অ্যাপশহর

যারা দাঁতে নখ খায়, তাদের দেখে কী বুঝবেন...

আপনার কি নখ খাওয়া অভ্যেস? কোনও রকম দুশ্চিন্তা তাডা় করলেই আঙুলের নখ কখন অজান্তে মুখে চলে যায়, নিজেই জানতে পারেন না? সাবধান এই অভ্যেস কিন্তু সত্যিই আপনাকে বড় বিপদে ফেলতে পারে।

EiSamay.Com 26 Oct 2018, 4:43 pm
আপনার কি নখ খাওয়া অভ্যেস? কোনও রকম দুশ্চিন্তা তাডা় করলেই আঙুলের নখ কখন অজান্তে মুখে চলে যায়, নিজেই জানতে পারেন না? সাবধান এই অভ্যেস কিন্তু সত্যিই আপনাকে বড় বিপদে ফেলতে পারে। নিয়মিত নখ খাওয়ার কুপ্রভাব যেমন আমাদের শরীরে পড়ে, তেমন আমাদের চরিত্রেও তার ছাপ থেকে যায়।
EiSamay.Com nail-biting
নখ খাওয়ার কু-অভ্যেস


সমীক্ষায় দেখা গিয়েছে, যারা নিয়মিত নখ খায় তাদের একাধিক শারীরিক সমস্যা হতে পারে। প্রথমেই বলা যেতে পারে যে অতিরিক্ত নখ খেলে আঙুলগুলি দেখতে অত্যন্ত খারাপ হয়ে যায়। এছাড়া দাঁত দুর্বল হয়ে পড়ে এবং আঙুলে নানা রকম ইনফেকশন হতে পারে। নখ খাওয়ার অভ্যেস যাদের রয়েছে, তারা সাধারণত অত্যধিক দুশ্চিন্তা করে থাকে। টেনশন ও হতাশা তাদের পিছু ছাড়ে না। ধৈর্য ও সন্তোষের অভাব এদের চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

এতগুলি নেগেটিভ পয়েন্টের পাশাপাশি একটা পজিটিভ পয়েন্টেরও উল্লেখ করা যায়। সমীক্ষায় দেখা গিয়েছে, যারা নখ খায় তারা সাধারণত পারফেকশনিস্ট হয়। যে কোনও কাজ নিখুঁত ভাবে করার একটা মানসিকতা তাদের মধ্যে কাজ করে। নখ খাওয়ার অভ্যেস দূর করতে সাইক্রিয়াটিস্টের কাজে যাওয়া প্রয়োজন।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং