অ্যাপশহর

ঋণের জালে জর্জর? বৃষ্টির জলেই ঘটবে ঋণমুক্তি, সারবে অসুখও!

বর্ষা শুধু প্রকৃতিকে শুদ্ধ করে না। আমাদের চারপাশের অশুভ শক্তিকে ধুয়ে মুছে পরিষ্কার করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করে। বৃষ্টির জল নানা ভাবে আমাদের জীবনের নানা সমস্যা থেকে মুক্তি দিতে পারে। জেনে নিন কী ভাবে।

Lipi 21 Apr 2021, 1:24 pm

হাইলাইটস

  • প্রচলিত মতামত অনুযায়ী, আর্থিক অনটনে দিন কাটালে মাটির কলসিতে বৃষ্টির জল ভরে ঈশান কোণে বা উত্তর দিকে রেখে দিন।
  • এই উপায়ে আর্থিক অনটন দূর হবে।
EiSamay.Com rain
বৃষ্টির জল
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: অধিকাংশ সময় মাথা থেকে ঋণের বোঝা নামানো কঠিন হয়ে পড়ে। বহু চেষ্টা সত্ত্বেও ঋণ মুক্ত হতে পারেন না অনেকে। আবার সর্বস্ব লুটিয়ে ঋণ মুক্তির ঘটনাও চোখে পড়ে। শাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে বলা রয়েছে, যার সাহায্যে ঋণ মুক্তি সম্ভব হতে পারে। শুধু তাই নয় সুখ, শান্তি ও ধন সম্পত্তি লাভের পথও প্রশস্ত হতে পারে। বৃষ্টির জলের নানা উপায়ের মাধ্যমে এ সবই সম্ভব হতে পারে। বর্ষা শুধু মনকেই প্রসন্ন করে না, বরং এর কিছু উপায় নানা সমস্যা দূর করতে পারে।

ঋণ শোধের উপায়
ঋণ শোধ করতে না পারলে একটি বালতিতে বৃষ্টির জল জমা করে নিন। স্নানের সময় সেখান থেকে সামান্য জল নিয়ে তাতে দুধ মিশিয়ে দিন। তার পর দুধ মিশ্রিত বৃষ্টির জলকে স্নানের জলে মিশিয়ে স্নান করুন। এর ফলে ঋণ মুক্তি ঘটার পথ প্রশস্ত হবে।

ব্যবসায় লোকসান ও পারিবারিক কলহ কাটিয়ে ওঠার জন্য

ব্যবসায় লোকসান হলে পিতলের বাসনে বৃষ্টির জল একত্রিত করে সেই জল দিয়ে একাদশীর দিনে লক্ষ্মী ও বিষ্ণুর অভিষেক করুন। এর ফলে ব্যবসায়িক লোকসান কমবে এবং আয় বাড়বে। তামার পাত্রে বৃষ্টির জল একত্রিত করে একাদশীর দিনে লক্ষ্মী ও বিষ্ণুর অভিষেক করলে ব্যবসা, চাকরি ও কেরিয়ারের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ও সাফল্য লাভ সম্ভব হয়। অন্যদিকে এই পদ্ধতিতে পারিবারিক কলহ সমাপ্ত হয় এবং আনন্দের আগমন ঘটে। এমনকি পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য দূর হতে পারে।

আর্থিক অনটন দূর করতে

প্রচলিত মতামত অনুযায়ী, আর্থিক অনটনে দিন কাটালে মাটির কলসিতে বৃষ্টির জল ভরে ঈশান কোণে বা উত্তর দিকে রেখে দিন। এই উপায়ে আর্থিক অনটন দূর হবে।

লক্ষ্মীকে সন্তুষ্ট করতে

লক্ষ্মীকে সন্তুষ্ট করে আর্থিক অভাব দূর করার জন্য একটি বাটিতে বৃষ্টির জল ভরে ছাদে রেখে দিন। সেই জলে ভালো ভাবে রোদ লেগে গেলে ইষ্টদেবতার নাম নিয়ে আম পাতায় ছেটান। এর ফলে লক্ষ্মী সন্তুষ্ট হন ও তাঁর আশীর্বাদ লাভ করা যায়।

বিবাহে বাধা দূরের উপায়

বহু প্রচেষ্টা সত্ত্বেও যদি বিয়ে পাকা না-হলে অথবা বিবাহে সমস্যা উৎপন্ন হলে বৃষ্টির জল একত্রিত করে তা দিয়ে প্রতি বুধবার গণেশের অভিষেক করুন। অভিষেক করা জলের কয়েক ফোটা পান করলে শীঘ্র বিবাহের যোগ সৃষ্টি হয়।

রোগ মুক্তির জন্য


চিকিৎসা, ওষুধ পত্র খাওয়া সত্ত্বেও, রোগমুক্তিতে বিলম্ব হয় অথবা নানা শারীরিক সমস্যা থেকে যায়। সে ক্ষেত্রেও বৃষ্টির জল স্বস্তি দিতে পারে। রোগগ্রস্ত থাকলে বৃষ্টির জল একত্রিত করে মহামৃত্যুঞ্জয় জপ করতে করতে শিবের জলাভিষেক করুন। রোগগ্রস্ত ব্যক্তির সামনে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সুফল লাভ করা যায়।

অশুভ শক্তি দূর করতে

বাড়িতে কোনও অশুভ শক্তির উপস্থিতির কারণে নানা সমস্যার সম্মুখীন হলেও বৃষ্টির জলের সহজ উপায়ে তা থেকে মুক্তি পেতে পারেন। একটি পাত্রে বৃষ্টির জল একত্রিত করে বজরংবলীর সামনে রেখে দিন। এক মাসে প্রতিদিন ৫১ হনুমান চালিসা পাঠ করুন। তার পর বাড়ির সমস্ত ঘরে সেই জল ছিটিয়ে দিন। এর ফলে অশুভ শক্তির প্রভাব খর্ব করা যাবে।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

ট্রেন্ডিং