অ্যাপশহর

স্ত্রীর অত্যন্ত বাধ্য হন এই রাশির স্বামী, ভয়ও পান তাঁদের

Vedic Astrology-তে এমন কয়েকটি রাশির কথা বলা হয়েছে, যাঁর জাতকরা স্ত্রীর অত্যন্ত বাধ্য। স্ত্রীর বশে থাকেন এঁরা। তাঁদের সমস্ত কথা মেনে চলেন। পারিবারিক বিবাদ এড়িয়ে যাওয়া এঁদের অন্যতম উদ্দেশ্য। তাই স্ত্রীর কথার অবাধ্য হন না এঁরা। আবার এমন একটি রাশি আছে, যে স্ত্রীকে হারিয়ে ফেলার ভয় তাঁদের সমস্ত কথা মেনে নেন। কোন কোন রাশি এই তালিকায় সামিল দেখে নিন।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 20 Jun 2022, 1:07 pm
EiSamay.Com husband 1
Husband: এক বাক্যে স্ত্রীর কথা মেনে নেন এই ৪ রাশির জাতকরা

সমস্ত সম্পর্কই সাম্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে না। অনেক সময় দৃঢ় ব্যক্তিত্বের জাতকরা সম্পর্কের মধ্যে বিবাদ সৃষ্টি করে থাকেন, অনেকে আবার সেই সম্পর্কের রাশ নিজের হাতে টেনে রাখেন। তখন শান্তি বজায় রাখার জন্য অপরপক্ষকে তাঁদের সামনে মাথা নত করতেই হয়। এখানে এমন কয়েকটি রাশির কথা বলা হল, যাঁরা স্ত্রৈণ বা স্ত্রীর বশে থাকেন। স্ত্রীর প্রতি সম্মান থাকে এঁদের মনে, আবার তাঁকে ভয়ও পান। কোন রাশির জাতকদের কথা বলা হয়েছে জেনে নিন--

দীর্ঘদিনের প্রেম ভুলে অন্য কাউকে বিয়ে করে নেন এই ৪ রাশির জাতকরা
মেষ রাশি

মনে রাখবেন, স্ত্রৈণ মানেই কিন্তু মেরুদণ্ডহীন হওয়া নয়। মেষের মতো রাশির জাতকরা নিজের স্ত্রীর সঙ্গে বিবাদে জড়ানোর পরিবর্তে তাঁদের খুশি রাখার চেষ্টা করেন। তাই এঁরা প্রায়ই স্ত্রীর সমস্ত কথা মেনে চলেন। স্ত্রী যা বলেন, তা-ই এঁরা মাথা নত করে শুনে নেন। এ ক্ষেত্রে মেষ জাতকরা নিজের মতামতকেও তোয়াক্কা করেন না।

বৃষ রাশি

বৃষের মতো পৃথিবী তত্বের রাশির জাতকদের মনে এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করে। এঁরা প্রায়ই মনে করতে থাকেন যে, আরও উপযুক্ত কোনও ব্যক্তির জন্য জীবনসঙ্গী তাঁদের ছেড়ে চলে যেতে পারেন। হারিয়ে ফেলার এই ভয় তাঁদের মধ্যে নিরাপত্তাহীনতা গড়ে তোলে, স্বাভাবিক ভাবেই স্ত্রীকে খুশি রাখতে তাঁদের সমস্ত চাহিদা পূরণ করে থাকেন এই রাশির জাতকরা। নিজের এই নিরাপত্তাহীনতার কারণেই তাঁরা অত্যন্ত অনুগত হন। স্ত্রী যা বলেন, তা অক্ষরে অক্ষরে পালন করেন বৃষ রাশির জাতক।

সঙ্গীর ফোনের উত্তর দেন না এই ৪ রাশির জাতকরা, উপেক্ষা করেন তাঁদের
কুম্ভ রাশি

কিছু কিছু বিষয় কুম্ভ রাশির জাতকরা অত্যন্ত গতানুগতিক চিন্তাভাবনা পোষণ করেন। তাঁদের ধারণা যে, স্ত্রীই পারিবারিক সমস্ত বিষয়ের কর্তৃ, এ ক্ষেত্রে তাঁদের জীবনসঙ্গী চাকরিজীবী হলেও কুম্ভ জতকদের মনে এই চিন্তাভাবনাই কাজ করে। তাই ঘর-পরিবার সম্পর্কে স্ত্রী যে সিদ্ধান্ত নেন, সে সবের ওপরই এঁদের অন্ধবিশ্বাস রাখেন ও সমর্থন জুগিয়ে যান। স্ত্রীর প্রতিটি নির্দেশ এঁরা পালন করে যান। তাঁদের কাছে পারিবারিক বিষয়ে স্ত্রীর ভূমিকা প্রশ্নাতীত। স্ত্রীর কর্তৃত্বকে ভুলেও চ্যালেঞ্জ করেন না কুম্ভ জাতকরা।

সেরা স্বামী চাইলে বিয়ে করুন ৬টির মধ্যে কোনও এক রাশির জাতককে
তুলা রাশি

বায়ু তত্বের এই রাশিটি তর্ক করতে লজ্জাবোধ করে না। কিন্তু এই রাশির জাতকদের বদ্ধমূল ধারণা যে, হাসিখুশি স্ত্রীই সুখী জীবনের চাবিকাঠি। অনেক সময় শান্তি বজায় রাখার জন্য এঁরা নিজের ইচ্ছা পর্যন্ত ত্যাগ করে দিতে পারেন। কারণ তুলা জাতকরা মনে করেন যে, স্বামী ও স্ত্রী একই মুদ্রার দুটি পিঠ। উভয়কে এক সঙ্গেই চলা উচিত। এ ক্ষেত্রে তুলা জাতকদের এমন একজনকে জীবনসঙ্গী রূপে বেছে নেওয়া উচিত, যাঁরা সাম্যে বিশ্বাসী, তা না-হলে একতরফা সম্পর্ক গড়ে উঠতে পারে।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং