অ্যাপশহর

ঘরের কোথায় সোনার গয়না রাখলে সুখ সমৃদ্ধি উপচে পড়বে? জানুন...

মনে করা হয় সোনায় স্বয়ং লক্ষ্মীর বাস। সোনা হল সমৃদ্ধির প্রতীক। তাই ঘরে কোথায় সোনা রাখবেন তা জেনে নেওয়া ভালেো। বাস্তু অনুসারে পূর্ব দিকে সম্পত্তি ও লকার রাখা অত্যন্ত শুভ। ঘরের পূর্ব দিক সোনার গয়না রাখার জন্য সবচেয়ে উপযুক্ত।

Lipi 27 Jan 2022, 4:42 pm
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে সঠিক দিকে দামী জিনিস রাখলে সুখৃ-সমৃদ্ধির আগমন ঘটে। এমনই একটি দামী বস্তু হল সোনার গহনা। সকলেই কোনও না-কোনও গহনা কিনে থাকেন, কিন্তু এই অলঙ্কার রাখারও যে একটি বাস্তু নির্ধারিত স্থান রয়েছে, তা জানেন না অনেকেই। উল্লেখ্য, বাস্তু শাস্ত্র মতে, কোনও বস্তু সঠিক স্থানে না-রাখলে তা বাস্তু দোষ উৎপন্ন করতে পারে। তাই গহনাও সঠিক দিকে রাখা উচিত। এর প্রভাবে বাড়িতে অর্থ বৃদ্ধি পায় এবং সুখ-সমৃদ্ধির আগমন ঘটতে থাকে। বাস্তু অনুযায়ী গহনা রাখার সঠিক দিক কোনটি, জেনে নিন—
EiSamay.Com gold jewellery1
সোনার গয়না


১. পূর্ব দিকে সম্পত্তি ও লকার রাখা অত্যন্ত শুভ। এর ফলে অলঙ্কার বা সামগ্রীতে বৃদ্ধি হয়।

২. দক্ষিণ দিক ভারী জিনিস রাখার জন্য শ্রেষ্ঠ স্থান। গহনা ভারী বস্তু হয়। তাই একে দক্ষিণ দিকে রাখা উচিত।

৩. উত্তর দিকে খোলে এমন আলমারিতে নগদ টাকা ও অলঙ্কার রাখলে, শুভ ফলাফল লাভ করা যায়। উত্তর দিকের কক্ষের দক্ষিণ দেওয়ালের সঙ্গে লাগিয়ে আলমারি রাখলে তার দরজা উত্তর দিকে খুলবে। এই আলমারিতে টাকা ও গহনা রাখলে তাতে বৃদ্ধি হয়।

৪. বাড়ির সিঁড়ির নীচে লকার রাখা শুভ নয়। আবার সিঁড়ি বা টয়লেটের সামনেও লকার রাখা অশুভ। যে ঘরে লকার রাখবেন, সেখানে অপ্রয়োজনীয় বস্তু বা মাকড়সার জাল থাকলে নেতিবাচক শক্তি উৎপন্ন হয়। তাই এখানে গহনা ও লকার রাখা উচিত নয়।

ভুল স্থানে গাড়ি রাখলে জীবনে আসবে সমস্যা, হতে পারে দুর্ঘটনা!
৫. বাড়ির আলমারি বা লকারে বসে থাকা লক্ষ্মীর ছবি লাগানো উচিত। এই ছবিতে লক্ষ্মীর দুদিকে দুটি হাতি যাতে সুঁড় উঠিয়ে থাকে, সে দিকে লক্ষ্য রাখবেন। এই স্থানে দামী গহনা রাখা শুভ এবং লক্ষ্মীর আশীর্বাদে অর্থ বৃদ্ধি হতে থাকে।

৬. যে কক্ষে গহনা বা লকার রাখবেন, সেই কক্ষের রঙ ক্রিম বা অফ হোয়াইট করলে ধন লাভ হবে এবং আর্থিক পরিস্থিতি উন্নত হতে থাকবে।

ঋণে জর্জরিত থাকলে বাস্তুর এই উপায় পেতে পারেন মুক্তি
৭. বাড়ির পশ্চিম দিকে দামী গহনা, ধন, সম্পত্তি ও অলঙ্কার রাখলে গৃহস্বামী অত্যন্ত কষ্টে অর্থ উপার্জন করে থাকেন। তাই এই স্থানে গহনা না-রাখাই ভালো।

৮. বাস্তু অনুযায়ী টাকার ওজন হাল্কা হওয়ায় এটি বাড়ির উত্তর দিকে রাখা উচিত।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং