অ্যাপশহর

ঘণ্টা বাজানো থেকে প্রদক্ষিণ, মন্দিরের সব নিয়মের গোপন কারণ আছে! জানেন?

আপনি আস্তিক হোন বা নাস্তিক, মন্দির প্রাঙ্গনে গেলে মোটামুটি আমাদের সবার মধ্যেই একটা ভালো লাগা জন্মায়। সেটা ঈশ্বরে বিশ্বাস হতে পারে বা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার মতো সব উপাসনা গৃহের চারপাশ থেকেই যে একটা পজিটিভ এনার্জি নির্গত হয় তা প্রভাব হতে পারে।

কেদারবদ্রী পত্রী | EiSamay.Com 12 Aug 2017, 5:29 pm
আপনি আস্তিক হোন বা নাস্তিক, মন্দির প্রাঙ্গনে গেলে মোটামুটি আমাদের সবার মধ্যেই একটা ভালো লাগা জন্মায়। সেটা ঈশ্বরে বিশ্বাস হতে পারে বা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার মতো সব উপাসনা গৃহের চারপাশ থেকেই যে একটা পজিটিভ এনার্জি নির্গত হয় তা প্রভাব হতে পারে। আজ আমরা আলোচনা করব মন্দিরে যে সব সংস্কার আমাদের মানতে হয় তার আসল কারণ নিয়ে।
EiSamay.Com right from ringing the bell to performing the pradakshina every ritual has a hidden purpose find out
ঘণ্টা বাজানো থেকে প্রদক্ষিণ, মন্দিরের সব নিয়মের গোপন কারণ আছে! জানেন?


মন্দিরে ঘণ্টা বাজানো থেকে মন্দির প্রদক্ষিণ - সব রীতিরই কোনও না কোনও কারণ রয়েছে। আজকাল সেই কারণগুলো না জেনেই আমরা অন্ধভাবে সব রীতি অনুসরণ করি। এবার জেনে নিন, এই সব রীতির আসল কারণগুলো।

* খালি পায়েই মন্দিরে প্রবেশ করা হয়। উত্তর থেকে দক্ষিণ ভারত - কোথাওই হিন্দু মন্দিরে জুতো পরে প্রবেশে বিধি নেই। তার কারণ মন্দিরের মেঝেতে ম্যাগনেটিক ও ইলেকট্রিক ফিল্ডের একটা তরঙ্গ প্রবাহ কাজ করে। এই প্রবাহ যাতে আমাদের শরীরে প্রবেশ করতে পারে তাই নগ্ন পায়ে মন্দিরে প্রবেশ করতে হয়।

* মন্দিরে ঢোকার মুখে ভক্তরা ঘণ্টা বাজিয়ে থাকেন। এই ঘণ্টা তামা, ক্যাডমিয়াম, জিঙ্ক ও নিকেলের মতো ধাতু ব্যবহার করা হয়। ঘণ্টাধ্বনি আমাদের চারপাশে এক তরঙ্গ সৃষ্টি করে। এই শব্দ তরঙ্গ আমাদের মনে শান্ত করে।



* প্রদীপের আলো আমাদের দৃষ্টিশক্তিকে আরও উন্নত করে। এছাড়া আরতির থালায় যখন প্রদীপ আমাদের সামনে ধরা হয়, তখন তার উত্তাপ হাত দিয়ে অনুভব করে আমরা বুকে ও মাথায় স্পর্শ করি। এর ফলে আমাদের স্পর্শানুভূতি উন্নত হয়।

* পদ্ম হোক বা জবা ফুল, মন্দিরে গেলে পুষ্পাঞ্জলি দিতেই হয়। ফুলের মিষ্টি গন্ধ ও উজ্জ্বল রঙ আমাদের মন ভালো করে দেয়। এর পজিটিভ এনার্জি আমাদের মধ্যে কাজ করে।



* মন্দিরে পুজো হয়ে গেলে প্রদক্ষিণ করারও প্রথা রয়েছে। প্রদক্ষিণ কথার অর্থ হল দক্ষিণের দিকে অর্থাত্‍ যা সঠিক তার দিকে যাওয়া। প্রদক্ষিণের সময় মন্দির প্রাঙ্গন ও দেবমূর্তি থেকে নির্গত পজিটিভ এনার্জি শরীর সংগ্রহ করে। ফলে মন শান্ত হয়।
লেখকের সম্পর্কে জানুন
কেদারবদ্রী পত্রী

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং