অ্যাপশহর

অফিসের বিবাহিত সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ান ৪ রাশি, আপনিও কি?

Vedic Astrology-তে এমন কয়েকটি রাশির কথা বলা হয়েছে, যাঁর জাতকরা অফিসে নিজের কোনও বিবাহিত সহকর্মীর সঙ্গে প্রেমে জড়াতে অধিক আগ্রহী। অনেক সময় নিজের স্বামী বা স্ত্রীকে প্রতারিত করতেও দ্বিধা বোধ করেন না এঁরা। তা ছাড়াও একাকীত্ব বা দাম্পত্য অবসাদ থেকে ভারমুক্ত হওয়ার জন্যও এঁরা অফিসে কোনও সহকর্মীর সঙ্গে ক্ষণস্থায়ী সম্পর্কে জড়িয়ে পড়েন।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay 6 Oct 2022, 3:44 pm
স্কুল, কলেজ, কোচিং, সোশ্যাল মিডিয়া বা কোনও বন্ধুর মাধ্যমে প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে অনেকের। আবার অনেকে এমনও আছেন যাঁরা অফিসের সহকর্মীর ভালোবাসায় পড়েছেন। তবে শুধু সিঙ্গল জাতকরাই যে অফিসে নিজের মনের মানুষ খুঁজে পাচ্ছেন তা নয়। বরং দাম্পত্য জীবনে অখুশি বহু বিবাহিত জাতক-জাতিকারাও অফিসে সহকর্মী এমনকি বিবাহিত সহকর্মীর প্রেমে পড়েন। ওপেন ম্যারেজে জড়িয়ে থাকলে বা একাকীত্ব কাটাতে এমন পদক্ষেপ করেন অনেকেই। জ্যোতিষ অনুযায়ী এমন কয়েকটি রাশি রয়েছে, যাঁর জাতকরা অফিসে বিবাহিত সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িত হন। কোন কোন রাশির কথা বলা হচ্ছে জেনে নিন এখানে।
EiSamay.Com love affair
Love Horoscope: অফিসে বিবাহিত সহকর্মীর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে তোলেন যে ৪ রাশির জাতকরা


বাবা-মাকে লুকিয়ে প্রেম করেন এই ৪ রাশির জাতকরা
মেষ রাশি

বিবাহিত বা প্রেম সম্পর্কে আবদ্ধ মেষ রাশির জাতকরা সাধারণত নিজের সঙ্গীকে প্রতারিত করেন না। তবে কিছু সিঙ্গল মেষ জাতকরা বিবাহিত জাতক বা জাতিকার প্রেমে পড়তে দ্বিধা বোধ করেন না। এই অগ্নি চিহ্নের রাশির জাতকরা নিজের কাজের প্রতি সমর্পিত। অফিসে বা কোনও ইভেন্টে কোনও ব্যক্তিকে দেখলে তাঁদের মনে ভালোবাসা জন্ম নেয়। সহকর্মীদের সঙ্গে ক্যাশুয়াল সম্পর্কে থাকতে বেশি ভালোবাসেন এঁরা।

সেরা স্বামী চাইলে বিয়ে করুন ৬টির মধ্যে কোনও এক রাশির জাতককে
সিংহ রাশি

এই রাশির জাতকরা অধিকাংশ সময় অফিসে কাটিয়ে দেন। এমনকি বাড়িতে থাকলেও তাঁরা শুধুমাত্র কাজের বিষয় চিন্তাভাবনা করতে থাকেন। অফিস ও কর্মজীবন এঁদের জীবনের সর্বাধিক অংশ জুড়ে থাকে। এর ফলে পরিবার স্বামী বা স্ত্রীর সঙ্গে এঁদের দূরত্ব বাড়ে এবং অফিসের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত হয়। এ কারণে অনেক সময় বৃশ্চিক জাতকরা নিজের সহকর্মী জাতক বা জাতিকার সঙ্গে নিজের কেমিস্ট্রি ম্যাচ করে দেখতে চান।

সঙ্গীর প্রতিটি পদক্ষেপে চোখ রাখেন এই ৪ রাশির সন্দেহবাতিক জাতকরা
বৃশ্চিক রাশি

এই রাশির জাতকরা অনুগত ও নিজের সঙ্গীর প্রতি সৎ থাকার পন্থায় বিশ্বাসী। তবে এঁদের প্রেমিক বা প্রেমিকা যদি অফিসের কোনও বিবাহিত সহকর্মী হয়, তা হলে তাতে এঁদের কিছু যায় আসে না। ধরা পড়ার ভয় মনে নিয়ে, এমনকি চাকরি হারানোর ঝুঁকি সত্ত্বেও সহকর্মীর সঙ্গে সেই সম্পর্ক চালিয়ে যান বৃশ্চিক রাশির জাতকরা।

অফিসে সহকর্মীর প্রেমে পড়েন এই ৪ রাশির জাতকরা
মকর রাশি

অনেক সময় বিবাহিত জাতক বা জাতিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন মকর রাশির জাতকরা। এঁরা অনেক সময় কোনও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে বা দীর্ঘমেয়াদি রোম্যান্সের সম্পর্কের জড়িত হতে চান না। এমন পরিস্থিতিতে এই রাশির জাতকরা বিবাহিতদের সঙ্গে সম্পর্কে জড়ান। কোনও অ্যাফেয়ারের বিষয় বেপরোয়া মকর জাতকরা নিজের মনের কথা শুনে এগোন ও বিবাহিত জাতক-জাতিকার সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ হন।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং