অ্যাপশহর

জীবন সমস্যাসঙ্কুল? এঁদের সামনে মাটির প্রদীপ জ্বালালেই সব সমাধান!

প্রতিদিন নিয়ম করে ঈশ্বরের আরাধনা খুব কম মানুষই করেন। আমাদের বেশিরভাগেরই বিপদে পড়লে তবেই ঈশ্বরের কথা মনে আসে। অর্থনৈতিক, মানসিক বা শারীরিক - যে কোনও রকম কষ্টেই ঈশ্বরের আরাধনা

EiSamay.Com 24 Mar 2017, 5:58 pm
কেদারবদ্রী পত্রী
EiSamay.Com light an earthen lamp in front of these gods to get rid of all your problems
জীবন সমস্যাসঙ্কুল? এঁদের সামনে মাটির প্রদীপ জ্বালালেই সব সমাধান!


প্রতিদিন নিয়ম করে ঈশ্বরের আরাধনা খুব কম মানুষই করেন। আমাদের বেশিরভাগেরই বিপদে পড়লে তবেই ঈশ্বরের কথা মনে আসে। অর্থনৈতিক, মানসিক বা শারীরিক - যে কোনও রকম কষ্টেই ঈশ্বরের আরাধনা আপনাকে উদ্ধার করতে পারে। জানেন কি, নিয়ম করে রোজ একটি করে মাটির প্রদীপ জ্বালালেই অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন আপনি।

বলা হয়ে থাকে প্রদীপ না জ্বালালে কোনও প্রার্থনাই সম্পূর্ণ হয় না। জেনে নিন কোন সমস্যায় কোন দেবতার সামনে দিয়া জ্বালাবেন।

* অসুখ-বিসুখ থেকে রক্ষা পেতে চাইলে রোজ সন্ধেয় সূর্য দেবতার ছবি বা মুর্তির সামনে প্রদীপ জ্বালান।

* উপযুক্ত জীবনসঙ্গী খুঁজছেন? বা প্রেমের সম্পর্কে সমস্যা দেখা দিয়েছে? রাধা-কৃষ্ণের যুগল ছবির সামনে মাটির প্রদীপ জ্বালালে আপনার খারাপ সময় কেটে যাবে।

* নিয়মিত দুঃস্বপ্ন দেখেন? ঘুম ভালো হয় না? হনুমানের পঞ্চমুখী রূপের ছবি বা মুর্তির সামনে রোজ বিকেলে একটি করে মাটির প্রদীপ জ্বালালে আপনার সমস্যার সমাধান মিলবে।

* জীবনে অর্থকরি সমস্যা বড় আকার নিতে পারে। বাড়ির উত্তরদিকে কুবেরের ছবি বা মুর্তি রেখে রোজ তার সামনে মাটির প্রদীপ ভক্তিভরে জ্বালালে আর্থিক কষ্ট থেকে রেহাই মিলবে।



* বাড়ির মতো কর্মস্থলটাও আমাদের জীবনে সমান গুরুত্বপূর্ণ। অফিসে দিনের অনেকটা সময়ই আমরা কাটাই। সেখানে যদি কোনও সমস্যা দেখা দেয়, তাই আশুসমাধান জরুরি। তাই অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরনোর ঠিক আগে গণেশের মুর্তির সামনে দিয়া জ্বালান।

* বাড়িতে ঝগড়াঝাটি লেগেই আছে? ঘরে সুখ ফিরিয়ে আনতে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের মিলিত ছবির সামনে রোজ দিয়া জ্বালাতে ভুলবেন না।

এছাড়াও বাড়ির পূর্বদিকে রোজ সন্ধেয় একটি করে মাটির প্রদীপ জ্বালালে তা ঘরে সুখ-সমৃদ্ধি আনতে সাহায্য করবে। মনে রাখবেন প্রদীপ জ্বালানোর সময় হাতে তেল লেগে গেলে সেটা কখনও চুলে বা কাপড়ে মুছবেন না। এতে আপনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সঙ্গে একটা শুকনো কাপড়ে রাখুন, সেখানেই হাত মুছে নেবেন।

কোনও পরামর্শ বা জিজ্ঞাসার জন্য ই-মেল করুন kedarbadri.patri@gmail.com


# It is said that no prayer is complete without lighting a lamp in front of God --- however, do you know that how and what lamp should you offer the Lord? We have the answers.

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং