অ্যাপশহর

বাস্তু মেনে ফুল দিয়ে সাজান আপনার বাড়ি, হার মান অশুভ শক্তি

এমন পরিস্থিতিতে সুখে, শান্তিতে থাকার সমস্ত ধরনের প্রচেষ্টা করেন সকলে। জ্যোতিষ ও বাস্তুতে এমন একটি সহজ উপায়ের উল্লেখ রয়েছে, যা খুব সহজেই এই সমস্যা দূর করতে সহায়ক।

Lipi 27 Oct 2021, 5:37 pm

হাইলাইটস

  • প্রত্যেকের জীবনে অবসাদ, কলহ ও দুশ্চিন্তার আনাগোনা লেগেই থাকে আর এই পরিস্থিতি উত্তোরত্তোর বৃদ্ধি পেতে থাকে।
  • এমন পরিস্থিতিতে সুখে, শান্তিতে থাকার সমস্ত ধরনের প্রচেষ্টা করেন সকলে।
  • জ্যোতিষ ও বাস্তুতে এমন একটি সহজ উপায়ের উল্লেখ রয়েছে, যা খুব সহজেই এই সমস্যা দূর করতে সহায়ক।
EiSamay.Com vastu plants
প্রতীকী ছবি
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রত্যেকের জীবনে অবসাদ, কলহ ও দুশ্চিন্তার আনাগোনা লেগেই থাকে আর এই পরিস্থিতি উত্তোরত্তোর বৃদ্ধি পেতে থাকে। এমন পরিস্থিতিতে সুখে, শান্তিতে থাকার সমস্ত ধরনের প্রচেষ্টা করেন সকলে। জ্যোতিষ ও বাস্তুতে এমন একটি সহজ উপায়ের উল্লেখ রয়েছে, যা খুব সহজেই এই সমস্যা দূর করতে সহায়ক।
এমন কয়েকটি ফুল গাছ আছে যা বাড়িতে লাগালে এবং তাদের সুগন্ধী ফুল বাড়িতে ফুলদানির মধ্যে রাখলে দুঃখ, কষ্ট দূর হতে পারে। কোন কোন ফুলের সুগন্ধে দূর হবে অবসাদ ও কলহ, জেনে নিন—

চাঁপা- পুজোয় এই ফুলের ব্যবহার লক্ষ্য করা যায়। মন্দির ও আশ্রম পরিসরের পরিবেশ শুদ্ধ করার জন্য এই ফুল গাছ লাগানো হয়। চাঁপাকে কামদেবের পাঁচটি ফুলের মধ্যে অন্যতম ফুল হিসেবে গণ্য করা হয়। বাস্তুতে চাঁপা ফুলের গাছকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। বাড়ির আঙিনায় এই ফুল গাছ লাগালে অবসাদ ও পারিবারিক কলহ দূর হয়।

একে শনিবার, তায় একাদশী... এই টোটকাটি করলে সৌভাগ্য আপনাকে ছেড়ে যাবে না!

পারিজাত- একে আবার হরসিঙ্গার ও শৈফালিকাও বলা হয়। এই ফুল জীবন থেকে অবসাদ দূর করে এবং আনন্দের আগমন ঘটায়। মনে করা হয় পারিজাত গাছ স্পর্শ করলে ব্যক্তির ক্লান্তি দূর হয়। হরিবংশ পুরাণে এই গাছ ও ফুলের বিস্তৃত বিবরণ পাওয়া যায়। বিশেষত লক্ষ্মী পুজোর জন্য এই ফুল ব্যবহৃত হয়। তবে যে ফুল নিজেই গাছ থেকে ভেঙে নীচে পড়ে গিয়েছে, শুধু সেই ফুলই পুজোয় ব্যবহার করা হয়। যে বাড়ির আঙিনায় এই ফুল ফোটে, সেখানে সর্বদা শান্তি ও সমৃদ্ধি বাস করে।

বাড়ির ভুল দিকে ঠাকুরঘর আনতে পারে দুর্ভাগ্য! জানুন কী বলছে বাস্তু

রাতরানী- একে চাঁদনীর ফুলও বলা হয়। বছরে ৫ থেকে ৬ বার এই ফুল ফোটে এবং প্রতিবার ৭ থেকে ১০ দিনের জন্য নিজের সুগন্ধ ছড়িয়ে থাকে। রাতরানি ফুলের সুগন্ধ পরিবেশ শান্তিময় করে তোলে। এর প্রভাবে দুঃখ-কষ্ট দূর হয়।

রজনীগন্ধা- এটি অন্যতম সুগন্ধী ফুল। বাড়িতে ফুলদানির মধ্যে রজনীগন্ধা রাখলে বা আঙিনায় রজনীগন্ধার গাছ লাগালে পরিবারের সদস্যদের জীবন থেকে অবসাদ দূর হয় এবং পারিবারিক বিবাদও মিটে যায়।

বেল ফুল- সংস্কৃতে একে মালতী বা মল্লিকাও বলা হয়। এর হাল্কা সুগন্ধে মন ও মেজাজ শান্ত হয়। কুষ্ঠ, মুখ ও চোখের রোগে সুফল প্রদান করে বেল ফুল।

জুই ফুল- অনেকেই নিজের বাগানে এই ফুল লাগিয়ে থাকেন। জুই ফুলের সুগন্ধে মন ও মস্তিষ্কের সমস্ত অবসাদ দূর হয় এবং পরিবেশ শুদ্ধ হয়।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং