অ্যাপশহর

প্রেম ভুলে কেরিয়ার বেছে নেন এই ৪ রাশির জাতকরা

Vedic Astrology-তে চারটি রাশির উল্লেখ রয়েছে, যাঁরা ভালোবাসার জীবন ত্যাগ করে কেরিয়ার বেছে নিতে দ্বিধা বোধ করেন না। কেরিয়ারে উন্নতির শীর্ষে পৌঁছনোর তাগিদ এঁদের সমস্ত বন্ধন ভেঙে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আপনিও কী প্রেম ভুলে কেরিয়ারে মনোনিবেশ করেছেন? জেনে নিন কী বলছে জ্যোতিষ শাস্ত্র।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 25 May 2022, 12:17 pm
কাউকে ভালোবাসেন কিন্তু কাজের চাপে তাঁকে সময় দেওয়া হয়ে ওঠে না। তবে প্রেম ও কেরিয়ার (love and career)-- দুই সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে প্রেমিক বা প্রেমিকাকে সময় দিতে না-পারলে তাঁদের রাগ হওয়ারই কথা। আবার অফিস ফাঁকি দিয়েও প্রেমিকের সঙ্গে ঘুরে ফিরে সময় কাটাতে পারেবন না। দোটানায় পড়াই স্বাভাবিক। অনেক সময় ভালোবাসা ও অফিসের মধ্যে যে কোনও একটিকে বেছে নেওয়া জরুরি হয়ে ওঠে। এমন হলে কোনও কোনও ব্যক্তি ভালোবাসাকে বেছে নিলেও, অনেকের ক্ষেত্রেই ভালোবাসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কেরিয়ার। ১২টি রাশি চক্রের মধ্যে কয়েকটি জাতক তখন প্রেম বা পেশার মধ্যে নিজের কেরিয়ারকেই বেছে নেন। জ্যোতিষ শাস্ত্রে এমন চারটি রাশির উল্লেখ পাওয়া যায়, যাঁরা কেরিয়ারে উন্নতি করার জন্য নিজের প্রেম জীবনকেও ত্যাগ করতে পারেন। কোন কোন রাশির কথা বলা হচ্ছে জেনে নিন।
EiSamay.Com zodiacs who prioritise career over any relationship
প্রেম ভুলে কেরিয়ার বেছে নেন এই ৪ রাশির জাতকরা


​মেষ রাশি

লক্ষ্য লাভে সর্বদা তৎপর এই রাশির জাতকরা। এমনকি লক্ষ্য লাভের জন্য সবসময় নিজেকে অনুপ্রাণিত করতে থাকেন মেষ জাতকরা। খুব দ্রুতগতিতে নিজের জীবন এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট এঁরা। জীবনে যত পরিচিতি লাভ করেন ততই কেরিয়ারে নতুন নতুন উচ্চতায় পৌঁছনোর রসদ সঞ্চয় করেন মেষ জাতক। তাই বড়সড় কেরিয়ার নির্বাচন করেন। নিজের আইডিয়া, পরিকল্পনা রূপায়িত করার জন্য় যে কোনও পর্যায় যেতে পারেন মেষ রাশির জাতকরা। কেরিয়ারের জন্য নিজের প্রেম সম্পর্ককে ধুলোয় মিশিয়ে দেওয়ার আগে দুবার ভাববেন না এঁরা।

​সিংহ রাশি

জন্মগত নেতৃত্বের অধিকারী এই রাশির জাতকরা। কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন সিংহ জাতকরা। জ্যোতিষ মতে এঁরা যে কাজেই হাত দেন, তাতেই সাফল্য লাভ করেন। নৈতিকতার পথে হাঁটা হোক বা নিজের কোনও পদক্ষেপের প্রতি অটল থাকা হোক-- কেরিয়ারের প্রসঙ্গ উত্থাপিত হলে সিংহ রাশির জাতকরা সবচেয়ে বেশি ডমিনেন্ট হয়ে পড়েন। অফিসে কেউ এঁদের ওপর আধিপত্য বিস্তার করুক, তা কখনওই পছন্দ করেন না। মাথা নুইয়ে কারও আদেশ মান্য করে চলা এঁদের ধাতে সয় না, তাই কঠিন পরিশ্রম করে নেতৃত্বের স্থানে পৌঁছনোর জন্য তৎপর থাকেন। এই উদ্দেশে কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন করার জন্য এঁরা নিজের প্রেম জীবনকেও ভুলে যেতে পারেন।

আরও পড়ুন: পার্টনারকে রানির মতো সুখী রাখেন এই ৪ রাশির জাতক পুরুষরা

​কন্যা রাশি

পারফেকশানের সঙ্গে কাজ করতে ভালোবাসেন কন্যা রাশির জাতকরা। সাফল্য লাভের প্রবল আকাঙ্খা থাকে এঁদের মধ্যে। খ্যাতির শীর্ষে থাকতে চান কন্যা রাশির জাতকরা। এঁদের কামনা শ্রেষ্ঠ বিষয়গুলিই যেন তাঁদের সঙ্গে যুক্ত করে দেখা হোক। কর্মক্ষেত্রে কোনও গাফিলতি বা বেপরোয়া আচরণ বরদাস্ত করতে পারেন কন্যা রাশির জাতক-জাতিকারা। যে কোনও ধরনের নেতিবাচক আচরণ যাতে তাঁরা কাজকে প্রভাবিত করতে না-পারে, তার জন্য় তাঁরা যে কোনও মূল্যে নিজের মানসিক শান্তি বজায় রাখেন। লক্ষ্য লাভের জন্য যে কোনও দীর্ঘমেয়াদি প্রেম সম্পর্ককেও পিছনে ফেলে আসতে পারেন কন্যা জাতক-জাতিকারা।

আরও পড়ুন: 'প্রেমে পড়া বারণ'! ভালোবাসতে ভয় পান এই রাশির জাতকরা

​ধনু রাশি

এই রাশির জাতকরা যে স্বাধীনতা প্রেমী তা সকলেরই জানা। উৎসাহী ও মুক্ত মনের মানুষ এঁরা। অনুপ্রেরণায় ভরপুর ধনু রাশির জাতকদের ভালোবাসার বন্ধনে বেঁধে রাখা যায় না। নিজের উন্নতিতে সচেষ্ট থাকেন এঁরা। নিজের জন্য যে পেশা বেছে নেন, একাগ্রতার সঙ্গে সেখানে কাজ করেন। ভালোবাসার মধ্যে জড়িয়ে নিজের সীমাবদ্ধতা বাড়িয়ে তুলতে নারাজ ধনু জাতক। জীবনে এগিয়ে যাওয়ার জন্য ব্যক্তি স্বাধীনতা বজায় রাখার তাগিদ অনুভব করেন এই রাশির জাতকরা।

আরও পড়ুন: বিভিন্ন রাশির জাতকরা কী ভাবে প্রতিশোধ নেন? জানলে চমকে যাবেন!

কেরিয়ারকে প্রাধান্য দেন ৪ রাশির জাতকরা

জ্যোতিষ জানাচ্ছে, এই চার রাশির জাতকরাই অত্যন্ত প্র্যাক্টিক্যাল। ব্যবহারিক দৃষ্টিভঙ্গি রেখে এঁরা নিজের জীবনে এগোতে থাকেন। শীর্ষে পৌঁছনোর তীব্র আকাঙ্খা এঁদের ভালোবাসার চেয়ে বেশি কেরিয়ারকে প্রাধান্য দিতে উদ্বুদ্ধ করে। নিজের উচ্চাকাঙ্খা চরিতার্থ করার জন্যই কর্মক্ষেত্রকে ভালোবাসার ওপরে স্থান দেন। প্রেমিক বা প্রেমিকার মনে কষ্ট দিয়ে এগিয়ে যাওয়া এই জাতকদের পক্ষেও কষ্টকর। কিন্তু কেরিয়ারে কিছু করে দেখানোর তাগিদ এঁদের সমস্ত কিছু ত্যাগ করার পথে এগিয়ে দেয়।

লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং