অ্যাপশহর

আপোস করেন না, মাথা নত করেন না ৩ মূলাঙ্কের জাতকরা

নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব অনুসারে জাতকদের মূলাংক এক থেকে নয়ের মধ্যে হয়ে থাকে। বিভিন্ন মূলাংকের জাতকদের প্রকৃতি ও চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হয়। জেনে নিন ৩ মূলাংকের জাতকরা মানুষ হিসেবে ঠিক কেমন।

Lipi 5 Nov 2021, 1:41 pm
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: সংখ্যা জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির জন্মতারিখের যোগফল থেকে তাঁদের মূলাঙ্ক পাওয়া যায়। এই মূলাঙ্ক বিচার করে ব্যক্তির স্বভাব ও ভবিষ্যৎ জীবনের নানান ঘটনা সম্পর্কেও ধারণা করা যায়। সংখ্যা জ্যোতিষে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক থাকে এবং প্রত্যেক মূলাঙ্কের নিজস্ব বৈশিষ্ট্যও রয়েছে। এমনই একটি মূলাঙ্ক হল ৩। সংখ্যা জ্যোতিষ অনুযায়ী, যে কোনও মাসের ৩, ১২, ২১, ৩০ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক ৩।
EiSamay.Com Number 3
সংখ্যাতত্ত্বের টিপস


অধিপতি গ্রহ

গ্রহ ও দেবতাদের গুরু বৃহস্পতি ৩ মূলাঙ্কের অধিপতি গ্রহ। এই মূলাঙ্কের জাতকদের ওপর সর্বদা বৃহস্পতির আশীর্বাদ থাকে। বৃহস্পতির মতোই বুদ্ধিমান হন মূলাঙ্ক ৩-এর জাতকরা।

স্বভাব

এই মূলাঙ্কের জাতকরা উন্মুক্তমনা। স্বাধীন ভাবে জীবনযাপন করতে ভালোবাসেন এঁরা। অযথা কারও হস্তক্ষেপ পছন্দ করে না। সাহসী, অকুতোভয় ও বুদ্ধিমান হন এই জাতকরা। কোনও কাজ হাতে নিলে, তা পূর্ণ করে ছাড়েন। সহজে কারও সামনে মাথা নোয়ান না, আবার কারও সাহায্যও নেন না। নিজের কাজ নিজে করতে ভালোবাসেন এই মূলাঙ্কের জাতকরা। বয়োজ্যেষ্ঠদের সম্মান করে থাকেন। কোমল হৃদয়ের হওয়ায় কাউকে কষ্ট দিতে চান না এঁরা।

পছন্দ ও অপছন্দ

৩ মূলাঙ্কের জাতকরা ইতিবাচক চিন্তাভাবনা পোষণ করেন। অন্যের সাহায্য করতে ভালোবাসেন এঁরা। এর পাশাপাশি আপনজনদের সঙ্গে একাত্ম হয়ে থাকেন এঁরা। এমনকি তাঁদের জন্য যে কোনও পর্যায় যেতে পারেন। ঘোড়ার সওয়ারি ও তিরন্দাজি শখ রাখেন এই মূলাঙ্কের জাতকরা। এমনকি এই ক্ষেত্রে সাফল্যও লাভ করেন এঁরা। পড়াশোনায়ও বিশেষ রুচি থাকে ৩ মূলাঙ্কের জাতকদের।

অন্য দিকে প্রয়োজনাতিরিক্ত অর্থ ব্যয করা একদম পছন্দ করেন না এঁরা। এমনকি আড়ম্বরও ভালোবাসেন না। নিজের জীবনে কারও দখলদারি বরদাস্ত করবেন না ৩ মূলাঙ্কের জাতকরা। আবার সহজে আপোস করতেও নারাজ এঁরা।

সবচেয়ে ভাগ্যশালী নম্বর ৭, সবার থেকে আলাদা হন ৭ মূলাঙ্কের জাতকরা!
আর্থিক পরিস্থিতি

জীবনের প্রথম পর্যায় অর্থাভাবে দিন কাটান এই জাতকরা। তবে পরবর্তী কালে এঁদের আর্থিক পরিস্থিতি উন্নত হয়। অর্থের বিষয় অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে থাকেন এঁরা। তবে তাড়াহুড়োয় কাজ করার জন্য একাধিক বার ভুল পথে হাঁটেন, যা পরবর্তীকালে সমস্যার কারণ হয়ে দাড়ায়। লাভ না-থাকলে কোনও কাজই করবেন না এই জাতকরা। অর্থকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন এঁরা।

শুভ রঙ

হলুদ, বেগুনী, নীল, লাল, গোলাপী।

প্রেমের বিয়ে না দেখাশোনা করে? মূলাঙ্ক বিচার করে জেনে নিন
শুভ দিন

বৃহস্পতিবার এই মূলাঙ্কের জাতকদের জন্য সর্বাধিক শুভ। তবে মঙ্গলবার বা শুক্রবার নতুন কাজ শুরু করলেও ভালো সাফল্য লাভ করবেন।

শুভ তারিখ

৩, ৬ ও ৯।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং