অ্যাপশহর

Bajaj Latest Bike: ভারতে লঞ্চ হল নতুন Bajaj Pulsar P150, রইল দাম থেকে ফিচার সব তথ্য

দুর্দান্ত লুক ও উন্নতমানের ফিচার সহ একটি নতুন Pulsar 150 বাইক লঞ্চ করা হয়েছে দেশের বাজারে। নতুন এই বাইকটির নাম রাখা হয়েছে Pulsar P150। এই বাইকে রয়েছে সম্পূর্ণ LED প্রোজেক্টর হেডল্যাম্প, LED ডে টাইম রানিং ল্যাম্প ও একটি সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

Produced byAvijit Das | EiSamay.Com 22 Nov 2022, 10:55 pm
ভারতের বাজারে বাজাজ পালসার বাইকগুলি খুবই জনপ্রিয়। 125 cc থেকে শুরু করে 250 cc-র ইঞ্জিন পাওয়ারের Bajaj Pulsar কিনতে পারবেন গ্রাহকরা। আর এবার 150cc সেগমেন্টে একটি সম্পূর্ণ নতুন বাইক লঞ্চ করল এই সংস্থা। নতুন এই বাইকটির নাম রাখা হয়েছে Bajaj Pulsar P150। Pulsar N250 ও N160-র পর একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে বাজারে তৃতীয় বাইক লঞ্চ করল এই সংস্থা। গত বছরের অক্টোবর মাসে প্রথমবারের জন্য এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে বাইক লঞ্চ করা হয়। এই বাইকে একটি সম্পূর্ণ নতুন ডিজাইন প্রদান করা হয়েছে। এছাড়াও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার। এছাড়াও রয়েছে ডুয়াল টোন পেইন্ট স্কিম।
EiSamay.Com Pulsar P150
ছবি: বাজাজের ওয়েবসাইট


সিঙ্গেল ডিস্ক ও ডুয়াল ডিস্ক, দুই ধরণের ভ্যারিয়েন্টে এই বাইকটি পেয়ে যাবেন আপনি। সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টে অনেকটাই সোজা হয়ে বসতে পারবেন রাইডার। কিন্তু টুইন ডিস্ক ভ্যারিয়েন্টে স্প্লিট সিটের পাশাপাশি একটি স্পোর্টি সিটিং পজিশন প্রদান করা হয়েছে রাইডারদের। এই বাইকটির সিটের উচ্চতা 790 মিমি. রাখা হয়েছে। এই বাইকে রয়েছে মনোশক সাস্পেনশন।

Royal Enfield Bike: ব্যাপক জনপ্রিয় Royal Enfield-এর এই বাইক! তিন মাসে বিক্রি ছাড়াল 50,000
অন্যদিকে, যদি ইঞ্জিনের কথা বলতে হয়, তাহলে এই বাইকে রয়েছে একটি 149 cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে আপনি পেয়ে যাবেন 14.5 BHP-র পাওয়ার ও 13.5 NM-এর টর্ক।ট্র্যান্সমিশনের দিক থেকে এই বাইকে রয়েছে পাঁচ স্পিডের গিয়ার বক্স।

Matter Electric Bike: চাবি ছাড়াই হবে স্টার্ট! Matter-এর নতুন ইলেকট্রিক বাইক থাকছে দুর্দান্ত সব ফিচার
নতুন এই বাইকের ডিজাইন এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে হাল্কা ওজন হওয়া সত্ত্বেও এই বাইক থেকে দুর্দান্ত পাওয়ার ও রাইডিং-এর অভিজ্ঞতা পান গ্রাহকরা। এই বাইকটির ওজন রাখা হয়েছে মাত্র 140 কেজি, যা বর্তমানে বাজারে থাকা Bajaj Pulsar 150-র তুলনায় প্রায় 10 কেজি হাল্কা। এছাড়াও, এই বাইকে রয়েছে সম্পূর্ণ LED প্রোজেক্টর হেডল্যাম্প, LED ডে টাইম রানিং ল্যাম্প ও একটি সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এত কিছু ফিচার থাকার ফলে নতুন এই বাইকটিকে দেখে আরও প্রিমিয়াম সেগমেন্টের বাইক বলেই মনে হচ্ছে।

এবার আসি দামের কথায়। ভারতের বাজারে এই বাইকটির দাম শুরু হচ্ছে 1,16,563 টাকা (এক্স শোরুম) থেকে। এটি বাইকটির সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টের দাম। অন্যদিকে টুইন ডিস্ক ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,19,565 টাকা (এক্স শোরুম)।
লেখকের সম্পর্কে জানুন
Avijit Das

পরের খবর

ট্রেন্ডিং