অ্যাপশহর

Venus-Rahu Conjunction: প্রেম জীবনে সমস্যা বাড়াবে রাহু-শুক্রের ক্রোধ যোগ

Venus-Rahu Conjunction বা রাহু-শুক্রের যুতির ফলে সোমবার, ২৩ মে মেষ রাশিতে ক্রোধ যোগ সৃষ্টি হতে চলেছে। এই যোগের অশুভ প্রভাব পড়বে ৫টি রাশির জীবনে। এর ফলে এই রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য সম্পর্কে নানান সমস্যা দেখা দিতে পারে। এমনকি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন এই রাশির জাতকরা। কোন কোন রাশির ওপর এই যুতি অশুভ প্রভাব ফেলবে জেনে নিন।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 23 May 2022, 7:32 am
Astrology- তে গ্রহের রাশি পরিবর্তনের মতোই দুটি গ্রহের যুতি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এমনই দুটি গুরুত্বপূর্ণ গ্রহের যুতি হত চলেছে আজ, সোমবার, ২৩ মে। আজই মীন রাশির যাত্রা শেষ করে মেষ রাশিতে প্রবেশ করবে সুখ-সৌভাগ্যের কারক গ্রহ শুক্র। এই রাশিতে আগে থেকেই ছায়া গ্রহ রাহু বিচরণ করছে। এর ফলে মেষ রাশিতে রাহু-কেতুর যুতি হবে। তবে জ্যোতিষ মতে, সমস্ত গ্রহের যুতি শুভ না-ও হতে পারে। কোনও কোনও যুতি অশুভ বা ক্ষতিকর প্রভাব বিস্তার করে থাকে। রাহু-শুক্রের যুতির ফলে এবার ক্রোধ যোগ নির্মিত হবে। এই যোগের ফলে রাশিচক্রের কয়েকটি রাশির জীবনে অবসাদ দেখা যাবে। এমনকি প্রেম ও দাম্পত্য সম্পর্কেও টানাপোড়েন শুরু হবে। এই তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন--
EiSamay.Com broken love
Venus-Rahu: মেষ রাশিতে রাহু-শুক্রের ক্রোধ যোগ


মেষ রাশি

রাহু ও শুক্রের যুতির ফলে যে ক্রোধ যোগ সৃষ্টি হচ্ছে, তা মেষ রাশির জাতকদের রাগ বাড়াবে। এ সময় ছোটখাটো কথায় কোনও না কোনও ব্যক্তির সঙ্গে বচসা বাঁধতে পারে মেষ জাতকদের, তাই নিজেকে সংযত রাখুন। এই সময়কালে প্রেম সম্পর্কে সংঘাত দেখা দিতে পারে। রাগের মাথায় নিজের প্রেমিক বা প্রেমিকাকে এমন কোনও কথা বলে বসবেন না, যার আপনাদের ভালোবাসায় তিক্ততা সৃষ্টি করে। নিজেকে শান্ত রাখুন, ভেবেচিন্তে কথা বলুন।

পার্টনারকে রানির মতো সুখী রাখেন এই ৪ রাশির জাতক পুরুষরা
বৃষ রাশি


জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাশির জাতকদের ব্যয় বৃদ্ধি পাবে। এমনকি কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তিও নষ্ট হতে পারে। রাহু-শুক্রের যুতি ভবিষ্যতে আর্থিক অনটনের মুখে ফেলতে পারে বৃষ রাশির জাতকদের। তাই এখন থেকেই সতর্ক হন।

সিংহ রাশি

প্রেমের কারক গ্রহ শুক্র বিভ্রান্তি সৃষ্টিকারী গ্রহ রাহুর সঙ্গে জুটি বাঁধলে প্রেম জীবনে নানান সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত সিংহ রাশির জাতকদের প্রেম জীবনে নানান সমস্যা ও দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনও বিষয় বিবাদ বাঁধতে পারে। তাই পরিস্থিতি বিচার করে, এ সময় সিংহ রাশির জাতকদের নিজেকে সংযত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও বিবাদের সম্ভাবনা দেখা দিলে তা এড়িয়ে যাওয়াই ভালো।

রঙের ছোঁয়ায় লুকিয়ে সৌভাগ্যের চাবি! জানুন সব রাশির জাতকের শুভ রং
তুলা রাশি

শুক্র দাম্পত্য জীবনেরও কারক গ্রহ। এমন পরিস্থিতিতে রাহুর মতো ছায়া বা পাপী গ্রহের সঙ্গে জুটির ফলে যে ক্রোধ যোগ সৃষ্টি হচ্ছে, তা দাম্পত্য জীবনকেও প্রভাবিত করবে। জ্যোতিষ গণনা অনুযায়ী তুলা রাশির বিবাহিত জাতকদের এ সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনে একাধিক সমস্যার মুখে পড়তে পারেন। রাহু ও শুক্রের জুটির প্রভাবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খুব বেশি খারাপ হতে পার। তাই সাবধানে থাকুন।

গ্রহের এই অবস্থানে বাকশক্তি ও শ্রবণশক্তি হারাতে পারেন জাতক!
কুম্ভ রাশি

জাতকের জীবনে নানান বিভ্রান্তি সৃষ্টি করে থাকে রাহু। মেষে রাহু-শুক্রের যুতির ফলে কুম্ভ রাশির জাতকরা নিজের জীবনে বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। এ সময় কাজে মনোনিবেশ করতে সমস্যা দেখা দিতে পারে। এমনকি প্রেম সম্পর্কেও চিড় ধরতে পারে। তাই প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বচসায় জড়াবেন না, ভেবেচিন্তে কোনও কথা বলুন।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং