অ্যাপশহর

Maa Lakshmi: দুর্লভ শুভ যোগ আজ! এই মন্ত্রে মিলবে দারুণ লাভ, খুশি হবেন লক্ষ্মী

Lakshmi Devi খুশি করতে আমরা সবাই চাই। কারণ সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী প্রীত হলে আমাদের আর্থিক সংকট থাকে না। ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার লক্ষ্মীপুজো করার জন্য একটি অত্যন্ত শুভ যোগ পড়েছে। এদিব সকালে বা সন্ধেয় লক্ষ্মী পুজো করা খুবই শুভ। জেনে নিন কোন মন্ত্র পাঠ করে আজ লক্ষ্মীর পুজো করবেন।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 2 Sep 2022, 10:08 am
Lakshmi Devi খুশি হলে আমাদের জীবনে সম্পদ ও সমৃদ্ধি উপচে পড়ে। আর তিনি রুষ্ট হয়ে বিদায় নিলে সেই পরিবারে দুঃখ দুর্দশা চরম আকার নেয় বলে মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার, অর্থাত্‍ আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ এক দুর্লভ শুভ যোগ পড়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এদিন লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলে আপনার ঘর সুখ, শান্তি ও বৈভবে ভরে উঠবে। জেনে নিন আজ দেবী খুশি করতে আপনাকে কী করতে হবে।
EiSamay.Com Lakshmi1
Goddess Lakshmi: লক্ষ্মীকে খুশি করার মন্ত্র


আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন। বেলা ১টা ৫৩ মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকবে। তারপর সপ্তমী শুরু হবে। সেই কারণে আজ সকাল ও সন্ধে, দুই বেলাই লক্ষ্মীপুজো করার জন্য উপযুক্ত। বিশেষ করে ভাদ্রমাসের লক্ষ্মীপুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। ভাদ্র মাসে ভক্তিভরে লক্ষ্মী পুজো করলে অর্থের সংকট কেটে যায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে বলে মনে করা হয়।

২ সেপ্টেম্বর, মাসের প্রথম শুক্রবারে লক্ষ্মীপুজো করার জন্য আরও বিশেষ যোগ তৈরি হয়েছে। বর্তমানে অনেকগুলি গুরুত্বপূর্ণ গ্রহ তাদের স্ব-রাশিতে অবস্থান করছে। যেমন সূর্য রয়েছেন তাঁর নিজের রাশি সিংহে, শনি দেব আছেন তাঁর স্ব-রাশি মকরে, দেবগুরু বৃহস্পতি রয়েছেন মীন রাশিতে, মীনের অধিপতি বৃহস্পতি নিজেই। কন্যা রাশিতে রয়েছেন তার গ্রহাধিপতি বুধ। এতগুলি গুরুত্বপূর্ণ গ্রহ তাঁদের নিজেদের রাশিতে থাকায় অত্যন্ত দুর্লভ ও শুভ যোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ, মা লক্ষ্মীর কৃপা থাকবে কোন কোন রাশিতে?

আজ এই মন্ত্র উচ্চারণ করে লক্ষ্মীর পুজো করলে তিনি প্রসন্ন হবেন।

'ওম শ্রী কিম মহা লক্ষ্মী মহা লক্ষ্মী এহিয়েহি সর্বা সৌভাগ্যম দেহি মে স্বহা।'

একে লক্ষ্মী দেবীর মহামন্ত্র বলা হয়। এটি পাঠ করা খুবই শুভ ও কার্যকরী। শুক্রবার তিল তেলে প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র ১০৮ বার উচ্চারণ করলে সম্পদ ও সৌভাগ্য লাভ হয় বলে প্রচলিত বিশ্বাস। আর ঋণের হাত থেকে মুক্তি পেতে শুক্রবার লক্ষ্মীদেবীর এই মন্ত্র জপ করুন।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং