অ্যাপশহর

দাম্পত্য জীবনে কলহ? সমস্যা বাড়াচ্ছে দুর্বল শুক্র, কী করবেন জেনে নিন

শুক্র নবগ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ। এই গ্রহের প্রভাবে ব্যক্তির জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে থাকে। আবার শুক্র দুর্বল হলে দেখা দিতে পারে একাধিক সমস্যা। কোন কোন লক্ষণ দেখে বুঝবেন কোষ্ঠীতে শুক্রের পরিস্থতি দুর্বল না শক্তিশালী। আবার কোষ্ঠীর দুর্বল শুক্রকে মজবুত করবেন কী ভাবে? এ সবের পথ দেখিয়েছে জ্যোতিষ শাস্ত্র।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 14 Jun 2022, 11:43 am
Vedic Astrology-তে যে নটি গ্রহের উল্লেখ পাওয়া যায়, তাঁদের প্রত্যেকের নিজস্ব স্বভাব ও গুণ রয়েছে। সেই স্বভাব ও বৈশিষ্ট্য অনুযায়ী গ্রহগুলি ফল প্রদান করে থাকে। নবগ্রহের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ গ্রহ হল শুক্র। শুক্রকে সুখ, সম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। অন্য দিকে বৃষ এবং তুলা রাশির অধিপতি শুক্র।
EiSamay.Com venus
Venus: সুখ-সৌভাগ্যের কারক গ্রহ শুক্র


জ্যোতিষ মতে যে জাতকদের কোষ্ঠীতে শুক্র শক্তিশালী, তাঁরা নিজের জীবনে সমস্ত ধরনের সুখ-সমৃদ্ধি লাভ করে। বিলাসবহুল জীবন যাপন করেন এই জাতকরা। কোষ্ঠীতে শুক্রের পরিস্থিতি উচ্চ থাকলে ব্যক্তিকে শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয় না। কিন্তু দুর্বল শুক্রের কারণে সুখের অভাব, আর্থিক অনটন দেখা যায়। কোষ্ঠীতে শুক্র দুর্বল হলে তা ব্যক্তির জীবনে কেমন প্রভাব ফেলবে এবং শক্তিশালী শুক্রের লক্ষণ কী জেনে নিন।

Venus Transit: স্বরাশিতে আসছে শুক্র, কেরিয়ার-ব্যবসায় অসাধারণ লাভ ৩ রাশির
কোষ্ঠীতে শুক্র দুর্বল থাকলে জাতকের ওপর কী প্রভাব পড়ে?

১. কোনও জাতকের কোষ্ঠীতে শুক্র দুর্বল হলে সেই জাতক ভৌতিক সুখ-সুবিধা থেকে বঞ্চিত থেকে যায়।

২. দুর্বল শুক্রের কারণে জাতক ধর্ম ও আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়ে। ভোগ-বিলাসিতায় তাঁর মন টেকে না।

৩. শুক্র যৌন জীবনেরও কারক গ্রহ। তাই কোষ্ঠীতে শুক্রের দুর্বল অবস্থানের কারণে জাতক যৌন সুখ লাভ করতে পারে না। এ ছাড়াও নানান যৌন রোগে গ্রস্ত হয়ে পড়ে সেই জাতক।

৪. এই গ্রহ আবার সন্তান ও সুখী দাম্পত্য় জীবনেরও কারক। তাই কোষ্ঠীতে শুক্র দুর্বল থাকলে সেই জাতক দাম্পত্য ও সন্তান সুখ থেকে বঞ্চিত থেকে যায়।

সিদ্ধি যোগের জাতকরা হন জ্ঞানী, সহজেই পান সাফল্য
কোষ্ঠীতে শুক্র মজবুত হলে জাতকের ওপর কী প্রভাব পড়ে

১. জ্যোতিষ মতে যে জাতকের কোষ্ঠীতে শুক্র শক্তিশালী এবং ইতিবাচক প্রভাব বিস্তার করে, সেই জাতকরা অত্যন্ত সুন্দর ও আকর্ষক হন।

২. কোষ্ঠীতে শুক্র মজবুত থাকলে ব্যক্তি চূড়ান্ত আত্মবিশ্বাসী হন। জীবনে জনপ্রিয়তা অর্জন করেন এই জাতকরা।

৩. মজবুত শুক্রের আশীর্বাদ রয়েছে যে জাতকদের সঙ্গে তাঁরা নিজের জীবনে খ্যাতি ও সম্মান লাভ করেন।

৪. ভৌতিক সুখ-সুবিধা বৃদ্ধি পাওয়ার অর্থ শুক্র আপনার কোষ্ঠীতে উচ্চস্থানে বিরাজ করছে।

৫. ব্যক্তি আকস্মিকই কোনও কাজে লাগাতার সাফল্য লাভ করলে বুঝতে হবে যে, জাতকের শুক্র মজবুত।

৬. আবার ব্যক্তির জীবনে সুখ-সুবিধা মান-সম্মান বৃদ্ধি পেলে, তা মজবুত শুক্রের দিকে ইশারা করে।

৭. যে জাতকের কোষ্ঠীতে শুক্র মজবুত, তাঁরা শিল্প ও বিনোদন জগতে সাফল্য লাভ করেন।

অশরীরী শক্তিকে অনুভব করতে পারেন এই নক্ষত্রের জাতকরা!
দুর্বল শুক্রকে মজবুত করার উপায়

১. প্রতি শুক্রবার উপবাস করুন। এদিন সাদা বস্তু যেমন- দধ, মুক্তো, দই, চিনি, আটা, ঘি ইত্যাদি দান করুন।

২. শুং শুক্রায় নমঃ য়া শুঁ শুক্রায় নমঃ মন্ত্রটি অন্তত ১০৮ বার জপ করা উচিত।

৩. গোরুকে রোজ সকালে রুটি খাওয়ান।

৪. শুক্রকে মজবুত করার জন্য কখনও কোনও মহিলার অপমান করবেন না।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং