অ্যাপশহর

রামায়ণের কুম্ভকর্ণ আসলে ছিলেন বৈজ্ঞানিক, তাঁর চরিত্রের এই দিকটা জানা আছে?

কুম্ভকর্ণের একটা গোপন পরীক্ষাগার ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেখানেই বছরের ছয় মাস কাটাতেন তিনি। কোথায় এই পরীক্ষাগার ছিল তা কেউ জানে না।

EiSamay.Com 28 Feb 2020, 3:28 pm
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: আজ জাতীয় বিজ্ঞান দিবস। এদিন আপনাকে একটু অন্য ধরনের খবর শোনাই। জানেন কি, রামায়ণে রাবণ রাজার ভাই কুম্ভকর্ণ আসলে একজন বৈজ্ঞানিক ছিলেন?
EiSamay.Com Kumbhkaran
কুম্ভকর্ণ


অবাক হওয়ার মতো শোনালেও সাম্প্রতিক গবেষণা থেকে এমনটাই মনে করেছন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন যে কুম্ভকর্ণের বিভিন্ন কাজকর্ম থেকে এটাই প্রমাণিত যে তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন। রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কুম্ভকর্ণ বছরে ছয় মাস জাগতেন এবং ছয় মাস ঘুমোতেন। ছয় মাস ঘুমনোর এই বর তিনি প্রজাপতি ব্রহ্মাকে খুশি করে চেয়ে নিয়েছিলেন।

কিন্তু যে প্রশ্নটা সবার মনে ওঠে, তা হল যে কেন কুম্ভকর্ণ এরকম অদ্ভ‌ুত একটা বর চেয়েছিলেন? অনেকেই মনে করেন যে কুম্ভকর্ণ অত্যন্ত অলস প্রকৃতির ছিলেন বলেই ছয় মাস ঘুমনোর বর তিনি চেয়ে নিয়েছিলেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে কুম্ভকর্ণ আসলে বৈজ্ঞানিক ছিলেন। যে ছয় মাস তিনি জেগে থাকতেন, সেই সময়টা তিনি টানা বৈজ্ঞানিক গবেষণায় ব্যয় করতেন।

পরের খবর

ট্রেন্ডিং