অ্যাপশহর

Goddess Lakshmi: ঘরে আসবেন স্বয়ং মা লক্ষ্মী! মনে রাখুন গরুঢ় পুরাণের এই ৫ পরামর্শ

হিন্দু ধর্ম অনুসারে ১৮টি পুরাণের অন্যতম হল গরুঢ় পুরাণ। এখানে জন্ম ও মৃত্যুর কথা ছাড়াও জীবনে সাফল্য লাভের উপায়ও বর্ণনা করা আছে। কী ভাবে মা লক্ষ্মীকে প্রসন্ন করলে তিনি ঘরে অবস্থান করবেন, সেই বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা করা আছে গরুঢ় পুরাণে। জেনে নিন কী ভাবে তুষ্ট রাখবেন লক্ষ্মীকে।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 26 Nov 2022, 6:40 pm
Garuda Purana হিন্দু ধর্ম অনুসারে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আটটি পুরাণের অন্যতম হল গরুঢ় পুরাণ। সাধারণত পরিবারে কারোর মৃত্যু হলে টানা ১৩ দিন ধরে গরুঢ় পুরাণ পাঠ করার রীতি রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। গরুঢ় পুরাণে শুধু জন্ম ও মৃত্য়ুর কথা বলা নেই, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করা আছে। গরুঢ় পুরাণে এমন কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যা সঠিক ভাবে মেনে চলতে পারলে সাধারণ ভাবে জীবন কাটিয়েও সাফল্য লাভ করা সম্ভব হয়। গরুঢ় পুরাণে জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা আছে।
EiSamay.Com Lakshmi
Maa Lakshmi: মা লক্ষ্মীকে প্রসন্ন করার উপায়


পরিবারে সুখ ও সমৃদ্ধি বাড়ানোর উপায়ও ব্যাখ্যা করা আছে গরুঢ় পুরাণে। এখানে বলা হয়েছে যে মানুষ নিজের অভ্যেসের দোষেই দারিদ্রের জালে আটকে পড়ে। কী ভাবে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এবং পরিবারে সুখ শান্তি অক্ষয় হয়ে বিরাজ করে, সেই বিষয়ে গরুঢ় পুরাণে কী পরামর্শ দেওয়া আছে, তা নিয়েই আলোচনা করা হল এখানে।

Puja Rituals: পুজো দাঁড়িয়ে করবেন না বসে? জেনে নিন পুজো করার সঠিক নিয়ম
ধর্মীয় বই পাঠ

প্রতিটি মানুষের ধর্মগ্রন্থ পাঠ করা উচিত। কারণ ধর্মগ্রন্থ আমাদের জীবন সম্পর্কে জ্ঞান দান করে। সেই কারণে ধর্মগ্রন্থ পাঠ করলে মনের অন্ধকার দূর হয় এবং লক্ষ্মী সেই ব্যক্তির উপর প্রসন্ন হন।

রান্নাঘরের পুজো

হিন্দুধর্নে উনুনের পুজো করার নিয়ম প্রচলিত আছে। খাবার খাওয়ার আগে তা প্রথমে আগুনের উদ্দেশ্য়ে নিবেদন করতে হয়। এর পাশাপাশি রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকে এবং সেই পরিবারে কখনও অর্থ ও সুখের অভাব হয় না।

চিন্তাভাবনা করা ভালো

গরুঢ় পুরাণে বলা আছে যে আমাদের প্রত্যেকের নিজের দোষ ত্রুটি সম্পর্কে চিন্তাভাবনা করা উচিত। নিজের দোষ নিয়ে চিন্তা করলে সেই দোষ আবার করার সম্ভাবনা কমে যায়। এর ফলে আমাদের মনেক রাগ দ্বেষ কমে গিয়ে মনে শান্তি আসে। পরিবারে সুখ ও শান্তি থাকলে সেই বাড়িতে বাস করেন স্বয়ং লক্ষ্মী।

Surya Arghya Tips: দূর হবে নার্ভাসনেস, ডিপ্রেসন! সূর্যকে অর্ঘ্য দেওয়া জরুরি কাদের জন্য?
কূলদেবতার পুজো

কূলদেবতার পুজো করা প্রত্যেকের অবশ্য কর্তব্য। প্রতিটি পরিবারেরই কোনও না কোনও কূলদেবতা থাকেন। গরুঢ় পুরাণ বলছে, যে পরিবারে ভক্তি ও নিষ্ঠা সহকারে কূলদেবতার পুজো হয়, সেই পরিবারে সাত প্রজন্ম পর্যন্ত সুখ ও সমৃদ্ধির অভাব হয় না।

দান-ধ্যান

হিন্দুধর্মে জীবে দয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দরিদ্র ব্য়ক্তির দিকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। এর ফলে মা লক্ষ্মী আপনার উপর প্রীত হবেন। সেই কারণে নিজের ক্ষমতা অনুসারে দান-ধ্যান অবশ্যই করা জরুরি।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং