অ্যাপশহর

এই ৯ রাশির জাতকরা প্রকৃতিপ্রেমী! আপনি কি আছেন তালিকায়?

কোনও কোনও মানুষ প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসেন। ব্যস্ত শহুরে জীবন থেকে উন্মুক্ত প্রকৃতির হাতছানি এঁদের অনেক বেশি আকর্ষণ করে। জেনে নিন কোন কোন রাশির জাতকরা প্রকৃতিপ্রেমী হন।

EiSamay.Com 4 Jun 2021, 2:00 pm
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: এমন অনেক ব্যক্তিই আছে, যাঁরা প্রকৃতির কাছে থাকতে চান, প্রকৃতির সঙ্গে সময় কাটিয়ে আনন্দ উপভোগ করেন। সবুজের সম্পদ থেকে দূরে থাকতে ভালোবাসেন না বলে নিজের বাড়িতেও বাগান করেন। তা সম্ভব না-হলেও কিচেন গার্ডেন করেই থাকেন। আবার অনুষ্ঠানের জন্য পাঁচতারা বা সাততারা হোটেলের পরিবর্তে কোনও বাগান, সমুদ্রের তীর ইত্যাদি প্রাকৃতি সৌন্দর্য সম্পন্ন স্থানই বেছে নেন। ব্যস্ত সময় থেকে দুদিনের ছুটি পেলেই এঁরা প্রকৃতির কোলে কোথাও সময় উপভোগ করতে বেরিয়ে পড়েন। প্রকৃতির কাছাকাছি থাকলে এঁরা নিজেদের খুঁজে পান। এখানে এমন কয়েকটি রাশির কথা বল হল যাঁরা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন।
EiSamay.Com these are 9 zodiac signs who love the nature most
এই ৯ রাশির জাতকরা প্রকৃতিপ্রেমী! আপনি কি আছেন তালিকায়?


বৃষ রাশি

পৃথিবী চিহ্নের রাশি এটি। বলতে পারেন এই রাশির জাতকরা মাটির মানুষ, স্থির এবং সংশিত। প্রকৃতির প্রতি আসক্ত এঁরা। পায়ের তলায় জমি অনুভব করতে ভালোবাসেন। প্রকৃতির সঙ্গে এঁদের যোগাযোগ অনন্য। গাছপালা, পশুপাখিদের প্রতি সহানুভূতিশীল হন এই রাশির জাতকরা।

​কর্কট রাশি

নরম মনের, আবেগপ্রবণ ও সংবেদনশীল এই রাশিটি প্রায়ই প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয়ে তার কাছে পৌঁছে যান। জনবহুল স্থানের পরিবর্তে গাছপালা ঘেরা নির্জন স্থান বা নদীর তীরে সময় কাটাতে ভালোবাসেন।

​কন্যা রাশি

এই রাশির জাতকরা প্রকৃতিপ্রেমী ও পরিবেশবান্ধব। পাহাড়, সমুদ্র বা যে কোনও প্রাকৃতিক সৌন্দর্য সম্পন্ন স্থানই হোক না কেন, তা দেখা মাত্রেই এঁদের মন আনন্দে ভরে ওঠে। জীবনের গুরুত্বপুর্ণ বিষয়গুলিতে ফোকাস করতে প্রকৃতিই এই রাশির জাতকদের সাহায্য করে।

তুলা রাশি

নিজেকে জীবন্ত ও সতেজ রাখতে প্রাকৃতিক বস্তুকেই গুরুত্ব দিয়ে থাকেন তুলা রাশির জাতকরা। গৃহসজ্জার ক্ষেত্রেও গাছপালা বা সবুজ রঙ এঁদের প্রথম পছন্দ। জঙলি ফুল, প্রজাপতি, গাছপালা এঁদের বিশেষ পছন্দের। আবার সুন্দর কোনও জলাশয়ের ধারে-কাছে সময় কাটাতে ভালোবাসেন।

​বৃশ্চিক রাশি

মানসিক অশান্তির মধ্যে থাকলে মুক্তির জন্য প্রকৃতির কাছেই দৌড় যান এই রাশির জাতকরা। ক্যাম্পে রাত কাটানো, সমুদ্র সৈকতে বা কোনও জঙলি ফুলের জমিতে হাঁটার মধ্য দিয়েই এঁরা নিজের যত্ন নেন ও মন ভালো রাখার রসদ খুঁজে পান।

​ধনু রাশি

এঁরা অভিযাত্রী। পৃথিবী ঘুরে দেখতে ভালোবাসেন। নিত্য নতুন স্থানে ঘোরা, নতুন নতুন জিনিস জানার প্রবল তাড়না থাকে এঁদের মধ্যে। পাহাড়, পর্বতের আদিম রূপের হাতছানি পেলেই এঁরা ট্রেকে বেরিয়ে পড়েন। জনবহুল শহরের পরিবর্তে শান্ত, স্নিগ্ধ প্রকৃতির কোলেই সময় কাটাতে ভালোবাসেন ধনু রাশির জাতকরা।

​মকর রাশি

এই রাশির জাতকরা প্রকৃতিকে এতটাই ভালোবাসেন যে প্রায়ই ক্যাম্পিংয়ের জন্য বেরিয়ে পড়েন। আকাশে তারা দেখতে দেখতে রাত কাটাতে ভালোবাসেন। আবার ক্যাম্পিংয়ের সময় খাবার-দাবারের জন্যও এঁরা নির্ভর করেন প্রকৃতির ওপর। নদী বা পুকুর থেকে মাছ ধরে খেতে ভালোবাসেন। এ সমস্ত কারণে নিজের মতোই প্রকৃতিপ্রেমী জীবনসঙ্গী খোঁজেন মকর রাশির জাতকরা।

​কুম্ভ রাশি

সময় বের করেই প্রায়ই প্রকৃতির কাছে ছুটে চলে যান কুম্ভের জাতকরা। এমনকি কোনও গভীর বিষয় চিন্তাভাবনার জন্য প্রকৃতিকেই উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করেন। প্রকৃতির মধ্যে সময় কাটিয়েই ক্ষান্ত হন না এই রাশির জাতকরা। বরং পরিবেশ সংরক্ষণের জন্য নানান সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে ভালোবাসেন।

​মীন রাশি

এঁরা নিজের স্বপ্নের জগতেই বাস করেন, দিবা স্বপ্ন দেখে থাকেন। তাই প্রকৃতিকে ভালোবাসেন। তাই প্রকৃতির কোলে মাথা রেখেই তাঁরা নিজের স্বপ্নের জগতে হারিয়ে যেতে চান। গাছপালা বা অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের অভাবে এঁদের দমবন্ধ হয়ে আসে। কোনও নির্জন বনে এঁদের একা ছেড়ে দেওয়া হলে সহজেই দিন কাটিয়ে ফিরতে পারবেন মীন রাশির জাতকরা।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং