অ্যাপশহর

Ganesh Chaturthi 2022: এই ৭ মন্ত্র জপ করলেই সব মুশকিল আসান করবেন বিঘ্নহর্তা

Ganesh Chaturthi: সামনেই গণেশ চতুর্থী, বিঘ্নহর্তাকে খুশি করার সুযোগ হাতছাড়া করবেন না কেউই। ৩১ অগাস্ট গণেশ চতুর্থী। দশ দিনের এই গণেশ উৎসবে নিয়ম মেনে বিঘ্নহর্তার পুজো করা হয়। শাস্ত্র মতে এ দিন গণেশের বিশেষ কিছু মন্ত্র জপ করলে অর্থাভাবের পাশাপাশি নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায। কোন কোন মন্ত্র জপ করবেন? জেনে নিন।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 25 Aug 2022, 3:35 pm
Ganesh Mantra: হিন্দু ধর্মে প্রতিটি বারের অধিপতি দেবী-দেবতার উল্লেখ পাওয়া যায়। তেমনই বুধবারের অধিপতি দেবতা হলেন গণেশ। শাস্ত্র মতে বুধবার গণেশের পুজো করা শুভ। চলতি বছর ৩১ অগাস্ট গণেশ চতুর্থী। এই দিনটি বুধবার। অতএব গণপতির প্রিয় দিনে গণেশ চতুর্থী হওয়ায় এই দিনটির মাহাত্ম্য বহুগুণ বেড়ে গিয়েছে। ৩১ অগাস্ট থেকে ১০ দিন গণেশ উৎসব পালিত হবে। অনন্ত চতুর্দশীর দিনে গণপতি বিসর্জন হয়। অনেকে এক দিন বা তিন দিনের গণেশ পুজোও করে থাকেন। এ সময় গণেশকে প্রসন্ন করার জন্য বেশ কিছু মন্ত্র জপ করতে পারেন। এর ফলে গণেশ খুশি হবেন এবং ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর করবেন। গণেশের কোন মন্ত্র জপ করলে কী সুফল পাওয়া যায় জেনে নিন।
EiSamay.Com Lord Ganesh
Vignaharta: ওম গং গণপতয়ে নমঃ মন্ত্র জপ করলে ব্যক্তির জীবনের সমস্ত সমস্যা দূর হয়।


১. ওম গং গণপতয়ে নমঃ

কোনও ব্যক্তির জীবন বিভিন্ন সমস্যায় জড়িয়ে থাকলে এবং তা থেকে মুক্তি পেতে হলে এই মন্ত্র জপ করুন। গণেশের এই চমৎকারী মন্ত্র জপ করলে জীবনের সমস বাধা ও সমস্যা দূর হয়। ওম গং গণপতয়ে নমঃ মন্ত্র জপ করলে ভক্তরা শুভ ফল পাবেন।
Ganesh Chaturthi 2022: সামনেই গণেশ চতুর্থী, গণপতিকে প্রতিষ্ঠা করার সহজ উপায় ও মন্ত্র জেনে নিন
২. গণপুজ্যো বক্রতুণ্ড একন্দষ্ট্রী ত্রিয়ম্বকঃ।
নীলগ্রীবো লম্বোদরো বিকটো বিঘ্ররাজকঃ।।
ধূম্রবর্ণো ভালচন্দ্রৌ দশমস্তু বিনায়কঃ।
গণপর্তিহস্তিমুখো দ্বাদশারে যজেদ্মণম্।।

যে জাতকের কোষ্ঠীতে গ্রহ দোষ থাকে, তাঁরা প্রতি বুধবার ১১ বার উপরোক্ত মন্ত্র জপ করলে সুফল পাবেন। এই মন্ত্রে গণেশের দ্বাদশ নাম জপ করা হয়। মনে করা হয় কোনও মন্দিরে গণেশের মূর্তির সামনে বসে এই মন্ত্র জপ করলে শুভ ফল লাভ করা যায়।


৩. বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ।
নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা।।

এই মন্ত্রটি গণেশক প্রসন্ন করার সর্বাধিক সহজ মন্ত্র। আবার যত সহজ ও সরল ততই প্রভাবশালী এই মন্ত্র। কোনও কাজ শুরু করার আগে এই মন্ত্র জপ করলে সমস্ত বাধা দূর হয় ও সেই কাজ সম্পূর্ণ হয়।

Ganesh Chaturthi 2022: ইঁদুরকেই কেন নিজের বাহন করলেন গণেশ? জেনে নিন সেই কাহিনি
৪. ওম নমো গণপতয়ে কুবের যেকদ্রিকো ফট্ স্বাহা।।

আর্থিক সমস্যায় জর্জরিত বা ঋণের চাপে থাকলে এই মন্ত্র জপ করা লাভজনক। নিয়মিত এই মন্ত্র জপ করলে ব্যক্তি ঋণমুক্ত হতে পারে। গণেশের পুজোর পর এই মন্ত্র জপ করলে আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন জাতকরা। পাশাপাশি আয়ের নতুন উৎস উন্মুক্ত হতে শুরু করবে।

৫. ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো বুদ্ধি প্রচোদয়াত।।

এটি অত্যন্ত প্রভাবশালী মন্ত্র। প্রতিদিন এই গণেশ গায়ত্রী মন্ত্র জপ করলে বিঘ্নহর্তা ব্যক্তির সমস্ত কষ্ট দূর করেন। নিয়মিত ১১ দিন এই মন্ত্র জপ করলে ব্যক্তির অতীত কর্মের পাপ দূর হয়।

Ganesh Chaturthi 2022: এ বছর শুভ যোগে গণেশ চতুর্থী, জেনে নিন তারিখ ও সময়
৬. ওম গ্লৌম গৌরী পুত্র, বক্রতুণ্ড, গণপতি গুরু গণেশ।।
গ্লৌম গণপতি ঋদ্ধি পতি, সিদ্ধি পতি। দূর কর ক্লেশ।।

মনে করা হয় প্রতিদিন ১০৮ বার এই মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত দুঃখ দূর হয়। সকাল বেলা মহাদেব, পার্বতী ও গণেশের পুজোর পর এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্রোচ্চারণের সময় ব্যক্তিকে সাত্বিক থাকতে হবে।

৭. ওম শ্রীং গং সৌভ্যায় গণপতয়ে বর বরদ সর্বজনং মে বশমানয় স্বাহা।।

শাস্ত্র মতে এই মন্ত্র জপ করলে আর্থিক সমৃদ্ধি হয় ও রোজগার লাভ করা যায়।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং