অ্যাপশহর

কে অপরাধী, কে নয়? বোঝা সম্ভব হাতের রেখা দেখেই!

হস্তরখাশাস্ত্র অনুসারে আমাদের হাতের রেখা দেখে আমাদের সম্পর্কে অনেক কিছু জানা যায়। জাতক মানুষ হিসেবে ঠিক কেমন তাও জানা যায় হাতের বিভিন্ন রেখা দেখেই। জেনে নিন কোনও ব্যক্তির অপরাধপ্রবণতা আছে কিনা, তা হাতের রেখা দেখে কী ভাবে বুঝবেন।

EiSamay.Com 27 Sep 2021, 3:32 pm
EiSamay.Com Criminal
অপরাধপ্রবণতা
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: হাতের রেখা দেখেই জানা যাবে ব্যক্তি অপরাধী কী না, কোন বয়সে, কোন অপরাধ করবে তা-ও ধরা পড়বে এখানে

হস্তরেখা শাস্ত্রে হস্তরেখা বিজ্ঞানের উল্লেখ পাওয়া যায়। হাতের নানান রেখা দেখে, ব্যক্তি নিজের ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সম্পর্কে জানতে পারে। হস্তরেখা শাস্ত্রের সাহায্যে ব্যক্তি ভবিষ্যতের নানান সমস্যা সম্পর্কে জ্ঞান লাভ এবং তার সমাধানের উপায়ও করতে পারে।

হাতের সূর্য রেখা, চন্দ্র রেখা, জীবন রেখা বা হৃদয় রেখার নিজস্ব পৃথক পৃথক গুরুত্ব রয়েছে। হাতের রেখা ব্যক্তি ধনী বা দরিদ্র জীবনের ইঙ্গিত দিয়ে থাকে। আবার হাতে এমন কিছু রেখা আছে, যা ব্যক্তির অপরাধী, অবসাদ ও আত্মহত্যার প্রবৃত্তির বিষয় ইঙ্গিত দেয়। এখানে জেনে নিন, হাতের কোন রেখা দেখে কী ভাবে বুঝবেন ব্যক্তি অপরাধী এবং কবে তাঁরা কোনও অপরাধ সংগঠিত করবে।

এই পদ্ধতিতে জানুন

হস্তরেখা শাস্ত্র অনুযায়ী, দুই হাতের তালুর ত্বক অমসৃণ, আঙুলের অগ্রভাগ তীক্ষ্ণ এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ চ্যাপ্টা, আবার মস্তিষ্ক রেখা হাতের তালুর মাঝ বরাবর নিচু হতে থাকে বা ওপরের দিকে উঠতে থাকা হৃদয় রেখার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে, তা হলে বুঝতে হবে মানসিক দিক দিয়ে বিক্ষিপ্ত অপরাধীর হাত এটি। এমন ব্যক্তি সময়ের সঙ্গে সঙ্গে উগ্র হবে। এই পরিস্থিতিতে সেই ব্যক্তির হাতের শনি ও মঙ্গল পর্বতের সঠিক বিচার অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সেই ব্যক্তি কবে কোনও অপরাধ করবে, তা-ও জানা যাবে হাতের রেখা দেখে।

হাতে এই চিহ্ন আছে? বয়স ৪০ পেরোলেই হবে বিপুল অর্থলাভ!
কোন বছরে অপরাধ সংগঠিত হবে

মস্তিষ্ক রেখা বা সেখান থেকে বেরিয়ে কোনও রেখা সূর্য পর্বতের নীচে এসে হৃদয় রেখার সঙ্গে মিশে যায়, তা হলে ২৫ বছর বয়সে অপরাধ সংগঠিত করবে সেই ব্যক্তি। আবার মস্তিষ্ক রেখা সূর্য ও শনি পর্বতের মাঝখানে এসে হৃদয় রেখার সঙ্গে মিশে যায় তা-হলে ৩০ বছর বয়সে অপরাধ করবে সেই জাতক। এ ছাড়াও মঙ্গল, শনি ও চন্দ্র পর্বতে কাটা চিহ্ন, জাল বা কালো ছোপ থাকলে, সেই জাতকের মধ্যে অপরাধ করার প্রবৃত্তি থাকে।


কেমন অপরাধ সংগঠিত করতে পারে এই জাতক

জাতক কোন ধরনের অপরাধে লিপ্ত হবে, তা-ও হস্তরেখা শাস্ত্র দেখে জানা যায়। মনোবৃত্তির সঙ্গে অপরাধের সরাসরি সম্পর্ক রয়েছে। মনের কারক গ্রহ চন্দ্র। তাই হাত গণনার সময় চন্দ্র পর্বত ও মস্তিষ্ক রেখার অধ্যয়ন করা জরুরি। নীচের দিকে অত্যধিক ঝুঁকে থাকা মস্তিষ্ক রেখা অবসাদ ও আত্মহত্যার প্রবৃত্তিকে বাড়ায়। কিছু কিছু ক্ষেত্রে অপরাধ সংগঠিত হওয়ার আগে মঙ্গল, শনি ও চন্দ্রের ক্ষেত্রে বিশেষ কালো বা বাদামী রঙের দাগ বা আকৃতি লক্ষ্য করা গিয়েছে। এর অধ্যয়ন বিশেষ জরুরি। কারণ তা জানতে পারলে, অপরাধ সংগঠিত হওয়া থেকে আটকানোর জন্য উপায় করা যেতে পারে।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং