অ্যাপশহর

বাস্তু বলছে, গরমে এই গাছগুলি রাখলে বাড়ি বিষমুক্ত হবে

ঘরের মধ্যে গাছ রাখতে ভুলবেন না। চতুর্দিকে যখন গাছ কেটে ফেলা হচ্ছে, তখন আপনার ঘরের এক কোণেই গড়ে উঠুক টুকরো সবুজ। আর ঘরের কোণে গাছ রাখার আগে জেনে নিন এই গরমে কোন গাছ বাস্তুমতে আপনার বাড়িকে আরও শুদ্ধ করে তুলবে।

EiSamay.Com 29 Apr 2017, 5:09 pm
কেদারবদ্রী পত্রী
EiSamay.Com auspicious vaastu plants to detox naturally this summers
বাস্তু বলছে, গরমে এই গাছগুলি রাখলে বাড়ি বিষমুক্ত হবে



ঘরের মধ্যে গাছ রাখতে ভুলবেন না। চতুর্দিকে যখন গাছ কেটে ফেলা হচ্ছে, তখন আপনার ঘরের এক কোণেই গড়ে উঠুক টুকরো সবুজ। আর ঘরের কোণে গাছ রাখার আগে জেনে নিন এই গরমে কোন গাছ বাস্তুমতে আপনার বাড়িকে আরও শুদ্ধ করে তুলবে।

পিস লিলি



লিলি ফুলের গাছে ঘরে রাখা অত্যন্ত শুভ। এর সাদা রঙের ফুল ঘরের সব নেগেটিভ এনার্জিকে দূর করে ঘরকে শান্ত করে তুলবে।

হলুদ গোলাপ



বাস্তুমতে সেরা রং হলুদ। ব্যালকনির একপাশে হলুদ গোলাপ গাছের সঙ্গে সকালের চা আর খবরের কাগজ হাতে আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠুক।

মানি প্ল্যান্ট



যে কোনও পাত্রেই বসানো যেতে পারে মানিপ্ল্যান্ট। মাটির টব, ওয়াইন বোতল, বাটি এমনকি গ্লাসেও বসাতে পারেন মানিপ্ল্যান্ট। বিশেষ কোনও পরিচর্যা ছাড়াই এই গাছ আপনার জীবনে শুভ প্রভাব বিস্তার করবে।

ডোয়ার্ফ জেড



ছোট্ট এই গাছ যেমন সুন্দর দেখতে, তেমনই বাস্তুমতে অত্যন্ত শুভ ফলদায়ী। এই গাছ ঘরে বা অফিস ডেস্কে রাখলে আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন।

তুলসী



হিন্দুমতে তুলসী গাছের উপকারিতা যাবতীয় প্রশ্নের ঊর্ধ্বে। ঘরের মধ্যে অবশ্যই রাখবেন তুলসী গাছ।

ক্যাকটাসে না



ক্যাকটাস দেখতে যতই স্টাইলিশ হোক, বাস্তুমতে এই গাছ ঘরে না রাখাই ভালো। এর কাঁটা ও রুক্ষতা আপনার জীবনকেও বিদ্ধ করতে পারে।

ঘরের উত্তর-পূর্ব দিক করে গাছ রাখুন। বাস্তুমতে এই দিকে গাছ রাখলে তা আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করবে। মানসিক চাপ কমিয়ে জীবনে শান্তি আনবে।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং