অ্যাপশহর

বস হোক বা স্বামী, সকলকেই দমিয়ে রাখেন এই ৪ রাশির জাতিকারা

Vedic Astrology-তে এমন কয়েকটি রাশির জাতিকাদের সম্পর্কে বলা হয়েছে, যাঁরা সকলকে দমিয়ে রাখতে পারদর্শী। প্রেম জীবন হোক বা দাম্পত্য জীবন, এমনকি অফিসেও সকলের রাশ নিজের হাতে টেনে রাখতে অধিক আগ্রহী এই রাশির জাতিকারা। কেউ এঁদের কথা অমান্য করুক, তা এক্কেবারে বরদাস্ত করেন না এঁরা। কোন কোন রাশির কথা বলা হচ্ছে জেনে নিন।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 28 Jun 2022, 6:47 pm
সমস্ত প্রেম বা রোম্যান্টিক সম্পর্কে যে মহিলারাই শুধুমাত্র তাঁর প্রেমিক বা সঙ্গীর ইচ্ছা মতো চলবে, তা কিন্তু সব ক্ষেত্রে খাটে না। এমন অনেক মহিলাই আছেন, যাঁরা সম্পর্কের রাশ নিজের হাতে টেনে রাখতে চান। সম্পর্কের ওপর প্রভাব বিস্তার করা হোক বা সমস্ত কিছু নিজের মর্জিমাফিক চালানো, মহিলারাই সেই প্রেম বা দাম্পত্য সম্পর্কের সর্বময় কর্তৃ হওয়ার ইচ্ছা রাখেন। তবে অনেক সময় তাঁদের এই প্রবণতা চরম আকার ধারণ করে। যা কোনও সুস্থ সম্পর্কের ক্ষেত্রে কাম্য নয়। জ্যোতিষ শাস্ত্রে এমনই কয়েকটি রাশির মহিলাদের উল্লেখ রয়েছে, যাঁদের মধ্যে আধিপত্য বিস্তারকারী প্রবণতা লক্ষ্য করা যায়। শুধু প্রেমিক বা স্বামীই নয়, এঁদের জীবনের সঙ্গে জড়িত প্রত্যেককে এঁরা নিজের নিয়ন্ত্রণে রাখতে ও তাঁদের ডমিনেট করতে চান, তা সে অফিসের সহকর্মী বা বসই হন না-কেন। কোন চার রাশির জাতিকার কথা বলা হচ্ছে, জেনে নিন।
EiSamay.Com women of these 4 zodiac signs are the most dominant in any relation
বস হোক বা স্বামী, সকলকেই দমিয়ে রাখেন এই ৪ রাশির জাতিকারা


​মেষ রাশি

এই রাশির জাতিকারা নিজের মনের কথা খুলে বলতে দ্বিধা করেন না। যা চান বা যা এঁদের মনের মধ্যে থাকে, তা এঁরা বলে ফেলেন। কারও কাছ থেকে কী প্রত্যাশা করছেন, তা জানাতেও বিন্দুমাত্র সংকোচ বোধ করেন না এই রাশির জাতিকারা। তাঁদের প্রত্যাশা মতো কাজ হলেই যে তাঁরা খুশি হবেন, তা-ও বুঝিয়ে দিতে বিলম্ব করেন না। মেষ জাতিকাদের পিছনে রেখে আপনি সমস্ত কর্তৃত্ব তুলে নেবেন, তা এঁরা হতে দেন না। যে কোনও পরিস্থিতিতে এঁরাই নিয়ন্ত্রণকারী শক্তি হতে চান। এঁদের মধ্যে আধিপত্য স্থাপনের মাত্রাতিরিক্ত আকাঙ্খা থাকে।

​সিংহ রাশি

জ্যোতিষ মতে এই রাশির জাতিকারা জন্ম থেকে নেতৃত্ব প্রদানকারী ক্ষমতার অধিকারী। ব্যক্তিগত বা সামাজিক জীবন অথবা যে কোনও ক্ষেত্রেই হোক না-কেন সিংহ জাতিকারাই নিজের আধিপত্য বিস্তার করতে চান। আপনার জন্য কী ভালো, আপনাকে কী করা উচিত বা কোন কাজ করা উচিত নয় ইত্যাদি এ সবই তাঁরাই আপনাকে জানিয়ে দিতে চাইবেন। আবার কোনও বিষয় জেদ চেপে বসলে বা দৃঢ়নিশ্চয় করে ফেললে সিংহ জাতিকারা আগ্রাসী মনোভাবাপন্ন হয়ে উঠতে পারেন। অন্যেরা তাঁদের চেয়ে অধিক যোগ্য হওয়া সত্ত্বেও এঁরা ক্ষমতা নিজের হাতে তুলে নিতে বিলম্ব করেন না। আবার এঁদের স্বভাব ও আচরণের জোরে অন্যেরা সহজেই এই জাতিকাদের দেখানো পথ অনুসরণ করতেও দ্বিধা বোধ করেন না।

আরও পড়ুন: মঙ্গলের রাশি পরিবর্তনের সঙ্গেই সৃষ্টি হয়েছে রুচক রাজযোগের, কেরিয়ারে উন্নতি এই ৩ রাশির জাতকের

​বৃশ্চিক রাশি

অত্যন্ত প্যাশনেট হন বৃশ্চিক রাশির জাতিকারা। তবে অনেকেই হয়তো জানেন না যে, এঁরা কখনও কিছু ভোলেন না ও কেউ কোনও দোষ করলে কাউকে ক্ষমাও করেন না। জ্যোতিষ মতে বৃশ্চিক রাশির জাতিকারা ডমিনেটিং, একই ধারে নিজের যে কোনও সম্পর্ককে এঁরা অত্যন্ত আগ্রাসী ভাবে রক্ষা করে চলেন। এই জাতিকাদের এমন স্বভাবের ফলে অন্যদের যখন দমবন্ধ হয়ে আসে, তখন এঁদের মনের দুঃখ, হতাশা চরম আকার ধারণ করে। তবে যে কোনও চ্যালেঞ্জই আসুক না-কেন বৃশ্চিক রাশির জাতিকারা নিজের লক্ষ্য পূরণ করেই শান্ত হন। অন্যের নিয়ন্ত্রণে থাকা বরদাস্ত করেন না এই রাশির জাতিকারা। নিজের হাতে রাশ টেনে রাখতেই অধিক আগ্রহী এঁরা।

আরও পড়ুন: জুলাইয়ে ৭ রাশির অর্থভাগ্যে দারুণ চমক, 'গুপ্তধন' পেতে পারেন এই রাশির জাতক!

​ধনু রাশি

যে কোনও বিষয় বা পরিস্থিতিতে প্রথম পদক্ষেপ করতে ভয় পান না ধনু রাশির জাতিকারা। আবার প্রয়োজনে নিজের মতামত ব্যক্ত করতেও কুণ্ঠা বোধ করেন না এঁরা। তবে নিজের মতো করে কোনও কিছু করতে ও নিজস্ব নিয়মনীতি পালন করার সময় এঁরা অনেক সময়ই নিয়ন্ত্রণ স্থাপনে তৎপর হয়ে পড়েন। নিজের স্বাধীনতা ও আকাঙ্খা পূরণই এই জাতিকাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন চিন্তাভাবনার কারণেই ধনু রাশির জাতিকারা যে কোনও সম্পর্কে আবদ্ধ হলে এঁরা নিজের আধিপত্য বিস্তারকারী প্রবণতার পরিচয় দিতে শুরু করেন।

আরও পড়ুন: মুখে মিষ্টি কথা, কিন্তু পিঠ-পিছনে আপনার চরম ক্ষতি করে দিতে পারেন এই ৪ রাশির জাতক

মনে রাখবেন

উপরিউক্ত এই চার রাশির জাতিকারা নিজের প্রভাব ও রাশ কখনও আলগা করতে প্রস্তুত নন। সম্পর্ককে ভালো ভাবে চালনা করা হোক বা পরিবার পরিচালন এঁরা সবসময় নিজের সিদ্ধান্ত ও মতামতের ওপর নির্ভর করেই এগিয়ে যান। কোনও সম্পর্ক গড়ে তুললে এঁরা অত্যন্ত প্রতিরক্ষামূলক হয়ে ওঠেন ঠিকই, কিন্তু ভুলে যান যে, অপর পক্ষের মতামতেরও গুরুত্ব রয়েছে। এই চার জাতিকাদের প্রভাবে সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকা অনেকের দম বন্ধ হয়ে আসতে শুরু করে। তাই নিজের এই স্বভাবে সংশোধনের পরামর্শ দিচ্ছে জ্যোতিষ শাস্ত্র।

লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং