অ্যাপশহর

মৃতদেহ দেখলে যে ৫ কাজ অবশ্যই করবেন

এই পৃথিবীতে যাঁর জন্ম হয়েছে, তাঁর মৃত্যু অবশ্যম্ভাবী। প্রকৃতির এই নিয়ম কেউই অস্বীকার করতে পারে না। প্রাচীনকালে মৃত্যুকে জয় করার চেষ্টা অনেকেই করেছেন, কিন্তু কেউই সফল হননি।

কেদারবদ্রী পত্রী | Ei Samay 7 Aug 2017, 3:08 pm
এই পৃথিবীতে যাঁর জন্ম হয়েছে, তাঁর মৃত্যু অবশ্যম্ভাবী। প্রকৃতির এই নিয়ম কেউই অস্বীকার করতে পারে না। প্রাচীনকালে মৃত্যুকে জয় করার চেষ্টা অনেকেই করেছেন, কিন্তু কেউই সফল হননি। গীতায় বলেছে, 'মৃত্যুই এই পৃথিবীর একমাত্র সত্য।' হিন্দু ধর্মশাস্ত্র বেদ অনুযায়ী, জীবনচক্র থেকে একমাত্র মৃত্যুই আমাদের মুক্তি দিতে পারে। মৃত্যু তার নির্দিষ্ট সময়েই আসবে। এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়।
EiSamay.Com 5 things to do when you see a funeral
মৃতদেহ দেখলে যে ৫ কাজ অবশ্যই করবেন


শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার পরই ধীরে ধীরে মৃতদেহ পঞ্চভূতে লীন হয়ে যায়। এই পঞ্চভূত হল - ক্ষিতি, অপ, তেজ, মরুত্‍ , ব্যোম। হিন্দু ধর্মমত অনুসারে মৃতদেহ সত্‍কারের জন্য শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে পুরুষ ও বিধবা নারীর দেহ সাদা কাপড়ে এবং বিবাহিতা মহিলার দেহ লাল কাপড়ে মোড়ানো হয়। তার ওপর ছড়িয়ে দেওয়া হয় ফুল। চার জন মিলে কাঁধে করে মৃতদেহ নিয়ে যাওয়ার প্রথা রয়েছে।

চলার পথে কোনও মৃতদেহ বা সত্‍কার কাজ দেখতে পেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাবেন না। তাতে মৃতের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়।

# মৃতদেহ দেখলে মাথা নিচু করে 'শিব শিব' উচ্চারণ করুন।

# হিন্দু পুরাণ অনুসারে মৃত্যুর পরেও কিছুক্ষণ আত্মা সেখানেই ঘোরাফেরা করে। তাই আপনি শিবমন্ত্র উচ্চারণ করলে আত্মার দুঃখ কিছুটা লাঘব হয়।

# সত্‍কার প্রক্রিয়া চলার সময় উপস্থিত যারা থাকবেন, নিজেদের মধ্যে গালগল্প না করে ভগবানের নাম নিন। তাতে আত্মার শান্তি হবে।

# সত্‍কারের সময় নিজের অপূর্ণ ইচ্ছের কথা মনে মনে ভাবতে পারেন। মনে করা হয় সেই ইচ্ছের খবর আত্মা ঈশ্বরের কাছে পৌঁছে দেয়।

# রাস্তা দিয়ে যাওয়ার সময় মৃতদেহ দেখলে তখনই সেখান থেকে সরে যাবেন না। একটু সময় দাঁড়িয়ে শিবমন্ত্র উচ্চারণ করুন।
লেখকের সম্পর্কে জানুন
কেদারবদ্রী পত্রী

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং