অ্যাপশহর

Sawan 2022: লক্ষ্মীরও ভীষণ প্রিয় এই মাস, অর্থ বৃদ্ধি, লক্ষ্মী লাভের জন্য শুক্রবার করুন এই উপায়

Sawan Month-এ শিবের পাশাপাশি লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলে, দেবীর আশীর্বাদ পাওয়া যায়। এর ফলে ব্যক্তির জীবন থেকে অর্থ কষ্ট দূর হয় এবং সেই ব্যক্তি ধন-সম্পত্তি লাভ করে। শ্রাবণ মাসে প্রথম ও প্রতি শুক্রবার এই উপায়গুলি করার কথা বলা হয়েছে। এর প্রভাবে আপনার পরিবারে লক্ষ্মীর স্থায় বাস সম্ভব হয়। কী কী করবেন জেনে নিন এখানে।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 21 Jul 2022, 5:09 pm
Shravana Month বা শ্রাবণ মাস শুধু শিবেরই নয়, বরং লক্ষ্মীরও বিশেষ প্রিয়। এ মাসে প্রকৃতি সবুজের চাদরে ঢাকা পড়ে। যার ফলে পরিবেশ আরও মনোরম হয়ে ওঠে। শ্রাবণ মাস (Sawan 2022)-এর এই সবুজের সম্ভারকে সুখ, সমৃদ্ধি ও সম্পন্নতার প্রতীক মনে করা হয়। এমন সুন্দর পরিবেশে লক্ষ্মী প্রসন্ন হন। শাস্ত্রে শুক্রবারের দিনটি লক্ষ্মীকে সমর্পিত। শ্রাবণ মাসের শুক্রবারে কিছু বিশেষ উপায় করে লক্ষ্মীকে প্রসন্ন করা যায়। যার ফলে ধন, সমৃদ্ধি ও বৈভব লাভের পথ প্রশস্ত হয়। কী এই উপায় জেনে নিন--
EiSamay.Com lakshmi god
Lakshmi: পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য ভালোবাসেন দেবী লক্ষ্মী


১. সাদা কড়ির উপায়

শ্রাবণ মাসের শুক্রবার সন্ধ্যা নাগাদ নিয়ম মেনে মহালক্ষ্মীর পুজো করুন। এর পর লক্ষ্মীর চরণে ৭টি সাদা কড়ি অর্পণ করে দিন। পুজো শেষ হওয়ার পর বাড়ির কোনও কোণে গর্ত করে এই কড়ি পুঁতে রাখুন। মনে করা হয়, এর প্রভাবে আর্থিক পরিস্থিতি উন্নত হয়। বাড়িতে কড়ি পুঁতে রাখার স্থান না-থাকলে, আশপাশের কোনও স্থানেও এটি রাখা যেতে পারে।

ভুলেও এঁদের সামনে পা ছড়িয়ে বসবেন না, দূর হবে সুখ-শান্তি
২. প্রতি শুক্রবার করুন এই কাজ

শ্রাবণ মাসের (Sawan 2022) প্রতি শুক্রবার পরিবারের সকল সদস্যরা তাড়াতাড়ি উঠে স্নান করে নিন। তার পর গোরুর দুধ বা ঘিয়ে জাফরান মিশিয়ে নিজের মাথায় তার তিলক লাগান। এই উপায়ের প্রভাবে আয়ের নতুন উৎস বৃদ্ধি সম্ভব হবে। এমনকি ব্যবসায় আকস্মিক অর্থ লাভ হবে। এ ছাড়াও শ্রাবণ মাসে (Shravana Month)-এর প্রতি শুক্রবার সন্ধ্যা বেলার পুজো সম্পন্ন করে পরিবারের সমস্ত সদস্য এক সঙ্গে বসে শ্রীসুক্তম পাঠ করুন।

৩. অশ্বত্থ গাছের উপায়

শ্রাবণের প্রতি শুক্রবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের তলায় চন্দনের সুগন্ধযুক্ত ধূপকাঠি ও গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। এ ক্ষেত্রে মাটি নয়, বরং আটার প্রদীপ তৈরি করে ব্যবহার করুন। এমন করলে লক্ষ্মী প্রসন্ন হন ও বাড়িতে স্থায়ী হন। এর ফলে ব্যক্তির ওপর সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে

চওড়া কপাল, সুন্দর হাতের মেয়েরা সাক্ষাৎ লক্ষ্মী! ধন-সম্পত্তির মালিক হন এঁদের স্বামী
৪. স্বামী-স্ত্রী মিল করুন এই উপায়

শাস্ত্র মতে শ্রাবণ মাসের প্রতি শুক্রবার স্বামী-স্ত্রী একসঙ্গে জাফরান মিশ্রিত দুধ দিয়ে বিষ্ণু ও লক্ষ্মীর অভিষেক করুন। এর প্রভাবে আপনার পরিবারের সাত পুরুষ অর্থ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে। পরিবারে সুখ-সমৃদ্ধির বাস হবে। আপনার সন্তান দীর্ঘায়ু লাভ করবে। এমন সন্তান ভালো কর্ম করে জনপ্রিয়তা অর্জন করবে।

৫. প্রবেশদ্বারে প্রদীপ প্রজ্জ্বলিত করুন

শ্রাবণ মাস (Shravana Month)-এর প্রতি শুক্রবার বাড়ির প্রবেশদ্বারে গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। তুলোর বাতির পরিবর্তে মৌলী সুতো ব্যবহার করবেন। এতে ১ বা ২টি জাফরান মিশিয়ে দেবেন। এর প্রভাবে লক্ষ্মী আপনার পরিবারের দিকে আকৃষ্ট হয়ে আসবেন এবং সেখানে স্থায়ী ভাবে বসবাস করবেন।

ভুলেও কারও হাতে দেবেন না নুুন, রুটি, রুমাল, বাড়বে বিবাদ-লোকসান
এ ছাড়াও আরও কিছু উপায়ের উল্লেখ পাওয়া যায়। এগুলি হল--

১. শ্রাবণ মাসের প্রথম শুক্রবার গৃহকর্ত্রী সূর্যাস্তের সময় বাড়ির প্রবেশদ্বারের ডান দিকে এক লোটা লাল ফুল দেওয়া জল ছেটালে, সেই পরিবারে অর্থের আগমন হয়।

২. Shravana Month-এর প্রতি শুক্রবার ১১ বার ইন্দ্রদেব রচিত মহালক্ষ্মী স্তোত্র পাঠ করলে সেই পরিবারে কখনও অর্থাভাব হয় না।

৩. শ্রাবণের (Sawan 2022) প্রথম সোমবার গৃহকর্ত্রী নিজের হাতে বেলপাতার গাছের অল্প শিকড় নিয়ে তাঁর পুজো করে নিন। তার পর গোলাপী কাপড়ে মুড়ে লকারে রেখে দিন। এমন করলে পরিবারের অর্থ ভাণ্ডার পূর্ণ থাকে।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং