অ্যাপশহর

কপালে টিপ পরতে ভালোবাসেন? নিজের কী ক্ষতি করছেন জানেন?!

ভারতীয় মহিলাদের সাজের অন্যতম অঙ্গ কপালের টিপ। শাড়ি বা সালওয়ারের মতো ভারতীয় পোশাকের সঙ্গে কপালে একটা টিপ না পরলে যেন সাজটাই অসম্পূর্ণ থেকে যায়।

কেদারবদ্রী পত্রী | EiSamay.Com 27 Oct 2018, 3:48 pm
ভারতীয় মহিলাদের সাজের অন্যতম অঙ্গ কপালের টিপ। শাড়ি বা সালওয়ারের মতো ভারতীয় পোশাকের সঙ্গে কপালে একটা টিপ না পরলে যেন সাজটাই অসম্পূর্ণ থেকে যায়। এমনকি পশ্চিমী মহিলাদের মধ্যেও আজকার ভারতীয়দের মতো টিপ পরার প্রবণতা চালু হয়েছে। কিন্তু কপালে টিপ পরার অভ্যেস আপনার বড় বিপদ ডেকে আনতে পারে।
EiSamay.Com bindi
টিপ পরার সমস্যা


ভারতীয় সংস্কৃতির অন্যতম অঙ্গ তিলক বা বিন্দি। বিন্দি কথাটি এসেছে সংস্কৃত শব্দ 'বিন্দু' থেকে। ভারতীয় ষোলা শৃঙ্গারের অন্যতম অঙ্গ বিন্দি, যা দেশীয় সংস্কৃতিতে পবিত্র হিসেবে গণ্য করা হয়। মানুষের শরীরে যেখানে তৃতীয় চক্ষু থাকে বলে হিন্দুধর্ম বিশ্বাস, কপালের ঠিক সেই পয়েন্টে টিপ পরার প্রথা প্রচলিত। তিলক বা বিন্দির ফলে তৃতীয় চক্ষু উন্মোচিত হয় এবং শুভ শক্তির বিকাশ ঘটে বলে বিশ্বাস।

দুই ভুরুর মাঝখানে এই টিপ আগেকার দিনে হলুদ গুড়ো, চন্দন, সিঁদুর বা ভষ্ম দিয়ে পরা হত। এর ফলে তৃতীয় চক্ষু জাগরিত হয়ে সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয় বলে বিশ্বাস। কসমিক এনার্জিকে জাগাতে এই তৃতীয় চক্ষুস্থল সবসময় খোলা ও সবরকম বাধা থেকে দূরে রাখা জরুরি। কিন্তু এখনকার দিনে বেশিরভাগ মহিলা কপালে আঠা লাগানো টিপ পরেন। এই টিপ তৃতীয় চক্ষুকে জাগানোর বদলে তাকে ঢাকা দিয়ে রাখে।

এর ফলে কসমিক শক্তি জাগতে পারে না এবং মানুষের মধ্যে যে অসীম ক্ষমতা রয়েছে তাও অনুভূত হয় না। তাই হিন্দু শাস্ত্র অনুযায়ী, এই টিপ কোনও উপকার তো করেই না, উলটে তৃতীয় চক্ষুকে আড়াল করে আমাদের অন্তর্নিহিত শক্তিকে সুপ্ত অবস্থায় রাখে।
লেখকের সম্পর্কে জানুন
কেদারবদ্রী পত্রী

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং