অ্যাপশহর

Gita Gyan: বয়স বাড়তেই জীবনের এই সারমর্ম অনুভব করি আমরা, গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ

Thoughts of Gita: শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত গীতার বাণী আমাদের জীবনে সঠিক পথের সন্ধান দেয়। হাজার হাজার বছর পরেও এই বাণী আজও আমাদের জীবনে কার্যকরী। জেনে নিন শ্রীমদ ভগবত্‍ গীতার এমনই কয়েকটি অমূল্য উপদেশ।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 8 Feb 2023, 10:36 am
Gita Teachings: মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। মহারণ শুরুর মুখে অস্ত্র ত্যাগ করে আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন অর্জুন। শ্রীকৃষ্ণ তখন তাঁকে জীবনের প্রকৃত শিক্ষা দান করেন। এই উপদেশাবলীই গীতার বাণী নামে পরিচিত। হিন্দুদের কাছে গীতা অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার গীতা পাঠ করা উচিত। গীতায় জীবনের এমন কিছু উপদেশ দেওয়া আছে, যা সঠিক ভাবে মেনে চলতে পারলে আমরা ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারব। গীতায় জীবনের সব সমস্যার সমাধান বলা আছে। সাফল্য লাভের উপায় দেখানো আছে গীতার বাণীতে।
EiSamay.Com Gita Gyan
জেনে নিন গীতার এই অমূল্য বাণী


গীতায় মোট ১৮টি অধ্যায় এবং ৭০০ শ্লোক রয়েছে। ধর্মের পথ অনুসরণ করে জীবনে সঠিক কাজ করে যাওয়ার পথ দেখিয়েছে গীতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষ একটি বিষয় উপলব্ধি করেন, যা অনেক সময় তরুণ বয়সে তাঁরা বুঝতে পারেন না। এই বিষয়ে গীতায় কী বলেছেন শ্রীকৃষ্ণ, তা আজ জেনে নেব আমরা।

Saptarishis: রাতের আকাশে সপ্তর্ষি মণ্ডল দেখেছেন? চিনে নিন এই সাত ঋষিকে
গীতার উল্লেখযোগ্য কয়েকটি বাণী

* গীতার বাণী অনুসারে একজন মানুষ যখন বৃদ্ধ হন, তিনি উপলব্ধি করেন যে জীবনে তিনি অপ্রয়োজনীয় ভাবে সারা জীবন সেই সব মানুষদের গুরুত্ব দিয়ে গিয়েছেন, যাঁরা তাঁর জীবনে কোনও অবদানই রাখেন নি।

* গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের নিজের রাগ নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ রাগের বশে আমরা নিজেদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং রাগের বশে ভুল কাজ করি। বেশিরভাগ সময় আমরা রাগের মাথায় যে সিদ্ধান্ত নিই, তা ভুল হয়। যার জন্য পরে আমাদের আফশোষ করতে হয়। তাই যখনই রেগে যাবেন, চেষ্টা করুন নিজেকে শান্ত করার।

Shri Krishna: নিজেকে আসল কৃষ্ণ বলে দাবি করেন এই রাজা! শ্রীকৃষ্ণকে মথুরা ছাড়ার হুমকিও দেন
* শ্রীমদ ভগবত্‍ গীতা অনুসারে প্রতিটি মানুষের আত্মপর্যালোচনা করা উচিত। কেবলমাত্র আত্মপর্যালোচনা করেই আমরা নিজেদের দোষ ও গুণ সম্পর্কে সচেতন হতে পারি। জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সঠিক ভাবে জানা অত্যন্ত জরুরি।

* শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমাদের সবার নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মন যদি আনন্দে অতিরিক্ত উদ্বেল হয়ে ওঠে বা দুঃখে ভেঙে পড়ে, তাহলে সেই ব্য়ক্তি নিজের কর্মের প্রতি ঠিক ভাবে মনোনিবেশ করতে পারবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা সেই ফলই লাভ করি, যা কাজ আমরা করে থাকি। তাই সাফল্য ব্যর্থতা ভুলে শুধুমাত্র নিজের কাজে ফোকাস করুন।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং