অ্যাপশহর

Chanakya Niti: বিয়ের আগে জীবনসঙ্গীর সম্পর্কে এই ৪ বিষয় জেনে নিন, না হলে পস্তাতে হবে!

Chanakya Niti আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কখন কী করা উচিত, সেই বিষয়ে পরামর্শ দেয়। বিয়ের আগে হবু জীবনসঙ্গী সম্পর্কে চাণক্য নীতি অনুসারে কোন কোন বিষয় অবশ্য়ই জেনে রাখা জরুরি তা নিয়েই এখন আলোচনা করা হল। জীবনসঙ্গী সম্পর্কে কয়েকটি জিনিস বিয়ের আগেই জেনে না নিলে ভবিষ্যত্‍ জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 8 Aug 2022, 3:39 pm
Chanakya Niti আমাদের জীবনের নানা দিক সম্পর্ক গুরুত্বপূর্ণ আলোকপাত করে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কখন কী করা উচিত এবং কখন কী করা উচিত নয়, সেই বিষয়ে সুস্পষ্ট পরামর্শ ও উপদেশ দিয়েছেন চাণক্য। প্রাচীণ ভারতের এই মহাপণ্ডিত, অর্থনীতিবিদ, কুটুনীতিক ও দার্শনিকের পরামর্শ আমাদের জীবনে আজও সমান প্রাসঙ্গিক। তাঁর লেখা বই চাণক্যনীতিতে জীবনের বিভিন্ন দিক সম্পর্ক আলোচনা করেছেন তিনি। আজ আমরা জেনে নেব স্বামী-স্ত্রী সম্পর্ক নিয়ে কী বলেছেন চাণক্য়।
EiSamay.Com chanakya1
Chanakya: বিয়ে নিয়ে চাণক্যের উপদেশ


আমাদের সবার জীবনেই এমন একজন সঙ্গী দরকার, যিনি সুখে দুঃখে সব সময় আমাদের পাশে থাকবেন। সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। তাই সঙ্গী যদি মনের মতো হন, তাহলে হাসিখুশিতে গোটা জীবনটা কেটে যায়। কিন্তু সঙ্গীর সঙ্গে মনের মিল না হলে জীবনে সংকটের কালো মেঘ ঘনিয়ে আসে। তাই জীবনসঙ্গী বাছার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। বিয়ের আগে হবু স্বামী বা স্ত্রী সম্পর্কে কয়েকটি জিনিস অবশ্যই জেনে রাখা জরুরি বলে জানাচ্ছেন চাণক্য।

মৃত্যুর আগে সবাইকে এই ৪ চিঠি পাঠান যমরাজ! খেয়াল রাখুন
* বিয়ের পর সুখে ও শান্তিতে জীবন কাটাতে বিয়ের আগেই হবু সঙ্গীর ব্যবহার ও মানসিকতা সম্পর্কে কিছুটা ধারণা করে নেওয়া দরকার। শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দেখে সঙ্গী নির্বাচন করলে ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে। আপনার সঙ্গী যদি মনের দিক থেকে সুন্দর না হন, তা হলে শারীরিক সৌন্দর্য পুরোটাই মিথ্যে।

* বিয়ের আগে দেখে নেবেন সঙ্গীর মূল্যবোধ কেমন। যে ব্যক্তির মূল্যবোধ সঠিক নয়, তিনি কিন্তু বিপদের সময় আপনার পাশ থেকে সরে যেতে পারেন। এছাড়া সঙ্গীর মূল্যবোধ ভালো হলে তার প্রভাব আপনাদের সন্তানের লালন পালনের উপরেও পড়ে। আর একটা কথা, বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে তবেই বিয়ের আসনে বসুন। অন্য কোনও চাপে বিয়ে করলে তা দুটো জীবন নষ্ট করে দিতে পারে।

* চাণক্য জানিয়েছেন যে বিয়ের আগে জেনে নিন আপনার হবু জীবনসঙ্গী কতটা ধার্মিক। ধর্মকর্মের দিকে যে ব্যক্তির মন থাকে, তিনি সচরাচন কোনও অন্যায় কাজে জড়িয়ে পড়েন না।

* হবু জীবনসঙ্গী কতটা ধৈর্য্যশীল, তা বিয়ের আগে অবশ্যই জেনে নেওয়া জরুরি। ধৈর্য্য একজন মানুষকে বিপদের দিনেও মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিয়ে সাহায্য করে। ধৈর্য্যের অভাব থাকলে সেই ব্য়ক্তি জীবনে সংকটে পড়লে কী করতে হবে, তা
ঠিক করতে পারেন না। এমন মানুষের সঙ্গে নিজের জীবন জড়িয়ে নিলে আপনাকে পদে পদে সমস্যায় পড়তে হবে।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং