অ্যাপশহর

আপনার নাম কি এই অক্ষর দিয়ে শুরু? তা হলে নবাবের মতো জীবনযাপনের যোগ রয়েছে ভাগ্যে

সংখ্যা জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির নামের আদ্যক্ষর তাঁদের ভূত-ভবিষ্যৎ ও বর্তমান সমস্ত কিছুই বলে দিতে পারে। এই শাস্ত্রে এমন কয়েকটি অক্ষরের উল্লেখ করা হয়েছে, যা দিয়ে নাম শুর হলে সেই জাতক ধনী হন। এঁদের জীবনে পরিশ্রম করতে হলেও, অর্থ ভাগ্য খুবই ভালো। আবার কেউ কেউ তো ছোটবেলা থেকেই কোটিপতি হন।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 15 Jun 2022, 10:00 am
Numerology বা সংখ্যা জ্যোতিষ আসলে বৈদিস জ্যোতিষ শাস্ত্রের আর একটি শাখা। যার মাধ্যমে ব্যক্তির স্বভাব ও ভবিষ্যৎ গণনা করা যায়। সংখ্যা জ্যোতিষের মাধ্যমে ব্যক্তির জন্ম তারিখ বিচার করে তাঁদের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। তবে শুধু জন্মতারিখই নয়, বরং ব্যক্তির নামেকর আদ্যক্ষরও তাঁদের সম্পর্কে অনেক কিছু জানিয়ে থাকে। আসলে প্রতিটি অক্ষরের নিজস্ব একটি সংখ্যা মূল্য থাকে। অতএব নামের আদ্যক্ষরও আমাদের জীবনের নানান ক্ষেত্রকে সহজেই প্রভাবিত করতে পারে।
EiSamay.Com name starting with these letters happen to be rich and they live life king size
আপনার নাম কি এই অক্ষর দিয়ে শুরু? তা হলে নবাবের মতো জীবনযাপনের যোগ রয়েছে ভাগ্যে


নাম জ্যোতিষ

সংখ্যা জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির ব্যক্তিত্ব, কার্যশৈলী ইত্যাদি তাঁদের নামের প্রথম অক্ষর বিচার করে জানা যেতে পারে। এখানে এমন কয়েকটি অক্ষর সম্পর্কে জানানো হল, যা দিয়ে কোনও জাতকের নাম শুরু হলে তাঁরা রাজার মতো জীবনযাপন করে থাকেন। ছোটবেলা থেকেই ধনী হন এই জাতকরা। সংখ্যা জ্যোতিষ অনুযায়ী এই জাতকদের জীবনে কখনও অর্থাভাব হয় না। কোন কোন অক্ষর এই তালিকায় স্থান করেছে জেনে নিন।

A অক্ষর দিয়ে নাম শুরু হলে

জ্যোতিষ মতে, এই অক্ষর দিয়ে যে জাতকদের নাম শুরু হয়, তাঁরা সৎ ও পরিশ্রমী হয়ে থাকেন। এই জাতকরা কোনও কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেললে, তা পূর্ণ করেই শান্ত হন। আবার যতক্ষণ কোনও কাজে সাফল্য পাচ্ছেন না, ততক্ষণ হাল ছাড়েন না এঁরা। জ্যোতিষ মতে, এই জাতকদের ওপর লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে। এ কারণে ধন-দৌলতের কখনও কোনও অভাব হয় না এই জাতকদের। বিলাসবহুল জীবন-যাপন করেন এঁরা।

আরও পড়ুন: এই অক্ষরগুলি দিয়ে নাম শুরু যে পুরুষদের, জীবনসঙ্গী হিসেবে তাঁরাই সেরা!

​K অক্ষর দিয়ে নাম শুরু হয়েছে যে জাতকদের

নাম শাস্ত্র অনুযায়ী ইংরেজি K অক্ষর দিয়ে যে জাতকদের নাম শুরু হয়েছে, তাঁদের ওপর ধনের দেবতা কুবেরের আশীর্বাদ রয়েছে। ছোটবেলা থেকেই ধনী হন এই নামের জাতকরা। জ্যোতিষ মতে নিজের পরিশ্রমের জোরে অসম্ভবকেও সম্ভব করে তোলেন এই আদ্যক্ষরের জাতকরা। আর্থিক দিক দিয়ে অত্যন্ত সক্ষম ও মজবুত হন K অক্ষরের জাতকরা। জীবনে সমস্ত ধরনের সুখ-সুবিধা লাভ করে থাকেন এঁরা। সহজে হার মানেন না এঁরা। নবাবের মতো শখ রাখেন এঁরা। এঁদের জীবনযাপনও নবাবের মতোই।

আরও পড়ুন: কোন গান শুনতে ভালোবাসেন? বলে দেবে আপনার জন্ম তারিখ

Video-দুর্ঘটনার ভয় কাটাতে গাড়ি কিনুন রাশি মিলিয়ে

​P অক্ষর দিয়ে নাম শুরু হলে

সংখ্যা জ্যোতিষ মতে যে জাতকদের নাম ইংরেজি P বা বাংলা প অথবা ফ দিয়ে শুরু হয় তাঁরা অত্যন্ত শান্ত ও মিশুকে স্বভাবের হয়ে থাকেন। এঁরা নিজের জীবনে অর্থ ও প্রতিপত্তি উভয়ই অর্জন করেন। জ্যোতিষ অনুযায়ী এই অক্ষরের জাতকরা সবসময় নিজের পৃথক পরিচয় গড়ে তোলার চেষ্টা করেন। আবার ব্যবসায় সাফল্য লাভ করেন এই অক্ষরের জাতকরা। একবার কোনও কাজে অসফল থেকে গেলেও হার মানেন না। বরং চেষ্টা চালিয়ে যান। নিজের এই স্বভাবের কারণে অবশেষে জয় লাভ করনে। এঁদের অর্থ ভাগ্যও ভালো।

আরও পড়ুন: এই তারিখগুলিতে জন্মানো জাতকদের জীবনে বার্ধক্য আসে দেরিতে!

​S অক্ষর দিয়ে নাম শুরু হয়েছে যে জাতকদের

জ্য়োতিষ জানাচ্ছে যে এই অক্ষর দিয়ে নাম শুরু হয় যে জাতকদের, তাঁরা ছোটবেলা থেকেই অত্যন্ত পরিশ্রমী হন। নিজের পরিশ্রমের জোরে জীবনে সমস্ত কিছু অর্জন করেন এঁরা। বিলাসবহুল জিনিসের শৌখিন হন এঁরা। পরিশ্রমের জোরে অর্থ উপার্জন করে নিজের শখ পূরণ করেন এই জাতকরা। জীবনে কোনও কিছুর অভাব থাকে না এই জাতকদের কাছে। রাজার হালে জীবন যাপন করেন এঁরা। জীবনের প্রতিটি পরিস্থিতি উপভোগ করেন এঁরা।

লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং