অ্যাপশহর

Alia Bhatt Car Collection : রণবীর ছাড়াও এই গাড়িগুলিকে খুব ভালোবাসেন আলিয়া, দেখুন কালেকশন


Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 15 Mar 2023, 10:20 pm

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম উচ্চ আয়ের অভিনেত্রী আলিয়া ভাট। প্রত্যেক সিনেমায় রণবীর ঘরণীর চার্জ শুনলে লজ্জা পাবে বহু অভিনেতাও। এক রিপোর্ট অনুযায়ী, প্রতি সিনেমায় 5-8 কোটি টাকা চার্জ করেন তিনি। 2012 সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির সাফল্যের পর ফিরে তাকাতে হয়নি তাঁকে। সম্প্রতি তাঁর অভিনীত 'আরআরআর' ছবির 'নাটু নাটু' গান অস্কার পুরস্কারও পেয়েছে।

EiSamay.Com bollywood actress alia bhatt car collection
Alia Bhatt Car Collection : রণবীর ছাড়াও এই গাড়িগুলিকে খুব ভালোবাসেন আলিয়া, দেখুন কালেকশন

অভিনেত্রীর লাইফস্টাইলও নজরকাড়া। 2022 সালের হিসাব অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ 21.7 মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় 158 কোটি টাকা)। পাশাপাশি অন্যান্য তারকাদের মতো আলিয়া ভাটের গাড়ি প্রেমও দেখার মতো। গ্যারেজে রয়েছে কোটি টাকার অডি, বিএমডাব্লিউ থেকে শুরু কড়ে ল্যান্ড রোভার ভগ। আলিয়া ভাটের 30 তম জন্মদিনে দেখুন তাঁর গাড়ি কালেকশন।



অডি প্রেমে মজে আলিয়া ভাট

তিন তিনখানা অডি রয়েছে আলিয়া ভাটের। যা সচরাচর দেখা যায়না। এই 3টি গাড়ি হল - অডি এ6 (এক্স-শোরুম দাম 60 লাখ টাকা) অডি কিউ5 (এক্স-শোরুম দাম 50 লাখ টাকা) এবং অডি কিউ7 (এক্স-শোরুম দাম 1 কোটি টাকা)। এর মধ্যে অডি এ6 বিলাসবহুল সেডান। গাড়িটি সর্বোচ্চ 250 কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারে। মাত্র 7.04 সেকেন্ডে 0-100 কিমি গতি ছুঁতে পারে গাড়িটি।

ছবি : audi.in

অডি কিউ5

এটি একটি 5 সিটার বিলাসবহুল এসইউভি। 3 লিটার ভি6 ইঞ্জিন রয়েছে গাড়িতে। যা বিশাল 248 ব্রেক হর্সপাওয়ার উৎপন্ন করে। এই গাড়িটিও 240 কিমি প্রতি ঘণ্টায় ছুটতে পারে। তবে এসইউভিটির অ্যাকসেলারেশন ঘণ্টা এ6- এর থেকে ভালো। 0-100 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে গাড়িটি সময় নেয় কেবল 6.3 সেকেন্ড।

ছবি : audi.in

অডি কিউ7

আলিয়া ভাটের গ্যারেজে থাকা সবচেয়ে দামি অডি। এই অডি কিউ7 মডেলের গাড়িটি তার সাইজ ও পারফরম্যান্সের জন্য বিখ্যাত। এই 7 সিটার এসইউভি-তে মিলবে 3 লিটার ভি6 ইঞ্জিন যা সর্বোচ্চ 241 ব্রেক হর্সপাওয়ার এবং 550 এনএম টর্ক জেনারেট করে। গাড়ির সর্বোচ্চ গতি 240 কিমি প্রতি ঘণ্টা। 8 সেকেন্ডে 100 কিমি গতি তুলতে পারে ঘণ্টা কিউ7।

ছবি : audi.in

বিএমডাব্লিউ 7 সিরিজ

ভারতে বেশ জনপ্রিয় বিলাসবহুল গাড়ি বিএমডাব্লিউ 7 সিরিজ। অধিকাংশ সেলেব্রিটি এই গাড়ি চালান। আলিয়া ভাটের কাছে যে মডেলটি রয়েছে সেটি হল বিএমডাব্লিউ 7 সিরিজ 730ডি ভেরিয়েন্ট। এতে 6 সিলিন্ডারের 3 লিটার ইঞ্জিন থাকে। সর্বাধিক 261 ব্রেক হর্সপাওয়ার তুলতে পারে গাড়ি। সর্বোচ্চ গতি 250 কিলোমিটার প্রতি ঘণ্টা। গাড়িটির দাম 1.38 কোটি টাকা (এক্স-শোরুম)।

ছবি : bmw.in

ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভগ

বি-টাউন তারকাদের বেশ পছন্দের চার চাকা ল্যান্ড রোভার। একগুচ্ছ স্মার্ট ফিচার্স ও ভরপুর বিনোদনের আয়োজন রয়েছে গাড়িতে। এটি এসইউভি গাড়ি। যেখানে বাকি গাড়িগুলির মতোই 3 লিটার 6 সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যায়। গাড়িটি সর্বাধিক 240 ব্রেক হর্সপাওয়ার এবং 600 এনএম পিক টর্ক জেনারেট করে। 100 কিমি গতি ছুঁতে ল্যান্ড রোভার ভগ সময় নেয় কেবল 5.5 সেকেন্ড। এই গাড়ির দাম 2 কোটি টাকা (এক্স-শোরুম)।

ছবি : landrover.in

লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং