে পারে এমন ক্যামেরা লাগানো হবে। কোন গাড়ি জোরে হর্ন বাজালে এই ক্যামেরার মাধ্যমে তা ধরা সম্ভব হবে। গাড়ি চলাচল থেকে শব্দের পরিমাণ কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্যালিফোর্নিয়া প্রশাসন। আইনটি একটি পাইলট প্রোগ্রামের অংশ হিসাবে অনুমোদিত হয়েছে যা 2023 সালের জানুয়ারি থেকে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। এই প্রকল্প ক্যামেরার একটি নেটওয়ার্ক নিয়ে গঠিত, যা শব্দ দ্বারা সক্রিয় হয়।

সাউন্ড অ্যাকটিভ ক্যামেরা কী ভাবে কাজ করবে?
সাউন্ড-অ্যাক্টিভেটেড ক্যামেরায় সেন্সর থাকবে যেগুলো সক্রিয় হবে যখন শব্দের মাত্রা একটি সীমা অতিক্রম করবে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে একবার ট্রিগার হয়ে গেলে, ক্যামেরাগুলি গাড়ির লাইসেন্স প্লেটের একটি পরিষ্কার ছবি তুলে নেবে। এরপর নিয়ম অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে, ক্যালিফোর্নিয়ায় গাড়ির শব্দের আইনি সীমা হল গাড়ির জন্য 95 ডেসিবল এবং মোটরসাইকেলের জন্য 80 ডেসিবল। নতুন বিলের অধীনে এই সীমাগুলি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
আরও বেশি EMI! মোদী সরকারের এই সিদ্ধান্তে বাড়তে পারে গাড়ি-বাইক কেনার খরচ
মানুষের সম্মুখীন সমস্যা
উচ্চ শব্দের যানবাহন জন্য বিশ্বের বিশ্বের বিভিন্ন শহরে মানুষে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। নতুন গাড়িতে আইন মেনে আওয়াজের ব্যবস্থা করা হলেও গাড়ি-বাইক কেনার পরে গ্রাহকরা এক্সহস্ট-হর্ন বদল করে আওয়াজ বাড়ানোর চেষ্টা করেন। রাস্তায় আওয়াজ বৃদ্ধির কারণে বিপুল সংখ্যক মানুষ দৈনন্দিন জীবনে সমস্যার সম্মুখীন হন।
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং