অ্যাপশহর

২ ডিসেম্বর Magnite-এর লঞ্চ, তার আগে 'চমক' দিতে চলেছে Nissan! কী?

আগামী ২ ডিসেম্বর নিসান তাদের নতুন Magnite SUV লঞ্চ করতে চলেছে। তার আগে গ্রাহক পরিষেবার পরিধি বিস্তারে একাধিক পদক্ষেপ করেছে জাপানের এই গাড়ি সংস্থা।

EiSamay.Com 27 Nov 2020, 9:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের ক্রমবর্ধমান যাত্রীবাহী গাড়ির বাজারে পায়ের তলার মাটি শক্ত করতে Nissan মরিয়া হয়ে উঠেছে। এক্ষেত্রে তাদের নতুন বাজি হতে চলেছে Magnite। আগামী ২ ডিসেম্বর এই SUV লঞ্চ করতে চলেছে জাপানের এই গাড়ি নির্মাতা সংস্থাগুলি। নতুন গাড়ি লঞ্চের পাশাপাশি গ্রাহকদের মন জয়ে Nissan-এর উপহার হতে চলেছে আরও উন্নত ও বিস্তৃত পরিষেবা।
EiSamay.Com nissan


Magnite SUV লঞ্চের আগে গ্রাহকদের উন্নত পরিষেবা নেটওয়ার্ক গড়ে তুলতে তৎপর হয়েছে নিসান। গাড়ি বিক্রির আগে এবং বিক্রির পরবর্তী সময়ে গ্রাহকদের অত্যাধুনিক পরিষেবা দিতে বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা। এর অংশ হিসেবে কোনও গ্রাহক Magnite-এ নিজের পছন্দ মতো অতিরিক্ত কোনও ফিচার যুক্ত করতে চাইলে তা সম্ভব হবে। এ ছাড়া গ্রাহকদের অনলাইনে গাড়ি কেনার সুযোগ করে দিতে ই-কমার্স সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে নিশান। গ্রাহকরা যাতে সহজে ফাইন্যান্স পরিষেবা পেতে পারেন সে জন্য পদক্ষেপ করেছে তারা। শুধু তাই নয়, গ্রাহকদের ভার্চুয়াল টেস্ট ড্রাইভের সুযোগও দেওয়া হচ্ছে। গ্রাহকরা বাড়িতে বসে নিজেদের ব্যক্তিগত ডিভাইস থেকে এই ভার্চুয়াল ড্রাইভের অভিজ্ঞতা নিতে পারবেন।

আরও পড়ুন: ভারতে ২০ বছর ধরে 'সেরা'! সেলিব্রেশনে Activa-র স্পেশাল এডিশন লঞ্চ করল Honda, দাম কত?

আরও উন্নত গ্রাহক পরিষেবার স্বার্থে দেশজুড়ে নিজেদের সার্ভিস সেন্টার ও শো-রুম তৈরি করার পরিকল্পনা আছে নিশানের। আপাতত দেশের বিভিন্ন প্রান্তে ৩০টি নতুন সার্ভিস সেন্টার এবং ২০টি নতুন শো-রুমের সঙ্গে যুক্ত হয়েছে তারা। এর মাধ্যমে গ্রাহকরা প্রয়োজনীয় পরিষেবা পেয়ে যাবেন।

এক কথায় Magnite লঞ্চের আগে সাজ সাজ রব নিসান-এর অন্দরে। গ্রাহকদের মন জয়ে কোনও ত্রুটি রাখতে চায় না তারা। যদিও Magnite ভারতীয় গ্রাহকদের মনে কতটা দাগ কাটতে সফল হবে, তা সময়ই বলবে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

ট্রেন্ডিং