অ্যাপশহর

স্নান সেরেই সিঁথিতে সিঁদুর লাগান? বাস্তু বলছে নিজের মারাত্মক ক্ষতি করছেন আপনি

Sindoor হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। বিবাহিত হিন্দু মহিলারা স্বামীর মঙ্গল কামনা করে সিঁথিতে সিঁদুর লাগান। কিন্তু স্নানের ঠিক পরেই সিঁদুর না পরাই ভালো। এমনটাই জানাচ্ছে বাস্তু। এর ফলে আপনার ঘরে নেগেটিভ এনার্জি তৈরি হবে। এখানে আমাদের প্রতিদিনের জীবনের এরকম পাঁচটি ভুল নিয়ে আলোচনা করা হল, যেগুলি বাস্তু মতে মোটেও শুভ নয়।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 25 May 2022, 11:05 am
Applying Sindoor হিন্দুধর্ম অনুসারে খুবই গুরুত্বপূর্ণ। বিবাহিত হিন্দু মহিলারা সিঁথিতে সিঁদুর লাগিয়ে থাকেন। স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর লাগানো হয় বলে ধর্মীয় বিশ্বাস। সাধারণত স্নান সেরে উঠেই সিঁথিতে সিঁদুর লাগানোর প্রথা প্রচলিত আছে। কিন্তু এর ফলে কি উপকারের বদলে আসলে সর্বনাশ হচ্ছে? জেনে নিন এই বিষয়ে বাস্তু কী বলছে।
EiSamay.Com Applying Sindoor
Sindoor Vastu Tips: সিঁদুর লাগানোর বাস্তু টিপস


বাস্তুশাস্ত্র অনুসারে কয়েকটি নিয়ম মেনে চললে জীবন থেকে অশুভ প্রভাব দূরে সরানো সম্ভব। বাস্তু অনুযায়ী সব কাজ সঠিক ভাবে করতে পারলে আপনার জীবন থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে গিয়ে পজিটিভ এনার্জির আগমন ঘটবে। আর এর ফলে সহজেই সাফল্যের (Success In Life) সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে পড়বেন আপনি। তবে বাস্তুমতে একটা ছোট ভুলও আপনাকে সাফল্যের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। এখন আমরা আলোচনা করব ৫টি বাস্তু ভুল (Vastu Mistakes) নিয়ে, যেগুলি অজ্ঞাতেই আমরা প্রতিদিনের জীবনে করে চলেছি।

ওজন কম করতে চান? ফেংশুই-এর এই নিয়মগুলি মেনে চলুন
* অনেক সময় জামা কাপড় ধোওয়ার পর আমরা বালতিতে অবশিষ্ট জল রেখে দিই। বাস্তু বলছে এটা অত্যন্ত অশুভ। বালতিতে কখনোই নোংরা জল জমিয়ে রাখবেন না। এর ফলে আপনার ঘরে নেগেটিভ এনার্জি বাড়বে। অশুভ শক্তির প্রভাবে সংসারে দুঃখ ও অশান্তি মাথা চাড়া দেবে।

* স্নানের পর কোনও ধারালো বস্তু ব্যবহার করবেন না। বাস্তু অনুসারে স্নানের পর নেইল কাটার, ব্লেড বা রেজর ব্যবহার করা উচিত নয়। এগুলির কাজ শেষ করে তবেই স্নানে যান।

দাম্পত্য জীবনে প্রেম বাড়াতে চান? বাড়িতে এই জিনিসগুলো অবশ্যই রাখুন
* স্নানের পর বা চুল ধুয়ে এসে তখনই সিঁথিতে সিঁগুর লাগাবেন না বিবাহিত মহিলারা। অন্য কোনও কাজ সেরে কিছুক্ষণ পর তবেই সিঁদুর পরুন। না হলে মহিলাদের উপর অশুভ প্রভাব পড়তে পারে। তাঁদের মনে খারাপ চিন্তার উদয় হবে। সংসার থেকে সুখ ও শান্তি দূরে সরে যাবে। পারিবারিক কলহ মাথা চাড়া দিয়ে উঠবে।

মনের মানুষকে জীবনে আনতে এই ফুলগুলি সঙ্গে রাখুন, বলছে বাস্তুশাস্ত্র
* বাথরুমে কখনোও খালি বালতি রাখবেন না। বালতিতে সব সময় পরিষ্কার জল ভরে রাখুন। কোনও কারণে বালতিতে পরিষ্কার জল ভরে রাখতে না পারলে বালতিটি উলটে রাখুন। না হলে আর্থিক ক্ষতি হতে পারে।

* স্নানের পর বাথরুমের মেঝে নোংরা রেখে বেরিয়ে আসবেন না। স্নানের পর একটা শুকনো কাপড়ে দিয়ে বাথরুমের মেঝে মুছে ফেলুন। বাথরুমের সব জিনিস ঠিক জায়গায় রাখুন। নোংরা বাথরুম আপনার জীবনে বড় ক্ষতি করতে পারে।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং