অ্যাপশহর

Shani Dosha Remedies: শনির দশায় জীবন টালমাটাল? শনিবারে জেনে নিন মুক্তির উপায়

Shani Dosha Remedies শনিকে সবাই ভয় পান। বিশেষ করে শনির রোষের কবলে পড়লে তাকে শনির দশা বলা হয়। শনির জশা জাতকের জীবন ছারখার করে দিতে পারে। জেনে নিন কী ভাবে শনির দশা থেকে মুক্তি পাওয়ার উপায়। মহাদেবের পুজো করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। শনিবার তিলের তেলের প্রদীপ জ্বালানো শুভ।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 26 Mar 2022, 9:54 am
Shani Dosha Remedies
EiSamay.Com shani1
Shani Dosha Remedies শনির দশা থেকে মুক্তির উপায়

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি হলেন কর্মফলের দেবতা। সেই কারণেই শনিকে সবাই ভয় পান। শনির দশা যার চলে, তাঁর জীবনে বিপর্যয় নেমে আসে। শনি কারোর জন্মছকে অশুভ ভাবে অবস্থান করলে সেই ব্যক্তির জীবনে শনির দশা নেমে আসে। শনিবার হল শনির দিন। এদিনে জেনে নিন শনির দশা (How To Get Rid Of Shani Dasha) থেকে মুক্তির উপায়।

শনির দশা থেকে মুক্তির উপায়

* শনির দশা চললে শামি গাছের মূল কালো কাপড়ে বেঁধে শনিবার সন্ধেয় নিজের ডান হাতে বেঁধে নিন।

* শনির দশা কাটাতে মহাদেবের আরাধনা করা অত্যন্ত শুভ ফলদায়ক।

* আপনার জীবনে যদি শনির দশা চলে, তাহলে শিবস্ত্রোত্র এবং শিব পঞ্চকসারি মন্ত্র পাঠ করলে উপকার পাওয়া যায়।

কোন বয়সে কেমন প্রভাব ফেলে শনির সাড়েসাতি? জেনে নিন...
* এছাড়া শনির কুদৃষ্টির প্রভাব কাটাতে সুন্দরখণ্ড প্রতিদি পাঠ করতে পারলে ভালো।

* আপনার ক্ষমতা অনুযায়ী মন্দিরে কিছু মিষ্টি প্রসাদ দান করুন।

* শনির খারাপ প্রভাব কাটাতে নিজের বাড়িতে একটা শামী বৃক্ষ রোপণ করুন এবং প্রতিদিন এই গাছটার পুজো করুন।

* প্রতি শনিবার শনি দেবের নামে তিল তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং শনির স্ত্রোত্র পাঠ করুন।

২০২২-এ শনির সাড়ে সাতির প্রভাব কোন কোন রাশির উপর?

শনিবার শনিকে খুশি করতে কী করবেন

শনিবার হল শনির দিন। এই দিনটিতে শনিদেবের উদ্দেশ্যে পুজো করলে তিনি বিশেষ ভাবে প্রীত হন। তাই জীবনে শনির দশা চললে শনিবার কয়েকটি কাজ অবশ্যই করা উচিত। জেনে নিন এই কাজগুলি সম্পর্কে।

* প্রতি শনিবার অবশ্যই কোনও শনি মন্দিরে যান।

* নিষ্ঠাভরে সব আচার রীতি মেনে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন ও তাঁর আশীর্বাদ প্রার্থনা করুন।

শনির সাড়ে সাতির কবলে পড়লে জীবনে এই সব ঘটনা ঘটবেই!
* প্রতি শনিবার কিছু দানধ্যান করা খুবই ভালো। সর্ষের তেল,অরহড় ডাল এবং কালো কাপড় এদিন দান করতে পারেন।

* শনিবার লোহার জিনিস কেনা ও বিক্রি করা থেকে দূরে থাকুন।

* একটা বাটিতে কিছুটা সর্ষের তেল নিন। সেই তেলে নিজের মুখের প্রতিবিম্ব দেখুন। তারপর এই তেলটা দান করে দিন।

* শনিবার কখনোও স্যাফায়ার রত্ন ধারণ করবেন না।

* শনিবার কোনও খারাপ কাজ করা বা খারাপ কথা বলা থেকে দূরে থাকুন।

* এদিন মিথ্যে কথা বললে শনি রুষ্ট হন।

* অশ্বথ গাছের গোড়ায় এদিন জল ঢালুন এবং সন্ধ্যায় একটা প্রদীপ জ্বালিয়ে আসুন।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং