অ্যাপশহর

Baba Neem Karoli: বৃন্দাবনের বাবা নিম করোলির ভক্ত বিরাট-অনুষ্কা থেকে মার্ক জুকেরবার্গও! চিনে নিন আপনিও

Neem Karoli Baba: গত বুধবার নিম করোলি বাবা বৃন্দাবনের আশ্রমে যান বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এই বাবার ভক্ত ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ থেকে অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জোবস। জানুন নিম করোলি বাবা সম্পর্কে।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 9 Jan 2023, 12:24 pm
Neem Karoli Baba: হিমালয়ের বুকে ছবির মতো আশ্রম। সেখানে ভাণ্ডারার জন্য চলছে পুরী ভাজার কাজ। ভক্তদের লম্বা লাইন। হঠাত্‍ই দেখা গেল ঘি শেষ। সর্বনাশ! এত মানুষকে এখন কী খেতে দেওয়া হবে? এক আতঙ্কিত আশ্রম কর্মী ছুটে গেলেন বৃদ্ধের কাছে। তাঁকে বললেন বিপদের কথা। ওই বৃদ্ধ তাঁকে বলেন, 'নদী থেকে ক্যানে করে জল নিয়ে এসো।' নদী থেকে ক্যান ভরে রান্নাঘরে নিয়ে দেখা যায় তার মধ্যে ভর্তি গাওয়া ঘি। প্রশান্ত অনুদ্বিগ্ন মুখে বসে নদীর জলকে ঘি-তে পরিণত করা ওই বৃদ্ধই হলেন বাবা নিম করোলি। শুধু দেশ নয়, বিদেশেও বহু মান্যগণ্যদের মধ্যে ছড়িয়ে তাঁর ভক্তসংখ্যা।
EiSamay.Com neem karoli baba
নিম করোলি বাবার মাহাত্ম্য


Geeta Gyan: কী ভাবে চিনবেন প্রকৃত জ্ঞানীকে? গীতায় সেই পথ বাতলেছেন শ্রীকৃষ্ণ
গত বুধবার মেয়ে ভামিকাকে নিয়ে বাবা নিয়ে বাবা নিম করোলির বৃন্দাবনের আশ্রম থেকে ঘুরে এলেন ক্রিকেটার বিরাট কোহলি ও তাঁর স্ত্রী বলিউড তারকা অনুষ্কা শর্মা। সেখানে তাঁরা বাবার সমাধি দর্শন করেন। কয়েক ঘণ্টা আশ্রমে কাটান এবং ধ্যান করেন। সেখান থেকে মা আনন্দময়ীর আশ্রমে যাওয়ার আগে ভক্তদের সঙ্গে ছবি তুলতে ও অটোগ্রাফ দিতেও দেখা যায় তাঁদের।


এই হিন্দু ধর্মগুরু মহারাজজি নামেও তাঁর ভক্তদের মধ্যে পরিচিত ছিলেন। বজরংবলীর উপাসক ছিলেন তিনি। ঈশ্বরের উপাসনা করার জন্য সব সময় দরিদ্রদের সেবা করার পরামর্শ দিতেন তিনি। ১৯৬০ এবং ৭০-এর দশকে ভারতে আসা মার্কিনিদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন বাবা নিম করোলি। ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর ডায়াবেটিক কোমায় আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন বাবা নিম করোলি।


Joshimath Disaster: ধসে পড়ল মন্দির, পাহাড়ে ফাটল! তলিয়ে যাচ্ছে যোশীমঠ? দেবভূমিতে সত্যি হবে কলিযুগের ভবিষ্যদ্বাণী??

বাবা নিম করোলির উল্লেখযোগ্য ভক্তদের মধ্যে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। ২০১৫ সালে নিম করোলির কাঞ্চির আশ্রমে দু-দিন কাটিয়ে যান তিনি। সেই সময় সংকটের মধ্যে পড়েছিল ফেসবুক। জুকেরবার্গ জানিয়েছিলেন যে অ্যাপেল প্রতিষ্ঠাকা স্টিভ জোবস তাঁকে বাবা নিম করোলির আশ্রমে যেতে পরামর্শ দেন। তিনি নিজেও এই বাবার আশ্রমে ঘুরে গিয়েছেন। হলিউড তারকা জুলিয়া রবার্টসও জানিয়েছিলেন যে বাবা নিম করোলির অনুপ্রেরণাতেই হিন্দুধর্মের প্রতি আকৃষ্ট হন তিনি। ২০১০ সালে নিজের পরিবারের সঙ্গে হিন্দুধর্মে দীক্ষিত হন জুলিয়া রবার্টস।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং